চীনের সাংবাদিকতা দিবস: ‘বেশি সত্য জানলে, বেশি যাতনা ভোগ করতে হয়’

গত ৮ নভেম্বর চীনে সাংবাদিকতা দিবস পালিত হলো। দিবস উপলক্ষে অনলাইনে একজন টিভি সাংবাদিকের মন্তব্যে ‘সাংবাদিকদের নিরাপত্তা এবং মর্যাদায় কার্যকর আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তার’ বিষয়টি উঠে এসেছে।

দিনটিকে ঘিরে আরো অনেক সাংবাদিক চীনের সবচে’ জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট সিনা উইবুতে সেন্সরশিপ, রাষ্ট্রীয় মিডিয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন।

দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা করছেন ওয়াং শিসি। তিনি তার চিন্তা-ভাবনা তুলে ধরেছেন এভাবে:

记者节。从业22年,如下感悟:1 身体经造, 灵魂经烤;2 无冕之王只是客气,当真了就死定了;3 有时知道真相越多越苦恼;4 没良知别监督, 没常识别批评,否则难免被嫖娼被跨省;5 没法律保障,只能靠组织护佑;6 骂美国比骂村长安全;7 可以不说事实,但千万别撒谎;8 小姐的活法,圣女的操守。

আজ সাংবাদিকতা দিবস। ২২ বছর সাংবাদিকতার অনুভূতি এখানে তুলে রাখলাম: ১. আমার শরীর ও আত্মা নির্যাতিত হয়েছে; ২. মুকুটহীন রাজা ভদ্র হয়। একে যদি সিরিয়াসলি নেন, তাহলে আপনি মারা যাবেন; ৩. কিছু সময়ে বেশি সত্য জেনে ফেললে, আপনাকে বেশি যাতনা ভোগ করতে হবে; ৪. বেশ্যা বলে পরিচিত হওয়ার আশংকায় কমন সেন্স না রেখেই কোনো কিছু তদারকি বা সমালোচনা করতে যাবেন না; ৫. কোনো ধরনের আইনি রক্ষাকবচ নেই, শুধুমাত্র কর্মস্থলের নিরাপত্তা সহযোগিতার ওপর বিশ্বাস রাখুন; ৬. গ্রামের নেতাদের দোষ দেয়ার চেয়ে আমেরিকাকে দোষারোপ করা অনেক নিরাপদ; ৭. আপনি সত্য বলতে যাবেন না, আবার মিথ্যাও বলবেন না; ৮. একজন বেশ্যার মতো জীবনধারণ করুন, নিজেকে রক্ষা করুন একজন কুমারি'র মতো।

আরো অনেক সাংবাদিকের মন্তব্যও শিসি'র মতোই। জনপ্রিয় টিভি উপস্থাপক মেং ফেই দেখিয়েছেন:

今天是记者节,其实记者根本不需要用节日来提升荣誉感,他们最需要的是用健全的法制来保障安全和尊严。

আজকে সাংবাদিকতা দিবস। যদিও সাংবাদিকদের আজকে ছুটির দরকার নেই। তাদের দরকার নিরাপত্তা এবং মর্যাদায় কার্যকর আইনি ব্যবস্থা।

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক “বিগ-ভি” ক্র্যাকডাউনের প্রতিক্রিয়ায় টিভি উপস্থাপক হু জিউই তার এক সাংবাদিক বন্ধুর লেখা কবিতা পোস্ট করেছেন:

沉默不是寂灭,沉默不代表认同,沉默不是放弃,沉默铸造责任;沉默也是声音,沉默就是真相;与呼号相比,爆炸是沉默的,与舆论相比,新闻是沉默的。2013,新闻业处在向下沉沦与向上挣扎的节点,为了不使虚无的喧嚣得逞,识别喧嚣中的虚无非常迫切。——一位记者同行写于记者节

নীরবতা মানে শান্ত নিঝুমতা নয়, নীরবতা মানে নিজস্ব পরিচিতি নয়, নীরবতা মানে ছেড়ে যাওয়া নয়, নীরবতা মানে দায়িত্বশীলতা। নীরবতা হলো শান্ত সুমধুর, নীরবতা হলো সত্য সুন্দর। জনতার ভাষার সাথে তুলনা করো, দেখ, সংবাদপত্র কেমন নীরব হয়ে আছে। এটা ২০১৩ সাল, দেখ সাংবাদিকতা কেমন করে ডুবছে, লড়াই করছে। যে সাফল্যের কোনো মানে নেই, তার জন্য কাজের এতো বাহার কেন। অ্যাত্তো অ্যাত্তো যে কাজ সেগুলো চিহ্নিত করো, এটাই দরকার। … সাংবাদিকতা দিবস উপলক্ষে একজন সাংবাদিক এটা লিখেছেন।

কেইজিং ম্যাগাজিনের উপ প্রধান সম্পাদক লিও চ্যাংপিং লিখেছেন:  

在中国,若要驱散政治阴霾,推进腐败防治工作,不可能只靠政府,也需要公民社会和私营领域的共同努力。跟司法系统类似,一个独立、权威的新闻行业,是建立阳光政府与透明政治的重要基础。

একটি স্বচ্ছ নিরপেক্ষ সরকার শুধুমাত্র সরকারের ওপরই নির্ভর করতে পারেন না। তাকে সুশীল সমাজ এবং অন্যান্য বেসরকারি খাতের ওপর নির্ভর করতে হয়। বিচার ব্যবস্থার মতোই স্বচ্ছ সরকার প্রতিষ্ঠায় স্বাধীন এবং কর্তৃত্বশীল সংবাদশিল্প গুরুত্বপূর্ণ।

সাংবাদিক দেং ফেই ডিজিটাল মিডিয়ার যুগে সবাইকে নতুন মিডিয়া ব্যবহার করার আহবান জানিয়েছেন:

讲传播与赋权,媒体人掌握话语权的时代结束了,但我们的文字、思想、价值观和传播动员组织优势功力还在,我们必须与时俱进,变革自身,利用各类新媒体继续前行,或自媒体或公益行动,来传播我们的价值。

যুগ বদলে গেছে। সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকরা এখন শক্তিশালী হয়েছেন। আমাদের এখনো বাক্য, ভাবনা, মূল্যবোধ এবং যোগাযোগের দক্ষতা আছে। আমরা অবশ্যই সময়ের সাথে সাথে এগিয়ে যাবো। সিটিজেন মিডিয়া বা নতুন ধরনের মিডিয়ার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের উন্নতি করবো। আমাদের চিন্তাভাবনা ছড়িয়ে দিবো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .