ইয়েমেনিরা কাজের দিক-নির্দেশনা খুঁজছে: টেডএক্সসানা ২০১৩

ইয়েমেনে দেরিতে হলেও টেডএক্সসানা'র ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাই ইয়েমেনের অনেকেই এখন টেডএক্সসানা ২০১৩ শুরু হওয়ার জন্য যে অপেক্ষা করছেন, এতে অবাক হওয়ার কিছু নেই! তারা রাজনীতি আর বিক্ষোভের আলাপ ছেড়ে ট্রেডএক্সসানার বক্তাদের আগ্রহ জাগানিয়া কথা শোনার জন্য বসে আছেন। জানুয়ারি মাসে অনুষ্ঠিত টেডএক্সসানার থিম ছিল “ইনস্পায়ারিং হোপ” (আশার সঞ্চার করা)। আর এখনকার থিম হচ্ছে “অ্যাকশন ম্যাটারস” (কাজের গুরুত্ব)।

দুই মাস আগে টেডএক্সসানার ইউটিউব চ্যানেলে প্রচারণামূলক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে সবাইকে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এবং টেডএক্সসানা দলে যোগ দেয়ার আহবান করা হয়েছে।

অনুষ্ঠান শুরু হবে আজকে, ১৩ নভেম্বরে। উপস্থাপনা করবেন ইয়েমেনের জনপ্রিয় দুই তরুণ উপস্থাপক সারাহ আল জাওরাকি এবং ওসামাহ আবদুল্লাহ। নভেম্বরের প্যানেলে নারীদের অংশগ্রহণ আগের থেকে বেশি থাকছে। ১৭ জন বক্তার মধ্যে নারী থাকছেন ৬ জন। এর আগে জানুয়ারির ১ তারিখে অনুষ্ঠিত ট্রেডএক্সসানার প্যানেলে ১৯ জনের মধ্যে নারী ছিলেন মাত্র ৪ জন। বক্তার তালিকায় ব্যবসায়ী থেকে শুরু করে ইংরেজি ভাষা শিক্ষক, মিডিয়া প্রোগ্রাম ডেভলপার, অনুষ্ঠান উপস্থাপক, চিত্রগ্রাহক, সিনেমা পরিচালক, নীতি-নির্ধারণী বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার, সাংবাদিক/ব্লগার, কেক ডিজাইনারও রয়েছেন। বক্তাদের নাম এবং ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। আর ফেসবুকে তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে।

 Sara Al-Zawqari and Osama Abdullah are the hosts of TEDxSanaa 2013: Action

সারাহ আল জাওরাকি এবং ওসামাহ আবদুল্লাহ টেডএক্সসানা ২০১৩ উপস্থাপনা করবেন।

এই লিংকে অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .