চেচেন আইনজীবী এবং মৃত রুশ কর্ণেল

Colonel Budanov and the lawyer who defended his alleged killer. YouTube screenshots.

কর্ণেল বুদানভ এবং অভিযুক্ত বুদানভের খুনীর আইনজীবী। ইউটিউব স্ক্রিনশট।

গত সপ্তাহে রাশিয়ার অনুসন্ধানকারী কমিটি ঘোষণা প্রদান করে যে তারা মুরাদ মুসায়েভ-এর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে, যে চেচেন বিষয়ক জটিল সব মামলায় চেচেনদের আইনজীবী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে এক মামলার সাক্ষীদের ঘুষ প্রদানের অভিযোগ অনুসন্ধান করা শুরু হয়েছে। সাক্ষীরা দাবী করে যে কর্ণেল বুদানভের খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত মামলার ফেব্রুয়ারি ২০১৩-এর এক শুনানিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মুসায়েভ তাদের ১৫,০০০ রুবেল (প্রায় ৫০০ মার্কিন ডলার) প্রদান করতে চেয়েছিল।

চেচেনিয়া যুদ্ধের সময় এক চেচেন তরুণীকে অপহরণ ও খুনের অভিযোগে বুদানভের নয় বছরের জেল হয়েছিল (বুদানভ দাবী করেছিল যে উক্ত মেয়েটি ছিল দূরপাল্লার এক বন্দুকধারী)। জেল থেকে ছাড়াপাওয়ার পর কিছুদিনের মধ্যে বুদানভ খুন হয়। ইউসুপ তেমেরখানভ নামের এক চেচেন নাগরিককে আট বছর ধরে পরিকল্পনার পর ভুল এক ব্যক্তিকে খুন করার দায়ে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মুসায়েভ ছিলেন তেমেরখানভের আইনজীবী, যে কিনা উক্ত অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয় (রাশিয়ায় মৃত্যুদণ্ড প্রদান করার বিধান নেই)। যখন এই ঘুষ প্রদানের কাহিনী প্রথম ছড়িয়ে পড়ে, চেচনিয়ার মানবাধিকার ন্যায়পাল (অম্বুডজম্যান) নুরদি নিহাজাইয়েভ তখন , তখন মুসায়েভের সমর্থনে এগিয়ে আসে [রুশ ভাষায়], যদিও সাম্প্রতিক অনুসন্ধান কমিটির ঘোষনার আগে সবার নজর থেকে এই ঘটনা প্রায় হারিয়ে যাবার উপক্রম হয়েছিল।  

এই ঘটনার প্রায় ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে চেচেন নেতা রামজান কাদিরভ তার ইনস্টগ্রাম একাউন্টে মুসায়েভ এবং মার্কিন উভয়ের ছবি প্রকাশ করেছে [রুশ ভাষায়], এবং মুসায়েভেকে সমর্থন করছেন। (ব্লগিং প্লাটফর্ম হিসেবে কাদিরভ একটা বিশেষ মাত্রায় ইনস্টাগ্রাম ব্যাবহার করে থাকে।):

Многие аналитики полагают, что СК не понравилось, с каким упорством Мусаев защищал обвиняемого в убийстве Юрия Буданова человека, а также с каким усердием он выступает и на других громких процессах […]

অনেক বিশ্লেষক বিশ্বাস করে, যে ভাবে ইউরি বুদানভের খুনের ঘটনায় মুসায়েভ খুনির সমর্থনে এগিয়ে এসেছে এবং অন্য সব বিশেষ ঘটনায় সে যে ভাবে উৎসাহ প্রদর্শন করেছে, [অনুসন্ধান কমিটি] তা পছন্দ করেনি। […]

বুদানভের যুদ্ধকালীন অপরাধের বিষয়ে অনুসন্ধান কমিটির প্রতিশ্রুতির বিষয়ে কাদিরভের প্রশ্ন তোলার বিষয়টি ছিল অনেক বেশী এক গুজবের সম্ভাবনা:

[…] следствие до сих пор не предприняло ничего для того, чтобы установить все преступления Буданова и дать им предусмотренную законом правовую оценку. Вместо этого, из него до сих пор определенные силы пытаются сделать героя.

