বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের মণিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে, সবুজ পৃথিবীর জন্য অনুসন্ধান ব্লগ রিপোর্ট করেছে যে এই বাঁধটি সেখানকার জলবায়ুর গুরুতর পরিবর্তন আনবে। প্রতিবেশী বাংলাদেশ সহ নিম্ন নদীতীরবর্তী এলাকায় ২ কোটিরও বেশি মানুষের জীবিকাকে প্রভাবিত করার পাশাপাশি ঐ এলাকার তাপমাত্রার পরিবর্তনেও ভূমিকা রাখবে।