- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভলগোগ্রাদে আত্মঘাতী সন্ত্রাসবাদী হানা সম্বন্ধে স্কুল পড়ুয়া এক মুসলিম মেয়ের চিঠি

বিষয়বস্তু: রাশিয়া, আদিবাসী, আন্তর্জাতিক সম্পর্ক, দেশান্তর ও অভিবাসন, ধর্ম, নাগরিক মাধ্যম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, যুবা, লিঙ্গ ও নারী, সরকার
Russian special forces training in the North Caucasus. Screenshot from Youtube video published by hardingush. [1]

উত্তর ককেশাসে রুশী স্পেশাল ফোর্স-এর প্রশিক্ষণ। হারদিনগাশ দ্বারা প্রকাশিত ইউটিউব ভিডিওর থেকে নেওয়া স্ক্রিন শট।

রুনেট ইকো সচরাচর সম্পূর্ণ ব্লগ অনুবাদ করে প্রকাশ করেনা, কিন্তু এক্ষেত্রে আমরা তার ব্যতিক্রম করছি। ভলগোগ্রাদ বাস বিস্ফোরণে [2] [গ্লোবাল ভয়েসেসের প্রতিবেদন] এক মহিলা আত্মঘাতী বোমারু ৬ জনকে হত্যা ও আরও বারো জনকে আহত করার পর পরই, এক মুসলিম মেয়ে, উত্তর ককেশাসের সন্ত্রাস বিরোধী দলে কর্মরত রুশী স্পেশাল ফোর্সের সৈনিক ও অজ্ঞাতনামা ব্লগার, হারদিনগাশ [3] [গ্লোবাল ভয়েসেসের প্রতিবেদন], যিনি তার অভিজ্ঞতা সম্বন্ধে ব্লগ করেন, তাকে একটি চিঠি লিখেছে। এই চিঠিতে মেয়েটি রুশী মুসলিমরা বর্তমানে যে উদ্বেগ, ভয় ও আশার মুখোমুখি হচ্ছে, সেটা তুলে ধরেছে। “এটাতে কিছু জরুরি বার্তা আছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে…” এই মন্তব্যের সঙ্গে হারদিনগাশ মেয়েটির প্রকৃত পরিচয় গোপন রেখে আর কিছু বানান সংশোধন করে চিঠিটি প্রকাশ করেছেন [4][রুশ ভাশায়] আমাদেরও মনে হয়েছে এই চিঠি গুরুত্বপূর্ণ। তাই এখানে আমরা সম্পূর্ণ চিঠিটা প্রকাশ করলাম:

Салам тебе, Хардингуш!

Я читаю все, что ты пишешь. Почти с самого начала, как ты начал вести блог. Спасибо за то, что ты показываешь людям другой Кавказ. Настоящий. Мне очень нравится как ты пишешь. Я живу в Волгограде. Наша семья приехала сюда из ______. Учусь в ______ классе _______ школы. В Волгограде я живу уже больше 6 лет. Я, конечно, мусульманка. Никогда у меня здесь не было проблем из-за моей религии или национальности. Но когда произошел терракт, родители запретили мне ходить в школу. Они боялись, что меня могут обидеть. Многие девушки, мусульманки тоже не пошли в школы и институт, потому что тоже боялись, что вся вина будет возложена на нас. Мы переписывались с ними в интернете и все друг другу советовали вообще никуда не выходить. 

Позвонила учительница, она тоже волновалась за меня. Я ей сказала, что пока не буду ходить на уроки. Она отнеслась к этому с пониманием. Мне звонили одноклассники, тоже волновались за меня. Я тоже ответила, что пока не могу ходить в школу. На следующее утро ко мне в дверь позвонили одноклассники. Они сказали мне, собирайся, мы будем сопровождать тебя в школу и  домой столько времени, сколько понадобится и никому не позволим обидеть. Все они – русские мальчишки и девочки. Даже мама моя заплакала, когда услышала.

Просто хотела с тобой поделится. Ты недавно писал про народ и про то, что все равнодушны к другу другу. Это не так. Меня провожают в школу и из школы мои русские братья и сестры – я так их называю теперь, потому что не могу называть просто одноклассниками. Мы, мусульмане, против террористов. И никогда их не поддерживали. Не публикуй мое письмо, потому что мне плохо дается русский язык и я допускаю много ошибок. Но, если будешь писать в блоге, исправь, пожалуйста, ошибки и не пиши мое имя и где я учусь. Я их только для тебя написала. Просто хотела рассказать тебе, что у нас не все так плохо. 

সালাম, হারদিনগাশ!

আমি আপনার সব লেখা পড়ি। প্রায় শুরু থেকে, যখন থেকে আপনি এই ব্লগ লিখতে শুরু করেছিলেন। অন্য একটা ককেশাসের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসল ককেশাসের সঙ্গে। আপনি যে ভাবে লেখেন সেটা আমার খুব পছন্দ। আমি ভলগোগ্রাদে থাকি। আমাদের পরিবার ______ থেকে এখানে এসেছে। আমি ______ ক্লাসে পড়ি, _____স্কুলে। আমি ৬ বছর ধরে ভলগোগ্রাদে আছি। আমি অবশ্য একজন মুসলিম। আমার ধর্ম বা জাতীয়তার কারণে আমাকে কোন দিন কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু যখন সন্ত্রাসবাদী হামলাটা ঘটলো, আমার বাবা মা আমাকে স্কুলে যেতে বারণ করে দিল। ওনারা ভয় পেয়েছিলেন যে কেউ আমার কোন ক্ষতি করবে। আরও অনেক মুসলিম মেয়েরা স্কুলে বা ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করেছিল, কারণ ওরা ভয় পেয়েছিল যে আমাদের নামে দোষ দেওয়া হবে। আমরা ইন্টারনেটে যোগাযোগ রাখতাম আর পরস্পরকে বাড়ি থেকে একদম না বেরুনোর পরামর্শ দিতাম।

আমার শিক্ষকও আমাকে ফোন করেছিলেন, উনি আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। আমি ওনাকে জানিয়েছিলাম যে আমি ওই সময়ে স্কুলে যাবো না। উনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। আমার সহপাঠীরাও আমাকে ফোন করেছিল, ওরাও চিন্তিত ছিল। আমি ওদেরও বলেছিলাম যে আমি স্কুলে যেতে পারবো না। পরের দিন সকালে আমার সহপাঠীরা আমার বাড়ির ডোর বেল বাজালো। ওরা আমাকে বললো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা তোমাকে পাহারা দিয়ে স্কুলে নিয়ে যাবো আর নিয়ে আসব। যতদিন প্রয়োজন হবে আমরা এটা করবো আর কারোকে তোমার কোন ক্ষতি করতে দেব না। ওরা সবাই রুশী ছেলে মেয়ে। এমন কি আমার মাও এটা শুনে কাঁদতে শুরু করেছিলেন।

আমি শুধু আপনাকে এটাই জানাতে চাইছিলাম। সম্প্রতি আপনি মানুষদের নিয়ে লিখেছিলেন আর বলেছিলেন যে কেউ কারোকে নিয়ে মাথা ঘামায় না। এটা সত্যি না। আমি আমার ভাই বোনেদের সঙ্গে স্কুলে যাই – আমি এখন ওদের ভাই বোন বলি, কারণ শুধু সহপাঠী বলতে বাধে। আমরা, মুসলিমরা, সন্ত্রাসবাদীদের বিপক্ষে। আমরা কোনদিন ওদের সমর্থন করিনি। এই চিঠিটা প্রকাশ করবেন না কারণ আমি রুশ ভাষা ভালো করে জানিনা আর তাই অনেক ভুল করে ফেলি। কিন্তু যদি প্রকাশ করেন তো ভুল গুলো শুধরে দেবেন আর আমার নাম বা আমি কোন স্কুলে যাই সেটা প্রকাশ করবেন না। আমি ওগুলো শুধু আপনার জন্য লিখেছি। আমি শুধু আপনাকে জানাতে চাই যে পরিস্থিতি এতটাও খারাপ না।