বাংলাদেশে এখন থেকে হিজড়াদের আলাদা লিঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। সরকার গত ১১ই নভেম্বর এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছে। সম্প্রতি জার্মানীও তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির ফলে পাসপোর্টসহ সব ধরনের সরকারি নথিপত্রে ব্যক্তির লিঙ্গ পরিচয় হিসেবে ‘নারী’ ও ’পুরুষের’ পাশাপাশি ‘হিজড়া’ হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকবে।
বাংলাদেশে বর্তমানে ১০ হাজার হিজড়া বাস করে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ ধরনের ব্যক্তিদের ‘নিচু’ দৃষ্টিতে দেখা হয় বলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র- সব জায়গাতেই তাদের হতে হয় নিগৃহীত, অধিকারবঞ্চিত এবং তারা দল বেধে আলাদা থাকে। বাংলাদেশের বেশ কিছু সংগঠন দীর্ঘদিন ধরে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন।
নেটিজেনরা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়াটাকে সাধুবাদ জানিয়েছেন।
হযরত বিনয় ভদ্র (@hazratb9bhodroe) এটাকে একটি বড়ো অর্জন হিসেবে দেখছেন। তিনি টুইট করেছেন:
হিজড়াদের রাষ্ট্রের লৈঙ্গিক স্বীকৃতি বিরাট অর্জন, গো এহেড বাংলাদেশ 🙂
— hazrat binoy bhodroe (@hazratb9bhodroe) November 11, 2013
সাবরিনা হক (@sab918) মনে করে এটা লিঙ্গ বৈষম্য কমিয়ে আনবে:
Awesome. #Bangladesh is expanding #equality and the definition of #gender for its populace http://t.co/qaAmImxQsP #progress #hijras
— Sabrina Haque (@sab918) November 11, 2013
খুব ভালো খবর! বাংলাদেশ লিঙ্গ সমতার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণের লিঙ্গ পরিচয় নির্ধারণ করেছে।
স্মিতা গাইথ (@smitagaith) টুইট করেছেন:
Wow, that's huge! RT @sepiamutiny: #Hijras now legally a separate #gender in #Bangladesh http://t.co/wjUBaZnR80
— Smita Gaith (@smitagaith) November 11, 2013
ওয়াও! বেশ বড়ো স্বীকৃতি এটা! রিটুইট @sepiamutiny: বাংলাদেশে হিজড়ারা এখন আইনত আলাদা লিঙ্গ।
ব্ল্যাক মাম্বা (@Snoozfest) বলেছেন:
The West needs to take notes from #Bangladesh. #Hijras now a separate #gender in Bangladesh | #Dhaka Tribune http://t.co/SH8NIf8DpI"
— Blaque Mamba (@Snoozfest) November 11, 2013
পশ্চিমারা চাইলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। বাংলাদেশে হিজড়ারা এখন আলাদা লিঙ্গ।
সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই, যেমন আইরিন সুলতানা (@ireen_sl):
একদম শেষ সময়ে হলেও এমন একটি পদক্ষেপকে চূড়ান্ত রূপ দেয়ার জন্য সরকারকে আন্তরিক সাধুবাদ। হিজড়াদের ‘লিঙ্গ… http://t.co/0SfYP9GEJT
— ireen sultana (@ireen_sl) November 11, 2013
2 টি মন্তব্য