গত ৩ নভেম্বর ২০১৩ রোববার নাইজেরিয়ার সাধারণ মানুষ আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন। আইকেনা ওকোন্কয়ো নামের একজন ভূ-বিজ্ঞানী, ব্লগার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক লিখেছেন:
এবারের সূর্যগ্রহণ প্রকৃত পক্ষে হাইব্রিড সূর্যগ্রহণ, যা খুব বিরল! সচরাচর এ ধরনের সূর্যগ্রহণ হয় না। একই সময়ে কোথাও পূর্ণ সূর্যগ্রহণ, কোথাও বলয় গ্রহণ দেখা গেলে হাইব্রিড সূর্যগ্রহণের ঘটনা ঘটে। চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেললে পূর্ণ সূর্যগ্রহণ হয়। এ সময়ে সূর্য পুরো ঢাকা পড়ে যায় বলে এসময়ে সৌরমুকুট দেখা যায়। অন্যদিকে চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে বলয় গ্রহণ হয়। চাঁদের আড়ালে সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার পর চাঁদের চারপাশে উজ্জ্বল বৃত্তাকার রেখা বা বলয় দেখা যায়। পূর্ণ অথবা বলয় সূর্যগ্রহণ সাধারণত দুই মিনিট স্থায়ী হয়। তবে আংশিক সূর্যগ্রহণ বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায়।
সূর্যগ্রহণের ঘটনা নাইজেরিয়ার অনলাইনে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই সূর্যগ্রহণ নিয়ে বেশ উৎসাহী ছিলেন। কারণ, তারা মাত্র সাত বছরের ব্যবধানে আরেকটি সূর্যগ্রহণ দেখতে পেয়েছেন। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করে ওয়োলাবি সেলেব (@owocaleb) টুইট করেছেন:
Yea, #eclipse of the sun in Lagos Nigeria waow, 2nd experience, 1 in 2006 and 2013 half moon shining pic.twitter.com/v0s4YCcTWh
— owolabi caleb (@owocaleb) November 3, 2013
নাইজেরিয়ার লাগোসে সূর্যগ্রহণ হচ্ছে। ওয়াও! কী চমৎকার! দ্বিতীয়বার এটা প্রত্যক্ষ করলাম। প্রথমবার দেখেছিলাম ২০০৬ সালে। ২০১৩-এ অর্ধেক চাঁদ আলো ছড়াচ্ছে।
ডিজিটাল মিডিয়া কর্মী ইলিজা বালোগান (@EarlEternal), তার ১০০০তম টুইটটি উৎসর্গ করেছেন সূর্যগ্রহণের এই ঘটনার প্রতি:
My 1000th tweet goes to commemorate a special event. Partial #eclipse of sun in Nigeria and beyond.
— ELIJAH balogun (@EarlEternal) November 3, 2013
আমার ১০০০তম টুইট উৎসর্গ করছি এই বিশেষ ঘটনার প্রতি। নাইজেরিয়া এবং এর আশেপাশের অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।
অনেক টুইটার ব্যবহারকারী বাড়িতে বসে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন। তার ছবি তুলে সেগুলো আবার টুইটারে শেয়ারে করেছেন। যেমন, আইকেনা (@Failedrift) তার তোলা এই ছবি নিজের টুইটার টাইমলাইনে শেয়ার করেছেন:
The glare even from a bucket of water is too much…. pic.twitter.com/PLHl0hKiEN
— Ikenna (@FailedRift) November 3, 2013
চোখ ধাঁধানো পানিভর্তি একটা বালতি!
ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার ভিক্টর ওলুর্নফেমিও (@mavol) ছবি তুলে শেয়ার করেছেন:
#Eclipse of the sun as purportedly seen in some parts of #Nigeria Warri: pic.twitter.com/SGL3O4nPug Lagos:… http://t.co/6nn3yMY9dV
— Victor Olorunfemi (@mavol) November 3, 2013
দাবি করা হচ্ছে নাইজেরিয়ার কিছু জায়গায় সূর্যগ্রহণ দেখা গেছে।
ওয়ার্রি:https://twitter.com/brown9ice82/status/397009039688601600/photo/1
লাগোস:https://twitter.com/brown9ice82/status/397009039688601600
কিছু টুইট ছিল খুব মজার। নাইজেরিয়ার লেখক আয়োদিলে ওলোফিনটুয়াদে (@aeolofintuade) মন্তব্য করেছেন:
In honor of this our new festival called solar eclipse I'll be throwing an eclipse party at roundabout, mokola,Ibadan [the capital of Nigeria's Oyo state]. Come one, come all.
— ayodele olofintuade (@aeolofintuade) November 3, 2013
সূর্যগ্রহণ নাইজেরিয়ায় নতুন উৎসব এনে দিয়েছে। একে যথা পূর্বক সম্মান জানাচ্ছি। মোকালা, আইবাদানসহ সবখানেই আমি উৎসবমুখর পরিবেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। সবাই আসুন। উৎসবে মেতে উঠুন।
উদ্যোক্তা নোকওয়াই (@chuksikeji)লিখেছেন:
Please will all those who saw the #SolarEclipse come register here for free. Certification will be arranged for a token.
— Nokwai (@chuksikeji) November 3, 2013
যারা সূর্যগ্রহণ দেখেছেন, তারা অতি দ্রুত এখানে এসে বিনামূল্যে নিবন্ধন করে ফেলুন। টোকেনের বিতরণে সার্টিফিকেট দেয়া হবে।
স্কুল ছাত্র লী আলিফা(@dlordna)তার ভাবনা প্রকাশ করেছেন এভাবে:
Somewhere in nigeria an herbalist would be bragging saying “The gods are angry”..nd some ode's wld believe him..oga na #Eclipse oo […. and some fools would believe him… master, it's an eclipse!].
— lee_alifa (@dlordna) November 3, 2013
নাইজেরিয়ার কোথাও হয়ত ভেষজ চিকিৎসাবিদরা গর্বের সাথে কার করে বলছে, “ঈশ্বর খেপে গিয়েছেন” এবং কেউ কেউ বিশ্বাসও করছেন তাকে।
টিম্মি @lil_timmzy)এটা টুইট করেছেন:
Somewhere in #Nigeria there is a girl breaking up with her boyfriend simply bcos he didn't give her an #Eclipse gift
— Timmy (@lil_timmzy) November 3, 2013
নাইজেরিয়ার কোনো এক মেয়ে সূর্যগ্রহণের উপহার না পেয়ে তার সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।