[…] এই অনুসন্ধান কমিটি বুদানভের সকল অপরাধ প্রমাণে এখন পর্যন্ত কিছুই করেনি বরং সেগুলোকে আইনগত বৈধতায় মুল্যায়ন করেছে। আর, কোন কোন শক্তি এখনো তাকে এক বীর হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলেক্সি নাভালনি [রুশ ভাষায়], যেমনটা প্রায়শই করে থাকে, এবার সে তাই করেছে, সে এই অভিযোগের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। সে রাষ্ট্রীয় তহবিলের বিপুল পরিমাণ অর্থ চেচনিয়ায় পাঠানো প্রসঙ্গে দেশটির বিচার ব্যবস্থার দ্বৈত অবস্থান গ্রহণে প্রতিক্রিয়া প্রদর্শন করে থাকে, সে ঐতিহ্যবাহী চেচেন টুপি নিয়ে পরিহাস করে লিখেছে :

Официальные лица этого государства, которых мы по какому-то недоразумению называем “российскими госслужащими” проводят этот принцип ясно и открыто: любые юридические действия в отношении граждан чеченской национальности должны осуществляться: в первую очередь, с учётом того, что они чеченцы; во вторую очередь, с учётом того, из какого они селения, кто их называет “братуха” и “красаучик” и носят ли они на голове круглую шапочку.

এই রাষ্ট্রের কর্মকর্তা, যাদের আমরা ভুল করে “রাশিয়ার সরকারী কর্মচারী” বলে অভিহিত করে থাকি, তারা সুস্পষ্ট ভাবে এবং প্রকাশ্যে এই নীতিতে অনড়; রুশ নাগরিকদের বিরুদ্ধে চেচেন নাগরিকদের আনা যে কোন অভিযোগের আইনি কার্যক্রম চালিয়ে যাওয়া হবে; প্রথম এই বিষয়টি মাথায় রেখে যে, তারা হচ্ছে চেচেন নাগরিক, দ্বিতীয়ত, এই বিষয়টি মাথায় রেখে যে কোন চেচেন গ্রাম থেকে তারা এসেছে, যারা তাদের “ভ্রাতা” অথবা “দারুন ব্যক্তি” হিসেবে অভিহিত করে, বিশেষ করে যদি তারা ওই ছোট্ট গোল টুপি পরে থাকে।

এদিকে, ব্লগার সের্গেই নিকিতাস্কি তার পাঠকদের জিজ্ঞেস করেছে [রুশ ভাষায়] বুদানভ সম্বন্ধে তাদের ভাবনা, যে কিনা মেরুকরণ (দুটি বিপরীত ভিন্ন চরিত্র)–এক চরিত্র হয়ে রয়েছে এবং অনেকে এখনো বিশ্বাস করে যে তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সম্ভবত বিষয়টি বিস্ময়কর নয় যে ৪২ শতাংশ নাগরিক তাকে এক “বীর” হিসেবে বিবেচনা করে, অন্যদিকে ২০ শতাংশ বলছে সে “এক ঘটনার শিকার” মাত্র, কেবলমাত্র ১৬ শতাংশ ব্যক্তি তাকে এক “অপরাধী” হিসেবে অভিহিত করেছে, এবং ১০ শতাংশ ব্যক্তি তাকে এক “ মানুষ” হিসেবে অভিহিত” করেছে। অবশিষ্ট ৯ শতাংশ ব্যক্তি বলছেন এই বিষয়ে মন্তব্য করা কঠিন। মন্তব্য বিভাগে অনেকে বলেছে যে তালিকায় রাখা “বীর” এবং “ঘটনার এক শিকার” উভয়টিতে ভোট দিতে চেয়েছিল।
একজন মন্তব্যকারী উল্লেখ করেছে [রুশ ভাষায়]:

Обвинения в надругательстве с Буданова были сняты судом. Кадыров пишет о законе и справедливости, и тут же лжёт, умышленно или по незнанию.

আদালতে বুদানভ ধর্ষনের মামলা থেকে অব্যহতি লাভ করেছিল। কাদিরভ আইন এবং ন্যায়বিচার সম্বন্ধে লিখছে, আবার একই সাথে মিথ্যা কথা বলছে, হয় সে উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা না জেনে তা করছে।

যেখানে আরেকজন মন্তব্যকারী প্রতিউত্তর করেছে :

Что вы хотите от малограмотной обезьяны?

একজন উপেক্ষিত মর্কটের কাছ থেকে আপনি আর কি আশা করেন?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .