পারমাণবিক সমঝোতা নিয়ে হাসি ঠাট্টা

European Union foreign policy chief Catherine Ashton

ইরানের সাথে জেনেভা সমঝোতার সময় ইউরোপিয়ান ইউনিয়ানের বৈদেশিক নীতির প্রধান কাথেরিন আশটন। সূত্রঃ ইরান, ছবিঃ মোহাম্মদ রেজা আলিমাদাদি।

ইরান এবং ছয় বিশ্ব শক্তির মধ্যকার নিউক্লিয়ার সমঝোতার আরেক দফা গোলটেবিল বৈঠক গত শনিবার ৯ নভেম্বর তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় কোন রকম চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এখনো মধ্যস্থতাকারীরা “তাৎপর্যপূর্ণ অগ্রগতি” তৈরির কথা বলছেন। ইরানের নিউক্লিয়ার প্রযুক্তি উন্নয়নের লাগাম টেনে ধরতে দশ বছর যাবৎ অনেক আন্তর্জাতিক উদ্যোগ নেয়া হয়েছে। বেশ কয়েকজন ইরানি নেটিজেন কৌতুকপূর্ণ পোস্ট এবং টুইটের দৃষ্টিকোণ থেকে এই ঘটনার আলোকিত দিকটিকে দেখছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও আলোচনার টেবিলে ছিলেন। তিনি বলেছেন, নতুন দফা এই আলোচনা “মত পার্থক্যগুলোকে কমিয়ে এনেছে”। এ বিষয়টিতে অধিকতর বিরোধ নিষ্পত্তিতে তারা এক সাথে কাজ করবেন।

হামিদ টুইট [ফার্সী] করেছেনঃ

আমি মনে করি, হোটেলের খরচ পরিশোধের বিষয়ে মত পার্থক্যের কথা হবে হয়তো। সম্ভবত কেরিকে পরিশোধ করতে বলা হয়েছিল…পরে ঠিক হয়েছে, যে যার ভাগ পরিশোধ করি, চলুন।

কৌরোশ টুইট [ফার্সী] করেছেনঃ  

অগ্রগতির একটি চিহ্ন হিসেবে দেখা যায়, [রক্ষণশীল] ফারস নিউজ কেরির ছবিতে মাথায় শিং অথবা মুখে গোঁফ না এঁকেই সম্প্রচার করেছে।  

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে হাসি দিয়ে শিরোনাম করা হয়েছে। 

খাসিয়ার পাকফার টুইট [ফার্সী] করেছেনঃ 

অবশেষে কেরি জারিফকে বলবেন, “আমার মাথায় একটি পারমাণবিক বোমা মারুন, তেলাবিবে একটি বিস্ফোরণ ঘটান, কিন্তু হাসি থামান!”

ফ্রান্স পরমাণু আলোচনার সময় শক্ত অবস্থান নিয়েছে এবং সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য বেশ কিছু ইরানি ফরাসী সরকারকে দায়ী করেছে।

হাফিজ হাকামি টুইট [ফার্সী] করেছেনঃ 

এখন বিশ্বে ফ্রান্সের অবস্থান কেমন? আপনারা কি কোন মহা শক্তিধর? আপনাদের কি মধ্যপ্রাচ্যের বিষয়ে আগ্রহ আছে? যদি আপনারা নিজের ভালো বোঝেন, তবে আফ্রিকাতে যেয়ে নাক গলান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .