মধ্য এশিয়ার গায়ক প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে গাওয়া গান

সোভিয়েত পরবর্তী মধ্য এশিয়ার দেশগুলোতে প্রেসিডেন্টরা শক্তিশালী, পিতৃসম নেতা হিসেবে পরিচিতি চান। তাঁরা কয়েক লক্ষ বাঁধাইকৃত ছবিতে বিরাজমান থেকে তাঁদের জনগণকে ঘৃণা করেন। টেলিভিশনের পর্দা ও পত্রিকার পাতার মাধ্যমে তাঁদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। তাঁদের কাউকে আবার মূর্তি বানিয়ে এবং স্মৃতিস্তম্ভ তৈরি করে অমর করে রাখা হয়। এখনও মাঝে মাঝে এই জাতির “পিতা” এবং “নেতারা” তাঁদের জনগণকে মনে করিয়ে দিতে চায় যে, তারাও মানুষ। তারাও নাচে, গান গায়।

তাজিকিস্তান

২০১৩ সালের মে মাসে তাজিকিস্তানে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমন এর একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পরে। ভিডিওটিতে তাঁকে তাঁর ছেলের বিয়েতে নাচতে দেখা যায়। সে সময় নেটিজেনদের কেউ কেউ বিয়ের অনুষ্ঠানে তাঁদের নেতার এই আনন্দপূর্ণ আচরণের জন্য তাঁর সমালোচনা করেন। অন্যরা আবার ভিন্ন মত পোষণ করেন। ভিডিওটি দেখে তাঁরা মনে করেন, যত যা কিছুই হোক না কেন, তাঁদের নেতাও একজন সত্যিকারের সাধারণ মানুষ।

এই বিতর্কিত ভিডিওটির একটি অংশে দেখা যায়, রাহমন একজন জনপ্রিয় তাজিক শিল্পীর সাথে গান গাইছেন। তাঁরা তাজিক ভাষায় গান করছেন। তাঁদের গানের মধ্য দিয়ে দেশের সৌন্দর্যের প্রশংসা করছেন। সে সময় বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা গানের তালে তালে নাচছেনঃ

এই ভিডিওটি নিয়ে মন্তব্য করতে যেয়ে একজন [তাজিক] লিখেছেনঃ 

зур месарояд неки. хаккатан зур. агар президент намебуд, ситораи эстрада мешуд, дар туйхо баромад мекард.

তিনি ভালো গান করেন। সত্যিই ভালো। যদি তিনি প্রেসিডেন্ট না হতেন, তবে তিনি কোন পপ তারকা হতে পারতেন এবং বিয়ের অনুষ্ঠানে গান গাইতে পারতেন।

কাজাকিস্তান

কাজাকিস্তানের “জাতীয় নেতা”, নুরসুলতান নাজারবায়েভ শুধুমাত্র গানই করেন না, বরং একটি বাদ্যযন্ত্রও বাজাতে পারেন। 

নাজারবায়েভের গান গাওয়ার ধরনটি নেটিজেনরা পছন্দ করেছেন, যা ভিডিওটির সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁরা নিশ্চিতভাবেই ব্যক্ত করেছেন। ভিডিওটি নিয়ে ফরিদা সালমেনভা মন্তব্য [রুশ] করেছেনঃ

Ya priyatno udıvlena!!! ne znala, 4to on tak klassno poyet!!!

আমি বিস্ময়ে একেবারে অভিভূত!!! আমি জানতাম না যে, তিনি এতো ভালো গায়ক!!!  

উজবেকিস্তান

উজবেকিস্তানের বৃদ্ধ ও অভিজ্ঞ নেতা, ইসলাম কাতিমভ জনসম্মুখে গান গাইতে ভালোবাসেন না। তবে তিনি নাচেনঃ

যদিও তাঁর নাচ নিশ্চিতভাবে দেশটির নেটিজেনদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে। কারন, বেশিরভাগ নেটিজেনরা ভিডিওটি নিয়ে বেশ বিরূপ মন্তব্য করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, কেট মালায়েভ [রুশ] লিখেছেনঃ   

Urod. Vsyu stranu iskalechil. Narod v nishete sidit a on plyashet.

নানা রঙে রঞ্জিত, কিম্ভূত কিমাকার এক লোক। তিনি সারা দেশকে পঙ্গু করে রেখেছেন। যখন দেশের মানুষ দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, তখন তিনি নাচছেন। 

কারিমোভ জনসম্মুখে গান না গাইলেও যখন তাঁর শাসনতন্ত্রের বিরুদ্ধে কেউ অসম্মতি জানায়, তখন তিনি তাঁদের বিরুদ্ধে গান গেয়ে থাকেন। ইংরেজি ভাষায় একটি গান সাম্প্রতিক সময়ে ইউটিউবে আপলোড করা হয়েছে। সে গানে জোড় গলায়, “তুলার দেশের রাজাদের রাজা” কে তাঁর দপ্তর ছাড়তে বলা হয়েছেঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .