
সেসিডিক-এর ছাত্রছাত্রীবৃন্দ। ফ্লিকারে ছবি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিস্ট ডে লস পুয়েব্লোস আর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে প্রদর্শন করা হয়েছে (সিসি বাই এনসি-এসএ ২.০)
সংযুক্ত সম্প্রদায় উন্নয়ন শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র (সেন্টার ফর এডুকেশন, ট্রেইনিং এন্ড রিসার্চ ফর ইন্টিগ্রাল কমিউনিটি ডেভলপমেন্ট) [স্প্যানিশ ভাষায়] (সেসিডিক), কলম্বিয়ার কাউকা বিভাগের তোরিবো শহরের একটি গ্রাম্য মুরাল বা দেওয়ালচিত্রের এক মিঙ্গার আয়োজন করে, এই প্রদর্শনীর ফেসবুক পাতা অনুসারে [স্প্যানিশ ভাষায়] যার উদ্দেশ্য হচ্ছে শিল্পের মধ্যে দিয়ে সম্প্রদায়ের ভেতরে ভিন্ন যৌথ এক কল্পনার জগৎ সৃষ্টি করা এবং তোরিবো শহরকে বহির্বিভাগ বা দেওয়ালে প্রদর্শিত শিল্পের এক জাদুঘরে পরিণত করা।
মিঙ্গা (অথবা মিঙ্কা) হচ্ছে সম্প্রদায়ের মঙ্গলের উদ্দেশ্যে এক বিশেষ ধরনের সম্প্রদায়গত যৌথ উদ্যোগের কাজ।
তোরিবো শহরের বেশীর ভাগ নাগরিক আদিবাসী নাসা জনগোষ্ঠীর লোক এবং দেশটির সশস্ত্র সংঘর্ষের কারণে এটি সবচেয়ে আক্রান্ত এলাকার মধ্যে অন্যতম। সেসিডিক হচ্ছে একটি শিক্ষামূলক এবং আদিবাসীদের জন্য অলাভজনক সংগঠন যা উক্ত শহরে তার কার্যক্রম পরিচালনা করে।

“ঠাণ্ডা বা বৃষ্টি কোনটাই ইসকারা টিমকে উদ্বিগ্ন করতে পারে না”। ছবি ফেসবুকে প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস।
১৯ থেকে ২৬ অক্টোবরে আয়োজিত এই মিঙ্গা কলম্বিয়া এবং ভেনেজুয়েলা, ইকুয়েডোর, চিলি ও মেক্সিকোর মত ল্যাটিন আমেরিকার দেশগুলোর ৬০ জন শিল্পীকে একত্রিত করে।
মিঙ্গার ছবি ফ্লিকার [স্প্যানিশ ভাষায়], ফেসবুক [স্প্যানিশ], এবং টুইটারে [স্প্যানিশ], প্রায়শই মন্তব্যসহ পোস্ট করা হয়েছেঃ

জাভেথ গোমেজ- উইপালা কালচারাল কালেকটিভ। ফেসবুকে ছবি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস।
“La Minga de Muralistas es una oportunidad para que a través del arte se haga un llamado a los actores del conflicto armado para que asuman un compromiso de respeto hacia la población de Toribío”. Jafeth Gómez – Colectivo Cultural Wipala
“মিঙ্গা দেওয়ালচিত্র হচ্ছে শিল্পের মাধ্যমে অত্র এলাকার সশ্রস্ত্র সংগ্রামের নেতাদের আহ্বান জানানোর এক সুযোগ, যাতে তারা তোরিবো এলাকার জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক প্রতিশ্রুতি প্রদান করে-জাফেথ গোমেজ-উইপালা; কালচারাল কালেকটিভ

“আমাদের উদ্দীপনা এবং আমাদের প্রেরণা। ফেসবুকে ছবি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস।

