নির্মাতাদের শ্যেন দৃষ্টি পড়ায় পেরুতে প্রাচীন পিরামিড ধ্বংস হয়ে গেছে

এই পোস্টটি মূল পর্তুগীজ ভাষায় লিখেছেন জেসিকা মোটা যা #পাত্রিমোনিও আমিকাডো (পর্তুগীজ ভাষায় “হুমকির মুখে ঐতিহ্য”) সম্পর্কিত ধারাবাহিকের অংশ হিসাবে গত ২১শে আগস্ট ২০১৩ তারিখে ব্রাজিলের অনুসন্ধানমূলক সংবাদ সংস্থা আজেন্সিয়া পুবলিকা কর্তৃক প্রথম প্রকাশিত হয়েছিল।

২৯শে জুন, শনিবার, বিকাল চারটের সময় ৫১ বছর বয়স্ক মহিলা এস্টিকিলা রোসালেস তাঁর খুবই পরিচিত পুরাতাত্ত্বিক স্থানটির অপর দিক থেকে আসা একটি শব্দ শুনেছিলেন। তিনি কাপাক সুমাক আইল্লু [স্প্যানিশ ভাষায়], সমিতিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে ১৪ বছর ধরে পেরুর জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এল পারাইসোতে ৪৫ হেক্টর জায়গা জুড়ে থাকা পেরুর অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স রক্ষায় সাহায্য করার দায়িত্বে আছেন। এটিই সেই স্থান যেখানে তিনি তাঁর দিনগুলি কাটান। এবং এর কাছাকাছি সান্টা জোসেফিনা পাহাড়ে তিনি তাঁর বাড়ি বানিয়েছেন।

শব্দটা এমন একটা কিছু থেকে আসছিল যা এস্টিকিলা কখনোই আশা করেন নি, এমনকি কখনো দুঃস্বপ্নেও ভাবেন নি। একদল লোক স্থানটিতে অবস্থিত এগারোটি পুরাতাত্ত্বিক ঢিবির মধ্যে একটিকে ধ্বংস করার জন্য ভারী যন্ত্র ব্যবহার করছিল। এই ছোট ঢিবির নিচে, চার থেকে ছয় মিটার লম্বা এবং ২.৫ বর্গ কিলোমিটার জুড়ে প্রাচীন কালের একটি ইনকা-পূর্ব পিরামিড ছিল।

O local onde foi derrubada uma das pirâmides de El Paraíso onde se vê a areia revolvida. Foto: Jessica Mota / Agência Pública

এই স্থানেই এল পারাইসো পিরামিডগুলির একটিকে ভেঙে ফেলা হয়েছিল, যার চিহ্ন বালিতে দেখা যাচ্ছে। ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকা

“আমি মরিয়া হয়ে উঠেছিলাম, এখানে কোনো টেলিফোন সিগন্যাল না থাকায় কী করব বুঝতে পারছিলাম না। তাই আমি পাহাড়ে চড়েছিলাম এবং প্রহরীকে পুলিশ ডাকতে বলেছিলাম”, এস্টিকিলা স্মরণ করেছিলেন:

Agora estou mais calma. Mas quando aconteceu realmente senti uma dor imensa, como se fosse uma pessoa, um ser muito querido para mim. Porque é parte de meu país, estavam assassinando minha identidade, minha cultura. E isso é, como se pode dizer, uma traição à pátria. Eu sinto que um peruano seja tão ignorante para destruir assim.

এখন আমি শান্ত বোধ করছি। কিন্তু যখন এটি ঘটেছিল, আমি প্রকৃতই একটি গভীর বেদনা অনুভব করেছিলাম, মনে হয়েছিল যেন এটা কোনো মানুষ, এমন কেউ যে আমার খুব প্রিয়। কারণ এটা আমার দেশের অংশ, ওরা আমার পরিচিতি, আমার সংস্কৃতিকে খুন করছিল। যেমন অনেকেই বলবেন, এটি যেন দেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা। আমি গভীরভাবে দুঃখিত যে একজন পেরুবাসী এতটাই নির্বোধ হতে পারে যে সে এই ধরনের বিধ্বংসী কাজ করতে পারে।

Localização do Complexo Arqueológico de El Paraíso na região do estado de Lima no Peru. Arte: Bruno Fonseca para a Agência Pública

পেরুর লিমা রাজ্যের অন্তর্গত এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সের অবস্থান। নকশা: আজেন্সিয়া পুবলিকার পক্ষ থেকে ব্রুনো ফনসেকা

লিমা থেকে এক ঘন্টার দূরত্বে সান মার্টিন ডি পোরেস প্রদেশে এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রিয়েল এস্টেট ব্যবসার দূরকল্পনা বৃদ্ধি পাচ্ছে। ১৯৫০ এর দশকে আবিষ্কৃত হওয়া এই স্থানটি, ২০১২ সালের ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটির বাস্তবায়ন করা্র আগ পর্যন্ত অবহেলিত ছিল। বছর শেষ হতেই, স্থানটির চারপাশের জায়গাগুলি ধীরে ধীরে ব্যক্তিগত মালিকানার অধীনে চলে গিয়েছিল। বর্তমানে, পুরাতাত্ত্বিক স্থানটির সীমানার ঠিক পাশ থেকেই শুরু হয়েছে ব্যক্তিগত জমি-জায়গা আর চাষের জায়গা।

স্থানটিতে ১২টি চিন্হিত পিরামিড ছিল। ১৯৬৫ এবং ১৯৬৬ সালের মধ্যে স্যুইস পুরাতত্ত্ববিদ ফ্রেড্রিক এঞ্জেল প্রধান পিরামিডটিকে প্রায় সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছিলেন।

২০১৩ সালের জানুয়ারী মাসে, পেরুভিয়ান মিনিস্ট্রি অব কালচার-এর খননকার্যের দায়িত্বে থাকা বিভাগটির আবিষ্কৃত প্রমাণ থেকে সিদ্ধান্ত আসা গিয়েছিল যে এল পারাইসো মিশরের পিরামিডগুলি বা মেসোপটেমিয়ার সভ্যতার মতোই প্রাচীন – ৪,৫০০ থেকে ৪,৮০০ বছরের পুরানো, এইগুলিই আমাদের ল্যাটিন আমেরিকা মহাদেশের জন্মভূমি। এটাই প্রমাণ যে স্পেন, চার্চ এবং এমনকি খ্রীষ্টেরও পূর্বে লিমা একটি গুরুত্বপূর্ণ প্রধান শহর হয়ে উঠেছিল।

এল পারাইসোতে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক গড়ে তোলা প্রকল্পের মুখ্য পুরাতত্ত্ববিদ, মার্কো গিলেন বুঝিয়ে বলেছিলেন যে:

É uma das poucas cidades no mundo que tem uma continuidade cultural ao longo do tempo. E isso é uma grande vantagem. (…) Lima, a capital, tem a waka [sic] (monumento antigo e sagrado) mais antiga do Peru. É como a civilização surge aqui. A destruição da pirâmide significa arrancar a folha de um livro da história do Peru. Não se pode saber o que aconteceu.

সারা বিশ্বে সময়ের সঙ্গে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে চলেছে এমন মাত্র কয়েকটি শহরে মধ্যে এটি অন্যতম। এবং এটা একটি বিরাট সুবিধা। (…) পেরুর প্রধান শহর লিমায় প্রাচীনতম ওয়াকা (প্রাচীন এবং পবিত্র সৌধ) আছে। এইভাবেই এখানে সভ্যতার অভ্যুদয় হয়েছিল। পিরামিডটি ধ্বংস করা পেরুর ইতিহাসের একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার সমার্থক। কী যে ঘটেছিল তা সন্ধানের আর কোনো উপায় নেই।

রাস্তার মাঝখানে একটি পিরামিড ছিল

আপনি লিমা ছেড়ে বেরোনোর পর, এল পারাইসোতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি মাইক্রোবা্সে উঠতে হবে – এটি এক ধরনের ভ্যান যা লিমার অন্যান্য ধরনের জন পরিবহন ব্যবস্থাকে ছাপিয়ে গেছে – এবং পার্শ্ববর্তী শহর প্রো পর্যন্ত যেতে হবে।
এটি পেরুর রাজধানীর জনবহুল রাস্তাঘাটের মধ্য দিয়ে ৪০-মিনিটের যাত্রাপথ। সেখান থেকে আরো দুটি মাইক্রোবাসে যাত্রা করে আপনি পৌছে যাবেন স্টেশনের কাছে একটি গাড়িতে, যার চালকের আসনে আছেন অ্যাসোসিয়েশন কাপাক সুমাক আয়লু-এর এক সদস্য। স্থানটি প্রাকৃতিক দৃশ্যাবলী রিক্ত, কিছু অতি সাধারণ ঘরবাড়ির চিহ্ন দেখা যায়। কমপ্লেক্স-এ যাওয়ার সরু রাস্তায় এসে পৌঁছানোর পর, আপনি দেখতে পাবেন খোলা আবর্জনা, শকুন আর দেখতে পাবেন বাচ্চাদের, যারা ময়লার মধ্যে থেকে খেলনা খুঁজছে।

"Quando chegamos começaram a colocar placas em todos os morros. Eles acham que esse sítio é todo deles", conta-um dos arqueólogos do projeto. Foto: Jessica Mota / Agência Pública

“আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে প্রতিটা পাহাড়ে বিলবোর্ড লাগানো ছিল। তারা মনে করে যে এই স্থানটি তাদের মালিকানাভুক্ত”, বলেছিলেন প্রকল্পের একজন পুরাতত্ত্ববিদ। সাইনবোর্ডে লেখা ছিল “১৯৮৪ সালের ৪ঠা আগস্ট অনুমোদিত ব্যক্তিগত সম্পত্তি”, এর পরে স্থানটির বিবরণ এবং এটির নিবন্ধন নম্বর দেওয়া ছিল। ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকা

পুরো রাস্তাটির পাশ জুড়ে থাকা একটি দেওয়াল আমি দেখতে পাই। “এটা একটা দেওয়াল”, গাড়ির পেছনে বসে থাকা এল পারাইসো প্রকল্পের মাঠ প্রধান, মিগুয়েল ক্যাস্টিলো বলেছিলেন। পরে আমি দেখতে পেয়েছিলাম যে দেওয়ালটি ৩০ কিলোমিটার দীর্ঘ এবং এলাকাটির পাহাড়গুলিকে বেষ্টন করে আছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, এটি রাস্তাটির পাশ ধরে ব্যক্তিগত বাড়ি ও জমির মধ্যে ঢুকে পড়েছে।

ক্যাস্টিলো স্বগোক্তি করতে থাকে:

O Estado é ineficiente. Tem recursos para delimitar e proteger as wakas [sic], mas não o fazem. É igual no Brasil, na Argentina… O que se tem é a iniciativa pessoal de algumas pessoas, de arqueólogos. Mas não é suficiente.

প্রশাসন অকার্যকর। সৌধগুলি রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে তার, কিন্তু কিছুই করে না। ব্রাজিল, আর্জেন্টিনাতেও একই অবস্থা … আমাদের যা আছে তা হল প্রত্নতাত্ত্বিকদের মতো কয়েকজন ব্যক্তির, কাছ থেকে পাওয়া ব্যক্তিগত উদ্যোগ। কিন্তু তা যথেষ্ট নয়।

এক সপ্তাহ আগে, কাপাগ অ্যাসোসিয়েশনের সুরক্ষা কর্মী সহ অন্যান্য সদস্যরা একটি আক্রমণের শিকার হয়েছিলেন। তাই যে স্থানে পিরামিডটি ধ্বংস হয়েছে সেখানে যাওয়ার সময়ে আমাদের দল, মানে প্রত্নতাত্ত্বিকদের দলটির সাথে সুরক্ষার প্রদানের জন্য একজন প্রহরী ছিলেন।

স্থানীয় কর্মীরা যারা পূর্বে খননকার্যে নিয়োজিত হয়েছিলেন, তারা এখন পাহাড়ের উপরে বসে দেখতে থাকেন। পিরামিডটি ভেঙে দেওয়ার পরে, সুরক্ষা কর্মী দ্বিগুণ করা হয়েছে। এখন সেখানে চারজন পুলিশ কর্মী আছেন যারা স্থানটিকে দিবারাত্র রক্ষা করেন, একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বেসরকারী সংস্থা থেকে দুজন প্রহরীকে ভাড়া করা হয়েছে, এবং তারা সকলে মিলে ৪৫ হেক্টর ব্যপী সমগ্র জমিটিকে নজরে রাখার বড় একটা প্রচেষ্টা চালান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .