- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরে গর্ভপাত এবং নিয়ন্ত্রণকারী যৌনতা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, মানবাধিকার, লিঙ্গ ও নারী, স্বাস্থ্য

যৌনতা, গর্ভপাত এবং নিয়ন্ত্রণ [1] শিরোনামে একজন বেনামী ব্লগার হালা/ ক্লেও মিশরে গর্ভপাত পদ্ধতির মাধ্যমে তাঁর এক বন্ধুকে সাহায্য করার সময় তিনি যে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তা ফিরে দেখা শীর্ষক একটি লিখা পোস্ট করেছেন।

তিনি লিখেছেনঃ

মিশরে গর্ভপাত ঘটছে। বুকে-প্রহার বিরোধী ধর্মীয় নেতা এবং বাসা রাজনীতিবিদরা গর্ভধারণ না করতে মহিলাদের সিদ্ধান্তে কিছুটা প্রভাব রাখছেন। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললেই মহিলারা এর জন্য একটি উপায় খুঁজে পেয়ে যান। আবারও, মিশরে গর্ভপাত ঘটছে।

এই বাস্তবতা সত্ত্বেও, গর্ভপাত করা বেআইনী – সব চেয়ে বিপদ মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। 

Photo shared by blogger Hala/Cleo on her blog. [1]

ব্লগার হালা/ক্লেও তাঁর ব্লগে ছবিটি শেয়ার করেছেন। 

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের অধিকাংশ দেশের মতো মহিলাদের জীবন রক্ষা ছাড়া মিশরেও গর্ভপাত কঠোরভাবে নিষিদ্ধ। তবে তিউনিসিয়া এবং তুরস্ক এই ব্যাপারে ব্যতিক্রম। এই দেশ দুটিতে গর্ভপাত আইন বেশ উদার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, [2] ২০০৩ সালে মেনা অঞ্চলে ১.৫ মিলিয়নের কাছাকাছি নারীর গর্ভপাত অস্বাস্থ্যসম্মত পরিবেশে অদক্ষ লোক অথবা উভয় দ্বারা সম্পন্ন হয়েছে। সেসব জটিল গর্ভপাত এই অঞ্চলের ১১ শতাংশ মায়ের মৃত্যুর জন্য দায়ী।

২০০৯ সালে মিশরের শীর্ষ ইসলামী পণ্ডিতরা একটি ফতোয়া (ধর্মশাসন) জারি করেন [3]যে, নারীরা ধর্ষণের ক্ষেত্রে গর্ভপাত করাতে পারবেন। তবে, এটি আইনে অনূদিত হয়নি।  

হালা / ক্লেও গর্ভপাত নিষিদ্ধের কারণ সম্পর্কে তার বিশ্লেষণ উল্লেখ করেছেন:

এটা নারীদের নিয়ন্ত্রণ করার একটি উপায় হিসেবে কাজ করে। এটা আমাদের নীরবতা, আকার ও ব্যবহার করার শেষে পরিত্যাগ করে। এটি শুধুমাত্র বিবাহের মধ্যে দিয়ে আমাদের শিশু তৈরীর জাহাজ সৃষ্টির মাধ্যমে সব ধরণের সামাজিক ভূমিকাকে সীমাবদ্ধ করে। এবং যদি না, এটা আমাদের ভ্রূণকোষের বাইরে একটি সক্রিয় সুস্থ যৌনতার বাস্তবতাকে নিষ্পেষণ করে। আমাদের লজ্জা যে, এটা আমাদের স্বীকার করে না।

ব্লগারের নোট মতে, সমস্যার বিষয়টি খুব কমই আলোচনা হয়েছে। তিনি মিশরে গর্ভপাত সম্পাদনের একটি নির্দেশিকাও [4]দিয়েছেন।