- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইন: শিয়া শোককারীদের উপর টিয়ার গ্যাস আক্রমণ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, ধর্ম, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

পবিত্র মহরম পালনের প্রারম্ভে [1]আজ বাহরাইনে শিয়া সম্প্রদায়ের [2]উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। অশান্ত এই আরব রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার উপর এই আক্রমণের জন্য এক সক্রিয় কর্মী বাহরাইনের সরকারকেই অভিযুক্ত করেছে।  

বাহরাইনের মানবাধিকার কর্মী মরিয়ম আল খাজা [আরবী ভাষায়] লিখেছেন:

ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করতে, শাসক গোষ্ঠী মায়ামির গ্রামে ধর্মীয় আনুষ্ঠানিকতার সময় শিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ চালায়।

মহরম মাসটি শিয়া বিশ্বাসী মুসলমানদের জন্য একটি শোকের মাস। [6] মহরম অথবা আশুরার দশম দিনে তাঁরা ইমাম হুসেন বিন আলী [7]র শহিদ দিবসকে স্মরণ করেন। ইমাম হুসেন বিন আলী নবী মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র, যিনি ইরাকে ৬৮০ সালে কারবালার যুদ্ধে [8] শহীদ হন। এই দিবসটি উপলক্ষে শহর ও গ্রাম জুড়ে মিছিল, সেই সাথে শিয়া বিশ্বাসী সদস্যদের জন্য ধর্মসভা অনুষ্ঠিত হয়। এই ধর্মানুষ্ঠানটি শতাব্দী ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম তা ধরে রেখেছে।

শান্ত বাহরাইন-আমি একই “ঘটনা”র অন্য ছবি শেয়ার করে বলেছে:

এই শাসকরা যে #বাহরাইনের [4] একটি উপদলের বিরুদ্ধে যুদ্ধ করছে এটি তাঁর প্রমাণ। ৪ঠা নভেম্বর ২০১৩

এবং আহমেদ আলী আরেকটি ছবি দিয়েছেন:

#বাহরাইনে ধর্মীয় শোভাযাত্রায় টিয়ার গ্যাস আক্রমণ হয়েছে।

বৃহত্তম বিরোধী দল আল অয়েফাক সোসাইটি অন্য একটি ছবি পোস্ট করেছে:

#বাহরাইনে [4] বার্ষিক ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠানের প্রস্তুতির সময় শাসক বাহিনী নাগরিকদের আক্রমণ করেছে।