কৃষিপ্রতিবেশ মতবাদ। ফেসবুকে ছবি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে প্রদর্শিত হয়েছে (সিসি বাই-এনসি-এসএ ২.০)।
এছাড়াও #মুরালিসটাসডেলসপুয়েব্লস নামক হ্যাশট্যাগের মাধ্যমে (স্প্যানিশ ভাষায়) (গ্রাম্য দেওয়ালচিত্র অঙ্কন শিল্পী) নামক এই শিল্পীদের এই দল এবং অন্য ব্যবহারকারী মিঙ্গাকে সমর্থন করে ছবি, ভিডিও এবং বার্তা প্রদর্শন করেছে:
Así recuperamos nuestro territorio, nuestras tradiciones, nuestras costumbres, nuestra vida… #MuralistasdelosPueblos
— Minga de Muralistas (@MingaMuralistas) October 25, 2013
এই ভাবে আমরা আমাদের এলাকা, ঐতিহ্য, প্রথা, জীবন… পুনরুদ্ধার করেছি।
Orgulloso del apoyo y trabajo de @lacasalibre en la Minga de #MuralistasdelosPueblos
— lncognito (@lncognito) October 22, 2013
মুরালিস্টা মিঙ্গা গ্রামের @লোকাসালিব্রে-এর সমর্থনে এবং কাজে গর্বিত।
En Toribío seguimos pintando resistencia #MuralistasdelosPueblos pic.twitter.com/pmGKOvIWQX
— Minga de Muralistas (@MingaMuralistas) October 21, 2013
তোরিবোতে আমরা তৈলচিত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছি।
এই দেওয়ালচিত্রগুলো এই দলের ইনস্টাগ্রামের [স্প্যানিশ ভাষায়] পাতায়ও দেখা যাবে

“আলভারো উলকিউ” নামক তারণ্যের এক আন্দোলন কেন্দ্র।ইনস্টাগ্রামে ছবিটি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস।

“সোমাস মুজিকাস”-এর প্রদান করা ছবি। ইনস্টাগ্রামে ছবিটি প্রদর্শন করেছে মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস।
মিঙ্গা ডে লস মুরালিসটাস ডে লস পুয়েব্লস [স্প্যানিশ ভাষায়], ইউটিউবেও এই সমস্ত দেওয়ালচিত্রের বিভিন্ন বিস্তারিত ভিডিওর প্রদর্শন করছে।
মিঙ্গার শেষ হবার ঠিক আগের দিন, ২৫ অক্টোবর তারিখে, এই দলটি ফেসবুক এবং টুইটারে [স্প্যানিশ ভাষায়] ছবি নষ্ট করার বিষয়টির নিন্দা জানিয়েছে [স্প্যানিশ ভাষায়]।
Según señalan vecinos de Toribío, durante rondas nocturnas, militares y policías han aprovechado para dañar algunas d las obras en el pueblo
— Minga de Muralistas (@MingaMuralistas) October 25, 2013
তোরিবোর আশেপাশের এলাকার লোকদের মতে গ্রামের লোকদের কাজ নষ্ট করার ক্ষেত্রে সামরিক বাহিনী এবং পুলিশ রাতের বেলায় টহল দেওয়ার সুবিধাটি গ্রহণ করে।
মিঙ্গার শেষ দিনে, মোনিকা হুরতাদো ফেসবুকে তার আবেগ তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়]:
7 dias despues………..y el color se apoderó de la arquitectura, de los espacios, de los niños, de los jovenes, del pueblo, de la esperanza y del amor por sembrar semillas de Paz!!
সাত দিন পরে… স্থাপত্য, স্থান, শিশু, তরুণ, গ্রাম, আশা এবং শান্তির বীজ বপনের মত ভালোবাসা থেকে রঙ নিয়ে নেওয়া হয়েছে!!
একটি ছবির অ্যালবামে [স্প্যানিশ ভাষায়] মিঙ্গার ১০০টি ছবি দেখা যাবে, যা ফেসবুকে প্রদর্শন করেছে [স্প্যানিশ ভাষায়] মারিয়ালিনা মাভিজু [স্প্যানিশ ভাষায়]।