আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে ১৬ নভেম্বর তারিখে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিশরের কায়রোর কর্মশালায় দ্বিতীয় গ্লোবাল ভয়েসেস আড্ডা বা মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
প্রথাগত ভাবে, গ্লোবাল ভয়েসেস-এর রয়েছে একদল শক্তিশালী স্বেচ্ছাসেবক লেখক, অনুবাদক, এবং সম্পাদকদের এক সম্প্রদায় যারা কায়রো শহরের আশেপাশে বসবাস করে। এই সম্প্রদায়ের সদস্যরা ব্যাপক ভাবে নাগরিক প্রচার মাধ্যম, প্রযুক্তি এবং সাংবাদিকতা প্রকল্প এবং কার্যক্রমের সাথে যুক্ত এবং তারা অন্যদের এই সমস্ত ক্ষেত্রে আরো বেশী সক্রিয় হতে তারা সম্ভবত এক মূল্যবান মাধ্যম হতে পারে।
২০১০ সালের সংস্করণে, রাইজিং ভয়েসেস মিশরের নাগরিক প্রচার মাধ্যমের বাইরের প্রকল্পের জন্য এক ক্ষুদ্র অনুদান প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রকল্পের বাইরেও, আমরা তিনটি প্রকল্পকে অর্থ প্রদান এবং সমর্থন করেছি: নাজারা, মিনিয়ার প্রতিদিনের নারীরা, এবং মোকাত্তাম ব্লগের গল্প।
এই সম্মেলন, এই সম্প্রদায়ের অনেক সদস্যকে একত্রিত করবে তাদের অভিজ্ঞতা তুলে ধরা এবং অন্যদের সাথে যুক্ত হবার ক্ষেত্রে সুবিধাদি প্রদান করবে যা একই ধরনের আগ্রহ এবং লক্ষ্য শেয়ার করে। আমাদের এই সম্প্রদায়ের দুই সদস্য মোহাম্মদ এল গোহারি (@আইআরসিপ্রসিডেন্ট) এবং তারেক আমর (@জিআর৩৩এনডাটা), এবং একই সাথে গ্লোবাল ভয়েসেস-এর অন্য সদস্যরা এর আয়োজনে সম্পৃক্ত, এই সম্মেলন, যে সকল বিষয়ের উপর মনোযোগ প্রদান করবে:
- রাইজিং ভয়েসেস, এ্যাডভক্স এবং লিঙ্গুয়ায় সহ গ্লোবাল ভয়েসেস-এ আমাদের কাজ সম্বন্ধে বিশ্বের কাছে কাছে এক ধারনা প্রদান করবে।
- যে ভাবে এক বৃহৎ সম্প্রদায় গ্লোবাল ভয়েসেস-এ যুক্ত হতে পারে সে বিষয়টি শেয়ার করা।
- নেটওয়ার্ক কার্যক্রম, যাতে অংশগ্রহণকারীরা নিজেদের ডিজিটাল প্রকল্প অথবা কোন প্রকল্প বিষয়ে চিন্তা সবার সামনে তুলে ধরতে পারে।
- অন্য অংশগ্রহণকারীর অভিজ্ঞতার আলোকে নিজেদের কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সর্বোচ্চ করা।
যদি আপনি এতে অংশ নিতে আগ্রহী হন তাহলে দয়া করা নীচের সাইন আপ ফরমেস্বাক্ষর করুন, আর আমাদের দল আরো তথ্যসহ আপনাদের প্রতিউত্তর করবে যার মধ্যে থাকবে সম্মেলনের সুনির্দিষ্ট ঠিকানা। এই সম্মেলন সকলের জন্য উন্মুক্ত, কিন্তু এতে অংশগ্রহণকারীদের, শুরু আগেই এতে স্বাক্ষর করতে হবে।
আরো তথ্যের জন্য, দয়া করে রাইজিং[এ্যাট]গ্লোবাল ভয়েসেসঅনলাইন.অর্গ-এ যোগাযোগ করুন।