আপনি কি জানেন মঙ্গল গ্রহে যাওয়া হারাম এবং পাপ? সৌদি ধর্মীয় গুরু শেখ আলী আল হেকমি তেমনটাই বলেছেন। সম্প্রতি আল হায়াত পত্রিকার সাথে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, মানুষের লাল গ্রহে যাওয়া নিষেধ। এতে মানব জীবনের অপচয় হবে।
মার্স ওয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন মঙ্গল গ্রহে স্থায়ী বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। তাদের এই পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পরেই সৌদি ধর্মগুরু এই ফতোয়া দেন। আল হায়াত পত্রিকা জানিয়েছে, সেখানে স্থায়ীভাবে যাওয়ার জন্য ৪৭৭ জন সৌদি নাগরিক আবেদন করেছিলেন। এদের মধ্যে ৬ জনের আবেদন মঞ্জুর হয়েছে।
এরকম হাস্যকর ফতোয়া দেয়ায় সৌদি আরবের অনেক টুইটার ব্যবহারকারী বিষয়টি নিয়ে মজা করেছেন। মজা করতে তারা এই আরবি হ্যাশট্যাগ #الاشتراك_في_رحلة_المريخ_حرام ব্যবহার করেন। যার মানে হচ্ছে, মঙ্গলে যাওয়া হারাম।
@এমথাইল মজা করেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام متى ؟ وين ؟ ليه ما احد قالي ؟ طيب يمديني أسجل معهم ؟
— مثائل (@mthaail) October 31, 2013
কখন? কোথায়? কেন আমাকে জানালে না কেন? মঙ্গলে যাওয়ার জন্য কীভাবে নিবন্ধন করবো আমি?
আরো অনেকেই বিষয়টি নিয়ে মজা করেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام اناشد ولاة الامر بإافتتاح مكتب للهيئة على المريخ وياليت لو نعرف ماحكم نكاح الكائنات الفضائية بالمره — (Just) عبدالله (@M3a_NFSY) October 31, 2013
আমি আশা করবো, নীতিধর্ম প্রচার করতে তারা মঙ্গলে অফিস নিবে এবং পুলিশ নিয়োগ দিবে। যাই হোক আমরা বিষয়ে ফিরে আসি। ভিনগ্রহবাসীদের সাথে সাক্ষাৎকারের ধর্মীয় আইন কোথায় আছে?
বর্তমানে সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিয়ে প্রচার-প্রচারণা তুঙ্গে রয়েছে। তাই মিস ডোসে সন্দেহ পোষণ করেছেন, সৌদিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেই এই ফতোয়া দেয়া হয়েছে। তিনি টুইট করেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام لا تحاولون تغيرون الموضوع مازلنا في مرضوع سياقة المراه للسياره — « Ms.unique » (@MsDoshe) October 31, 2013
আলোচনার বিষয় পরিবর্তনের চেষ্টা করবেন না। আমরা এখনো নারীদের গাড়ি চালানো ইস্যু নিয়েই আছি।
ব্লগার খালেদ আবদুলরহমান বলেছেন, মঙ্গলে যাওয়ার চেয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের রাস্তায় গাড়ি চালানো অনেক বেশি বিপদজনক।
شوارع الرياض مغامرة اخطر. عضو هيئة كبار العلماء الشيخ علي الحكمي: #الاشتراك_في_رحلة_المريخ_حرام لأنها مغامرة يغلب الظن فيها هلاك المشاركين — Khaled ☕️ خالد (@khaled) October 31, 2013
অ্যাডভেঞ্চারের জন্য রিয়াদের রাস্তা বেশি বিপদজনক! সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সদস্য আলী আল হেকমি বলেছেন, মঙ্গল গ্রহ সফরে অংশ নেয়া ইসলামে হারাম। কারণ এটা এমনই এক মিশন যেখানে অংশগ্রহণকারীদের মৃত্যুর শেষে চলে গেছে বলে ধরে নেয়া হবে।
ড. মোহাম্মদ বিল আবদুলআজিজ যোগ করেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام انصحكم يا سادة دعوا الارض فقد شبكوها بصكوك الوعاظ.. والمريخ من ارض الله الواسعة، ياليت التحريم عن سرقة المال.
— د/ محمد بن عبدالعزيز (@binaziz2012) October 31, 2013
আমি আপনাকে পরামর্শ দিবো পৃথিবী ছেড়ে চলে যেতে। এটা এখন দমনকারী ধর্মীয় গুরু দিয়ে ভর্তি। মঙ্গল গ্রহ আল্লাহ'র পবিত্র ভুমির একটি অংশ। আমি আশা করবো, তারা টাকা-পয়সা চুরিকে নিষিদ্ধ করবে।
আরেক প্রশ্ন করেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام انتو اصلا ايش عندكم حلال ؟!! غير التعدد وتعنيف النساء بمسمى تقويم وسب وقذف الناس بمسمى الغيرة الدينية ؟ — أريــــــــج (@Hejazeah) October 31, 2013
আপনি ধর্মীয় গোঁড়ামির আড়ালে বহুবিবাহ করছেন, নারীদের নির্যাতন করছেন, তা কী গ্রহণযোগ্য হতে পারে?
ওই ধর্মগুরুকে উদ্দেশ্য করে মুতেব আল আমারি বলেছেন:
#الاشتراك_في_رحلة_المريخ_حرام محد طلب راي فضيلتكم ،، وشكراً
— Muteb Al-Aamri (@MutibMusa) October 31, 2013
কেউই আপনার কাছে মতামত চায়নি! ধন্যবাদ।