গ্লোবাল ভয়েসেসের সংস্পর্শে আসা!

gv-logo-below-square-144

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যদের তাঁদের নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ঘটনার অনলাইন কথোপকথন, পোস্ট এবং অনুবাদগুলো নিয়মিত পড়ার পর আপনি মনে করতে পারেন, তাঁরা যেন দীর্ঘদিনের পুরনো বন্ধু। বোধ হয় আপনি তাঁদেরকে টুইটারেও অনুসরণ করতে পারেন। অথবা আপনি তাঁদের বিভিন্ন ডিজিটাল প্রকল্প এবং কার্যাবলী সম্পর্কেও জেনে থাকতে পারেন। এই ভার্চুয়াল যোগসূত্র নিঃসন্দেহে পৃথিবীটাকে আরো ছোট ভাবতে সাহায্য করছে। কিন্তু অফলাইনে পারস্পরিক ক্রিয়াকলাপ সম্পর্কে প্রাকৃতিক শক্তি-সম্পর্কীয় কিছু বিষয় এখনও রয়ে গেছে। একমাত্র অফলাইনে এই পারস্পরিক ক্রিয়াকলাপই অনলাইন বন্ধনকে আরো মজবুত করতে সাহায্য করতে পারে।

গ্লোবাল ভয়েসেসের সদস্যদের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে ছয়টি বৈশ্বিক ব্যক্তি সাক্ষাতের আয়োজন করেছি। গ্লোবাল ভয়েসেসের সদস্যরা এদের সাথে থাকেন এবং এই স্থানীয় সম্প্রদায়কে চেনেন।

যাই হোক, সামাজিক ঘটনাবলীর এই যোগসূত্রের চেয়েও এই জমায়েত আরো বেশি কিছু। এটি অর্জিত জ্ঞান শেয়ার করার, দক্ষতা অর্জন এবং একই উদ্দেশ্য শেয়ার করা সঙ্গীদের মাঝে ভবিষ্যৎ সহযোগিতার একটি বড় সুযোগ।

হয়তোবা কোন নাগরিক মাধ্যম প্রচার প্রকল্পের জন্য আপনার একটি ভাবনা আছে। হয়তোবা আপনি কোন সম্ভাব্য অংশীদারের খোঁজ পেতে চাইছেন। অথবা সারা বিশ্বের দর্শক শ্রোতাদের জন্য হয়তোবা আপনি ডিজিটাল উপায়ে গল্প বলার কোন নতুন কৌশল শিখতে চাইছেন। আপনি গ্লোবাল ভয়েসেসের কাজ সম্পর্কে এবং কীভাবে একজন স্বেচ্ছাসেবক হওয়া যায়, সে সম্পর্কেও আরো বেশী জানতে পারবেন। একটি অর্ধ-দিবস অনুষ্ঠানের একটি অংশ, এগুলো এবং এগুলোর চেয়েও আরো বেশী কিছু হতে পারে।

প্রথমার্ধে সাক্ষাতের জন্য নির্বাচিত ছয়টি শহর হলঃ

  1. করাচী, পাকিস্তান – ১ নভেম্বর, ২০১৩
  2. কায়রো, মিশর – ১৬ নভেম্বর, ২০১৩
  3. কাম্পালা, উগান্ডা – ১৬ নভেম্বর, ২০১৩
  4. স্কুপজে, মেসেডোনিয়া – ৩০ নপভেম্বর, ২০১৩
  5. পোর্তো, পর্তুগাল –১৪ ডিসেম্বর, ২০১৩
  6. ফোনম পেন, কম্বোডিয়া – ঘোষণা করা হবে 

এই সাক্ষাৎ সকলের জন্য উন্মুক্ত। তবে, যারা এতে অংশ নিতে চান তাদের তা জানাতে হবে। প্রতিটি সাক্ষাতের পরপরই আমরা একটি পোস্ট প্রকাশ করবো। এর সাথে সাথে একটি ফেসবুক ইভেন্টেও আমন্ত্রণ জানানো হবে। কীভাবে সাইন আপ করতে হবে এবং প্রস্তাবিত এজেন্ডা সম্পর্কে জানা যাবে, তাঁর সম্পর্কে সেখানে বিস্তারিত উল্লেখ করা থাকবে। এই বিস্তারিত তথ্য সহকারে এই পোস্টগুলো আপডেটও করা হবে। আমাদের রাইজিং ভয়েসেসের মাইক্রোগ্র্যান্ট প্রতিযোগিতা থেকে সাবেক আবেদনকারীদেরকে বিশেষ আমন্ত্রণও পাঠানো হবে। সাবেক আমন্ত্রণকারীদের বেশিরভাগই উপরোক্ত শহরগুলো থেকে এসেছেন।

এমনকি এগুলোর মধ্যে কোন একটি সাক্ষাতে যদি আপনার শহর তালিকাভুক্ত না হয়ে থাকে, তবে বরাবর অনুসরণ করতে, #জিভিমিটআপ – নামে আমরা একটি হ্যাশট্যাগও উদ্বোধন করতে যাচ্ছি।

এই ছয়টি সাক্ষাৎ, একটি পাইলট প্রকল্পের অংশ। বিশ্বের সব প্রান্তে গ্লোবাল ভয়েসেসে আমাদের বিশাল সম্প্রদায় এই প্রজেক্টটিকে আবিষ্কারের উদ্দেশ্যে পথ খুঁজে, সঙ্গীদের শেখানোর কাজটিকে আরো সহজতর করতে সাহায্য করতে পারে। পাঠক ও অন্যান্য ব্যক্তিদের এবং নাগরিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রের সংস্থাগুলো পরষ্পরের এই শিক্ষার বিনিময় ঘটাতে এই সাক্ষাৎ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই সাক্ষাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৪ সালে আমরা আরো সাক্ষাতের আয়োজন করতে পারবো!

ইতোমধ্যে, আরো তথ্যের জন্য দয়া করে রাইজিং [এ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন [ডট] ওআরজি ঠিকানায় লিখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .