ইরান এবং ছয় বিশ্ব শক্তির মধ্যকার নিউক্লিয়ার সমঝোতার আরেক দফা গোলটেবিল বৈঠক গত শনিবার ৯ নভেম্বর তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় কোন রকম চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এখনো মধ্যস্থতাকারীরা “তাৎপর্যপূর্ণ অগ্রগতি” তৈরির কথা বলছেন। ইরানের নিউক্লিয়ার প্রযুক্তি উন্নয়নের লাগাম টেনে ধরতে দশ বছর যাবৎ অনেক আন্তর্জাতিক উদ্যোগ নেয়া হয়েছে। বেশ কয়েকজন ইরানি নেটিজেন কৌতুকপূর্ণ পোস্ট এবং টুইটের দৃষ্টিকোণ থেকে এই ঘটনার আলোকিত দিকটিকে দেখছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও আলোচনার টেবিলে ছিলেন। তিনি বলেছেন, নতুন দফা এই আলোচনা “মত পার্থক্যগুলোকে কমিয়ে এনেছে”। এ বিষয়টিতে অধিকতর বিরোধ নিষ্পত্তিতে তারা এক সাথে কাজ করবেন।
হামিদ টুইট [ফার্সী] করেছেনঃ
فکنم الان اختلاف سر اینه که پوله هتل رو کی حساب کنه. احتمالا انداختن گردن #کری اونم جا زده #ژنو بابا دنگیش کنید بره دیگه
— Hamed (@HamedEsm) November 9, 2013
আমি মনে করি, হোটেলের খরচ পরিশোধের বিষয়ে মত পার্থক্যের কথা হবে হয়তো। সম্ভবত কেরিকে পরিশোধ করতে বলা হয়েছিল…পরে ঠিক হয়েছে, যে যার ভাগ পরিশোধ করি, চলুন।
কৌরোশ টুইট [ফার্সী] করেছেনঃ
همین که فارس عکس مذاکره #ظریف و #کری رو گذاشته بدون اینکه برای #کری سبیل بکشه یا شاخ بذاره یعنی کلی پیشرفت
— Kourosh (@kouroshmajd) November 10, 2013
অগ্রগতির একটি চিহ্ন হিসেবে দেখা যায়, [রক্ষণশীল] ফারস নিউজ কেরির ছবিতে মাথায় শিং অথবা মুখে গোঁফ না এঁকেই সম্প্রচার করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে হাসি দিয়ে শিরোনাম করা হয়েছে।
খাসিয়ার পাকফার টুইট [ফার্সী] করেছেনঃ
آخرش جان #کری به #ظریف میگه شوما بمب بساز بزن تو سر من! بزن وسط تلاویو، فقط دیگه نخند! #مذاکره
— khashayar pakfar (@kpakfar) November 10, 2013
অবশেষে কেরি জারিফকে বলবেন, “আমার মাথায় একটি পারমাণবিক বোমা মারুন, তেলাবিবে একটি বিস্ফোরণ ঘটান, কিন্তু হাসি থামান!”
ফ্রান্স পরমাণু আলোচনার সময় শক্ত অবস্থান নিয়েছে এবং সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য বেশ কিছু ইরানি ফরাসী সরকারকে দায়ী করেছে।
হাফিজ হাকামি টুইট [ফার্সী] করেছেনঃ
الان دقیقا #فرانسه چی کاره دنیاس؟ ابرقدرته؟ تو #خاورمیانه منافع داره؟ شما خیلی بلدی دخالت هات تو آفریقا رو مدیریت کن!
— Hafez Hakami (@hafezhakamii) November 9, 2013
এখন বিশ্বে ফ্রান্সের অবস্থান কেমন? আপনারা কি কোন মহা শক্তিধর? আপনাদের কি মধ্যপ্রাচ্যের বিষয়ে আগ্রহ আছে? যদি আপনারা নিজের ভালো বোঝেন, তবে আফ্রিকাতে যেয়ে নাক গলান।