গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করতে চায় সৌদি নারীরা

Dozens of women have shared videos of themselves driving on major roads and highways across Saudi Arabia ahead of October 26, a day they plan on defying the ban. The videos are available here

২৬ অক্টোবর তারিখে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা অমান্য করতে ডজন খানেক নারীরা সৌদি আরবের বিভিন্ন প্রধান সড়ক ও হাইওয়েগুলোতে তাঁদের গাড়ি চালানোর ভিডিও শেয়ার করেছেন। ভিডিওগুলো এখানে রয়েছে।

নারীদের গাড়ি চালনার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করতে ২৬ অক্টোবর দিনটিকে বেশ কয়েকদিন আগে থেকে নির্দিষ্ট করা হয়েছে। আর তাই সৌদি নারীরা এই দিনটির জন্য নিজেদের প্রস্তুতির বিভিন্ন ভিডিও আপলোড করেছেন। অন্যদিকে বিরোধীরা সরকারকে নিষেধাজ্ঞাটি কঠোরভাবে মানার জন্য বলপ্রয়োগ করতে বলেছে, যেটিকে তাঁরা “ষড়যন্ত্র” বলে মনে করছে। পাশাপাশি এটিকে তাঁরা দেশে একটি বিক্ষোভ হিসেবে দেখছেন। আর এ দেশে বিক্ষোভ করা কঠোরভাবে নিষিদ্ধ।

এই প্রচারাভিযানটির ইউটিউব চ্যানেল এবং ইন্সটাগ্রাম প্রোফাইল বিভিন্ন ভিডিও এবং ছবিতে ভরে গেছে। এই ভিডিও এবং ছবিগুলোতে প্রধান প্রধান সড়কগুলোতে নারীদের গাড়ি চালাতে এবং অন্যান্যদেরও গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে।

দেশটির অন্যতম রক্ষণশীল একজন ইসলামপন্থী ধর্মীয় নেতা নাসির আল-ওমর টুইট [আরবি] করেছেনঃ

যারা নারীদের গাড়ি চালনার পক্ষে কথা বলছেন, তাঁরা কি বোঝেন যে তাঁরা এই দেশের শত্রুদের জন্য কাজ করছেন ?! যখন দেশটিতে নিরাপত্তা, বিশ্বাস এবং স্থিতিশীলতার ভীষণ প্রয়োজন, তখন তাঁরা এতে বিশৃঙ্খলা এবং দুর্নীতির বিস্তার ঘটাচ্ছেন।

আল-ওমর এবং অন্যান্য ধর্মীয় নেতারা গতকাল ২২ অক্টোবর তারিখে রাজকীয় আদালতে [আরবি] সাক্ষাতের চেষ্টা করেন। তবে তাঁদেরকে সাক্ষাৎ দেয়া হয়নি। আদালতের বাইরে ধারণকৃত একটি ভিডিওতে আল-ওমর বলেছেন, যারা নারীদের গাড়ি চালনার স্বপক্ষে কথা বলছে “তাঁরা বৈধ পথ (নিষেধাজ্ঞাটি অগ্রাহ্য করার কথা উল্লেখ করেছেন, বরং রাজার কাছে এটি প্রত্যাহারের দাবি জানাতে পারতো) বেছে নেয়নি”।

আজ ২৩ অক্টোবর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত একটি বক্তব্যে [আরবি] বলা হয়েছেঃ

وعطفاً على ما يثار في شبكات التواصل الاجتماعي وبعض من وسائل الإعلام من دعوات لتجمعات ومسيرات محظورة بدعوى قيادة المرأة للسيارة، وحيث إن الأنظمة المعمول بها في المملكة تمنع كل ما يخل بالسلم الاجتماعي ويفتح باب الفتنة ويستجيب لأوهام ذوي الأحلام المريضة من المغرضين والدخلاء والمتربصين، لذا فإن وزارة الداخلية لتؤكد للجميع بأن الجهات المختصة سوف تباشر تطبيق الأنظمة بحق المخالفين كافة بكل حزم وقوة

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্রচার মাধ্যম চ্যানেলে নারীদের গাড়ি চালনার জন্য সমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করার কথা বিস্তৃত হচ্ছে, যা কিছু বেসামরিক জনগণের নিরাপত্তা লঙ্ঘন করে। ক্ষতি-অন্বেষণ কারীদের এবং অশুভ স্বপ্ন লালনকারীদের কুকর্মে প্ররোচিত করে, রাজ্যের নিয়মনীতি তা নিষিদ্ধ করে। আর এ কারনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আশ্বস্ত করেছে। যারা এই নিয়মনীতি ভাঙ্গবে তাঁদের বিরুদ্ধে বিশেষায়িত কর্তৃপক্ষ কঠোরতা এবং বলিষ্ঠতার সাথে এসব নিয়মনীতি প্রয়োগ করবে।

যারা প্রচারাভিযানটির আয়োজন করেছে তাঁরা জোর গলায় বলছে যে, তাঁরা কোন বিক্ষোভের ডাক দেয়নিঃ

যারা প্রচার করেছে ২৬ অক্টোবর আমরা একটি বিক্ষোভের ডাক দিয়েছি তাঁদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জানাতে চাই যে আমরা ক্লান্তিহীনভাবে বার বার বলেছি, আমরা কোন বিক্ষোভ করছি না। এটি আমাদের ইচ্ছা শক্তিকে দমাতে পারবে না।   

সৌদি ব্লগার ফুয়াদ আল-ফারহান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটিকে মিশরীয় সামরিক বাহিনীর জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি’র বক্তব্যের সাথে তুলনা করেছেন। প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে পরাস্ত করার ৪৮ ঘন্টা আগে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেনঃ

নারীদের গাড়ি চালনা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বক্তব্যটি আল-সিসি’র বক্তব্যের মতো। এই বক্তব্যটি সব দলকেই সুযোগ দিয়েছিল। প্রতিটি দল বক্তব্যটিকে তাঁদের নিজেদের পক্ষে নিয়ে ব্যাখ্যা করেছিল।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালও এই প্রচারাভিযানটির আবেদনে স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছেঃ

#সৌদি #নারীদের গাড়ি চালানোর স্বাধীনতার জন্য #উইমেন২ড্রাইভ এর @অক্টো২৬ড্রাইভিং এ স্বাক্ষর করে আপনার সংহতি দেখান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .