সারা বিশ্ব থেকে আসা রাইজিং ভয়েসেস মাইক্রোগ্রান্ট বিজয়ীরা অগ্রগতির নিদর্শন স্বরূপ তাঁদের প্রকল্পগুলোর দলিল তৈরি করেছে। গত কয়েক মাস ধরে তাঁরা কি কাজ করেছে সেগুলো শেয়ার করতে আমরা তাদের ফ্লিকার স্ট্রিম, ফেসবুক পাতা এবং ওয়েবসাইট থেকে কিছু ছবি বেছে নিয়েছি।

মাসসামার ক্লিনিকঃ মানচিত্র!

মোটর বাইক দিয়ে হারোবান্ডার মানচিত্র তৈরি

নিয়ামির একটি শ্রেণি কক্ষে সামান্য প্লাবনের সময় তথ্য সম্পাদনের কাজ চলছে।
মিডিয়া ও গণতন্ত্রের জন্য ভুটান সেন্টার

অংশগ্রহণকারীরা “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে ভূটান অবজারভার এবং ভুটানিজের সম্পাদক যথাক্রমে নেদ্রু জাংপো এবং তেঞ্জিং লামসাং এর মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিক হিসেবে নির্বাচনের সময়কার তাঁদের অবিজ্ঞতা শোনার পর সামাজিক মিডিয়ার প্রভাব, সন্ন্যাসীদের অধিকারসমূহ এবং বেকারত্ব সম্পর্কে তাঁরা কি ধারণা পোষণ করেন তা জানার জন্য প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম।

মস্তিস্কপ্রুসুত ধারণা: বাগাঅয়াথ “নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা” সম্পর্কে তাঁর আইডিয়া শেয়ার করছেন।

পডকাস্টিং কর্মশালার সময় কিছু অডিও সম্পাদনা।