মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ১৯৯৫ সালের নির্যাতন (সিএটি) বিরোধী জাতিসংঘ কনভেনশনকে অনুমোদন দিয়েছে। কিন্তু একটি সাম্প্রতিক রিপোর্ট [পিডিএফ] অনুযায়ী, নির্যাতন দেশটিতে একটি “রীতিসিদ্ধ চর্চা” হিসেবে রয়েই গেছে। যেহেতু জাতিসংঘের নির্যাতন-বিরোধী কমিটি উজবেকিস্তানের সিএটির বাস্তবায়ন পর্যালোচনা করতে সাক্ষাৎ করেছে, তাই স্টিভ সোয়ার্ডলো (@স্টিভসোয়ার্ডলো) জেনেভা থেকে সরাসরি টুইট করেছেন।
শুধুমাত্র সোয়ার্ডলোর কয়েকটি টুইট নিচে দেয়া হয়েছে। উজবেকিস্তানের কর্তৃপক্ষ নির্যাতনের দোষারোপ, জোরপূর্বক নারীদের বন্ধ্যাকরণ নিয়ে কাজ করতে বেশী আগ্রহী বলে তিনি নির্দেশ করেছেন। প্রধানত তীব্র আর্তনাদ, চিৎকার এবং বিশেষজ্ঞদের অপমানের মাধ্যমে তুলা ফসল তুলতে “দাস শ্রমিক” ব্যবহার করা নিয়ে তাঁরা কাজ করতে বেশী আগ্রহী বলেও তিনি নির্দেশ করেছেনঃ
Tweeting from Geneva: #Uzbekistan now being reviewed by UN Committee against Torture
— Steve Swerdlow (@steveswerdlow) October 29, 2013
জেনেভা থেকে টুইট করেছেনঃ নির্যাতন বিরোধী জাতিসংঘ কমিটি এখন #উজবেকিস্তান নিয়ে পর্যালোচনা করছে।
Right out of the gate #Uzbek [government] delegation bites back at [committee] against #Torture, asserting (in a yell) that CAT is ignoring the facts
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
ঠিক দরজার বাইরেই #উজবেক [সরকারের] প্রতিনিধিরা #নির্যাতন বিরোধী [কমিটিকে] আবারো আটকাতে চেষ্টা করছে। প্রতিনিধিরা (তীব্র চিৎকার করে) বলছে যে, সিএটি এই বিষয়গুলো অবহেলা করছে।
Head of #Uzbek [government]: “We don't care that European [Committee on Human Rights] has repeatedly found torture in #Uzb is systematic. We are an Asian country”
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেক [সরকারের] প্রধানঃ “ইউরোপ [মানবাধিকার কমিটি] #উজবেকিস্তানে বার বার যে নির্যাতনের বিষয়গুলো খুঁজে পাচ্ছে, সেগুলো সুব্যবস্থিত কিনা, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা একটি এশীয় দেশ”।
#Uzbekistan‘s primary “diplomat” to @UN Committee against #Torture is yelling, banging fists on the table, insulting individual experts.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#নির্যাতন বিরোধী @জাতিসংঘ কমিটিতে #উজবেকিস্তানের প্রধান “কূটনীতিক” তীব্র আর্তনাদ করছেন, হাত মুঠো করে টেবিলে ঘুষি মারছেন, বিশেষজ্ঞদের ব্যক্তিগতভাবে অপমান করছেন।
Will #Uzbekistan answer the actual questions of the @UN Committee against Torture? My bet is probably not.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
নির্যাতন বিরোধী @জাতিসংঘ কমিটির প্রকৃত প্রশ্নের উত্তর কি #উজবেকিস্তান দিবে? আমি সম্পূর্ণ নিশ্চিত যে তাঁরা উত্তর দিবে না।
35 minutes & still not a single concrete answer by #Uzbek delegation to any specific questions on #torture
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
৩৫ মিনিট পেরিয়ে গেছে, অথচ #উজবেক প্রতিনিধি #নির্যাতন নিয়ে কোন নির্দিষ্ট প্রশ্নের এখনও কোন যথাযথ উত্তর দেয়নি।
#Uzbek official to CAT experts: We have not found one single case of forced sterilization of women in the country.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
সিএটি বিশেষজ্ঞকে #উজবেক কর্মকর্তা: জোরপূর্বক মহিলাদের বন্ধ্যাকরণ করার একটি মামলাও আমরা দেশে পাইনি।
CAT expert drawing attention to continued [reports] of forced & child labor in #Uzbek cotton harvest. @cottoncampaign
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
সিএটি বিশেষজ্ঞ, তুলা ফসল তুলতে জোরপূর্বক এবং শিশু শ্রমিক নিযুক্ত করার চলমান [রিপোর্টের] প্রতি মনোযোগ আকর্ষনের চেষ্টা করেছেন। @কটনক্যাম্পেইন
Cmte agnst Torture asks #Uzbekistan: Why don't you investigate allegations of torture? Answer: No political will to combat it.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
নির্যাতন বিরোধী কমিটি #উজবেকিস্তানকে প্রশ্ন করেছেঃ নির্যাতনের দোষারোপের ব্যাপারে আপনারা তদন্ত করছেন না কেন ? উত্তরঃ এটিকে বাঁধা দেয়ার কোন রাজনৈতিক ইচ্ছা নেই।
Cmte agnst Torture to #Uzbek official: I haven't heard one word from you about the #Andijan massacre of 2005, which involved hundreds killed
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেক কর্মকর্তাদের নির্যাতন বিরোধী কমিটিঃ ২০০৫ সালের #আনদিজান গণহত্যা নিয়ে আমি আপনাদের কাছ থেকে কোন একটি কথাও শুনি নাই। অথচ সেখানে কয়েকশ লোককে হত্যা করা হয়েছে।
Expert to #Uzbekistan: Your responses strain credulity. I'd like to see answers to our questions.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেকিস্তানের প্রতি বিশেষজ্ঞঃ আপনাদের প্রতিক্রিয়ায় জোর করে বিশ্বাসপ্রবণতা আনা হচ্ছে। আমি আমাদের প্রশ্নের উত্তর পেতে চাইছি।
Expert to #Uzbek official: Whether u agree or not that torture is systematic, the fact is that numerous allegs continue to come to our attn
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেক কর্মকর্তাদের প্রতি বিশেষজ্ঞঃ আপনারা সম্মত হোন আর নাই হোন যে, রীতিবদ্ধভাবে নির্যাতন করা হচ্ছে। প্রকৃত বিষয় হচ্ছে, আমাদের মনোযোগ আকর্ষনের জন্য নানা ধরনের দোষারোপ করা হচ্ছে।
Expert to #Uzbekistan: Pls tell us abt 8 ppl who have allegedly died during 2013 #cotton harvest due to forced labor @cottoncampaign
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেকিস্তানের প্রতি বিশেষজ্ঞঃ তুলা ফসল তোলার সময় শ্রম দিতে বাধ্য করায় ২০১৩ সালে ৮ জন লোক মারা যাওয়ার বিষয়ে যে অভিযোগ করা হয়েছিল, সে সম্পর্কে দয়া করে আমাদের কিছু বলুন। @কটনক্যাম্পেইন

“তুলা ফসল” তুলতে দাস শ্রমিক ব্যাবহারের ব্যাপারেও উজবেকিস্তানের প্রতি অভিযোগ রয়েছে। “কটন পিকারস” ছবিঃ পেরেতজো, ২০ সেপ্টেম্বর, ২০০৯।
Head of #Uzbekistan delegation again screaming and yelling at Committee against Torture experts.
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
নির্যাতন বিরোধী কমিটির বিশেষজ্ঞদের প্রতি #উজবেকিস্তানের প্রতিনিধি প্রধান আবারো চিৎকার এবং তীব্রভাবে আর্তনাদ করেছেন।
#Uzb official categorically declares: “The issue of the #Andijan massacre of 2005 is closed for us. We will never return to this issue!”
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
#উজবেক কর্মকর্তা নির্দিষ্ট করে ঘোষণা দিয়েছেনঃ “২০০৫ সালের #আনদিজান গণহত্যার ইস্যুটি আমাদের কাছে শেষ হয়ে গেছে। আমরা আর কখনো আর সেই ইস্যুটিতে ফিরে যাবো না”!
#Uzbek official screaming at top of his lungs at internationally respected experts on torture-Good strategy to deflect from damning evidence
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
প্রমাণাদিকে অভিযোগ করা থেকে বিপথগামী করতে, নির্যাতন বান্ধব কৌশল নিয়ে আন্তর্জাতিকভাবে সম্মানিত বিশেষজ্ঞদের প্রতি #উজবেক কর্মকর্তা তাঁর সর্বশক্তি দিয়ে চিৎকার করেছেন।
And so ends #Uzbekistan session at Cmte against Torture: A truly rare moment of accountability for #Uzbekistan‘s atrocious record on torture
— Steve Swerdlow (@steveswerdlow) October 30, 2013
এবং নির্যাতন বিরোধী কমিটিতে এভাবেই #উজবেকিস্তান পর্বটি শেষ হয়েছেঃ নির্যাতন নিয়ে #উজবেকিস্তানের অত্যন্ত নিষ্ঠুর নথিভুক্তির জন্য কৈফিয়ত দেয়ার বাধ্যবাধকতার সত্যিই একটি দূর্লভ মূহুর্ত।