বাহরাইন: শিয়া শোককারীদের উপর টিয়ার গ্যাস আক্রমণ

পবিত্র মহরম পালনের প্রারম্ভে আজ বাহরাইনে শিয়া সম্প্রদায়ের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। অশান্ত এই আরব রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার উপর এই আক্রমণের জন্য এক সক্রিয় কর্মী বাহরাইনের সরকারকেই অভিযুক্ত করেছে।  

বাহরাইনের মানবাধিকার কর্মী মরিয়ম আল খাজা [আরবী ভাষায়] লিখেছেন:

ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করতে, শাসক গোষ্ঠী মায়ামির গ্রামে ধর্মীয় আনুষ্ঠানিকতার সময় শিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ চালায়।

মহরম মাসটি শিয়া বিশ্বাসী মুসলমানদের জন্য একটি শোকের মাস। মহরম অথবা আশুরার দশম দিনে তাঁরা ইমাম হুসেন বিন আলীর শহিদ দিবসকে স্মরণ করেন। ইমাম হুসেন বিন আলী নবী মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র, যিনি ইরাকে ৬৮০ সালে কারবালার যুদ্ধে শহীদ হন। এই দিবসটি উপলক্ষে শহর ও গ্রাম জুড়ে মিছিল, সেই সাথে শিয়া বিশ্বাসী সদস্যদের জন্য ধর্মসভা অনুষ্ঠিত হয়। এই ধর্মানুষ্ঠানটি শতাব্দী ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম তা ধরে রেখেছে।

শান্ত বাহরাইন-আমি একই “ঘটনা”র অন্য ছবি শেয়ার করে বলেছে:

এই শাসকরা যে #বাহরাইনের একটি উপদলের বিরুদ্ধে যুদ্ধ করছে এটি তাঁর প্রমাণ। ৪ঠা নভেম্বর ২০১৩

এবং আহমেদ আলী আরেকটি ছবি দিয়েছেন:

#বাহরাইনে ধর্মীয় শোভাযাত্রায় টিয়ার গ্যাস আক্রমণ হয়েছে।

বৃহত্তম বিরোধী দল আল অয়েফাক সোসাইটি অন্য একটি ছবি পোস্ট করেছে:

#বাহরাইনে বার্ষিক ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠানের প্রস্তুতির সময় শাসক বাহিনী নাগরিকদের আক্রমণ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .