রাশিয়ার শীতকালীন অলিম্পিকের জন্য মজার টাকা

The new 100 Ruble Olympic bank note being presented. YouTube screenshot.

১০০ রুবেলের নতুন অলিম্পিক ব্যাংক নোটটি প্রদর্শন করা হচ্ছে। ইউটিউব স্ক্রিনশট।  

২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আর ১০০ দিনের চেয়েও কম সময় হাতে আছে। দিনটি যতো ঘনিয়ে আসছে, ততো বেশী করে অপবাদ প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত অপবাদগুলোর মধ্যে একটি [রুশ] হচ্ছে, গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক অলিম্পিকের স্মারক নোট হিসেবে ১০০ রুবলের একটি ব্যাংক নোট বাজারে ছেড়েছে।

সর্বপ্রথম রাশিয়ান ব্লগাররা নতুন বিলটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে। প্রায়ই অলিম্পিক গেমসের স্মারক উৎসব করা হয় নতুন মুদ্রা প্রকাশের মাধ্যমে। কিন্তু অলিম্পিককে (২০০৮ সালে গ্রীষ্মকালীন গেমস উপলক্ষে চীন একটি নোট প্রকাশ করেছিল) উৎসর্গ করে এবারের মতো খুব অল্প কয়েক বারই স্মারক নোট প্রকাশ করা হয়েছে। সাধারণত নোটের চিত্রটি লম্বালম্বি হয়ে থাকে, কিন্তু এই চিত্রটি আনুভূমিক। নোটটির এক প্রান্তে তুষার আঁকা সীমানা এবং নোটজুড়ে লাফ দেয়ার মাঝামাঝি অবস্থার একটি ছবি। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্পন্সর করা একটি প্রতিযোগিতা থেকে ছবিটি নেয়া হয়েছে। সেই প্রতিযোগিতার বিজয়ী সেইন্ট পিটার্সবার্গের কলা একাডেমীর ছাত্র পাভেল বুশুয়েভ’র [রুশ] আঁকা ছবিটিই অলিম্পিক গেমসকে সর্বোতভাবে প্রতিনিধিত্ব করছেন।

বুশুয়েভকে তাঁর বিজয়ের জন্য ব্লগার পাভেল প্রতাসোভ অভিনন্দন জানিয়েছেন এবং মন্তব্য [রুশ] করেছেনঃ   

Надеюсь, банкиры таки договорились с автором и даже ему что-нибудь заплатили.

আশাকরি, ব্যাংকাররা সবশেষে এই বিজয়ীর সাথে দেখা করার একটি আয়োজন করেছেন এবং তাঁকে এমনকি কিছু অর্থ প্রদান করেছেন। 

তবে নতুন ব্যাংক নোটটিতে এখন যে তুষারের সীমানা দেয়া বিজয়ীর ছবিটি দেখা যাচ্ছে, সেটি যে ইন্টারনেট স্টক ফোটো ‘স্টকএক্সচেঞ্জ’ থেকে নেয়া একটি ছবি তা উদ্ঘাটন করতে [রুশ] রাশিয়ান ব্লগারদের খুব বেশী সময় লাগেনি। ফলাফলটি প্রকাশ্যভাবে, অন্যের ছবি চুরির মতো ঘটনা অর্থাৎ কুম্ভিলক বৃত্তিতে পরিনত হয়েছে।  

Screenshot of snowboarder photo on StockExchange.

স্টকএক্সচেঞ্জের স্নোবর্ডার ছবির একটি স্ক্রিনশট

ব্লগার আন্ড্রে মালজিন এটিকে একই ধরনের [রুশ] আরেকটি ঘটনার সাথে তুলনা [রুশ] করেছেন। কয়েক বছর আগে মস্কোতে বলশয় থিয়েটারটি যখন পু্নর্গঠন করা হয়েছিল, তখন একই রকম একটি ঘটনা ঘটেছিল। 

Эпик фейл можно сравнить только с известным случаем, когда Юрий Грымов нарисовал для Большого театра роскошный высокобюджетный логотип, а потом люди нашли эту красоту в старом каталоге изображений Aridi, где он продавался всем желающим за 99 долларов.

এই মহাকাব্যিক ব্যর্থতা শুধু একটিমাত্র কুখ্যাত ঘটনার সাথে তুলনা করা যায়। ইউরি গ্রিমোভ তখন বলশয় থিয়েটারের জন্য একটি অভিজাত, বিশাল ব্যায়বহুল লোগো এঁকেছিলেন। লোকজন পরে বুঝতে পারলো, এই সুন্দর ছবিটি আরিদি নামের একটি পুরনো ছবির ক্যাটালগে দেখা গেছে। ক্যাটালগটি যেকোন লোকের কাছে ৯৯ ডলারের বিনিময়ে বিক্রি করা হয়।            

যাইহোক, ছবির ব্লগার ইলিয়া ভারলামোভ, বুশুয়েভ এবং তাঁর ছবিটি আঁকার পক্ষ নিয়ে বলেছেন [রুশ], যেহেতু আসল কপিটিও একটি ছবি, তাই এটি কোন বড় ঘটনা নয়ঃ

Я вообще не понимаю, в чем проблема, что фигура сноубордиста срисована с фотографии? Как по мнению критиков надо было рисовать сноубордиста? Из головы придумывать? С натуры сидеть рисовать?

সাধারন চোখে আমি বুঝতে পারছি না, সমস্যাটা কি। তুষারসীমানার চিত্রটি একটি ছবি থেকে আঁকা হয়েছে, এটাই কি সমস্যা? সমালোচকদের মতে, তুষারসীমানার চিত্রটি কোথা থেকে আঁকা উচিৎ বলে আপনারা মনে করছেন? কল্পনা থেকে? নাকি কোন নকশা থেকে?  

সমালোচকদের সমালোচনা করে তিনি আরো বলেছেনঃ 

Вы вообще понимаете, как дизайнер работает? Ничьи права не нарушены, более того, если совместить 2 фигуры, то видно, что рисунок на банкноте не 100% копия… Совсем что-то граждане с этой олимпиадой тронулись. Такое впечатление, что где-то проходит конкурс, “найди больший позор для России”.

এমনকি আপনারা কি বোঝেন, কীভাবে একজন ডিজাইনার কাজ করেন? কারো অধিকারই এতে লঙ্ঘিত হয়নি। এমনকি আপনি যদি দু’টি ছবি একসাথে করেন, তাহলে দেখবেন যে, নোটের ছবিটি শতকরা ১০০ ভাগ নকল করা হয়নি… এই অলিম্পিক গেমসগুলো নিয়ে লোকজন একেবারেই উন্মাদ হয়ে গেছে। ব্যাপারটি এমন মনে হচ্ছে, যেন “রাশিয়ার জন্য বৃহত্তর কোন লজ্জাজনক বিষয় খোঁজার” জন্য কোথাও কোন প্রতিযোগিতা হচ্ছে।

সোচি গেমস যেহেতু সমাপ্তির দ্বারপ্রান্তে এসে গেছে এবং অপবাদের সংখ্যা বেড়েই চলেছে, সেহেতু ভারলামোভ কি সঠিক? রাশিয়ান ব্লগাররা কি শুধুই অভিযোগ করার জন্য কোন বাহানা খুঁজছেন, নাকি রাশিয়াতে অলিম্পিকের আয়োজনে কোন দূর্যোগ ঘটতে যাচ্ছে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .