এলবার্তো ফুজিমুরির সাম্প্রতিক বিচারটি ২৮ অক্টোবর তারিখ সোমবার পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টের রূক্ষমূর্তি, এলো মেলো অবস্থা এবং একটি রক্তচাপ পরিমাপক স্ক্রিন বহন করা অবস্থায় দেখা যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
কিছু প্রচার মাধ্যম বিক্রয় কেন্দ্রের সম্পাদকীয় পাতা কিনে নেয়া প্রসঙ্গে সাক্ষ্য দিতে গত ১৭ অক্টোবর তারিখ বুধবারে ফুজিমুরিকে সপিনা দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তাঁর পুনঃ নির্বাচন প্রচারাভিযানের অংশ হিসেবে তিনি এগুলো কিনে নেন। রাষ্ট্রীয় অর্থে তিনি তা কিনেছিলেন। এই প্রক্রিয়াটিকে “চিচা (ট্যাবলয়েড) পত্রিকা” নিয়ে বিচার নামে অভিহিত করা হয়।
Piden 8 años de cárcel para #Fujimori por desvío de S/. 122 millones para comprar línea editorial de diarios chichas http://t.co/AG6DpgG8MY— TV Perú Noticias (@tv_peru) October 18, 2013
ট্যাবলয়েড পত্রিকা কেনার জন্য ১২২ মিলিয়ন মার্কিন ডলার [শুধুমাত্র পেরুর ৪৪ মিলিয়ন মার্কিন ডলার] তছনছ করায় #ফুজিমুরির জন্য [তাঁরা] ৮ বছরের জেল চেয়েছে।
সাংবাদিক জ্যাকুলিন ফোকস এল পাইস এর জন্য লিখতে যেয়ে বিচারটি সাময়িক স্থগিত হওয়ার আগ পর্যন্ত সেখানে কি ঘটেছে তা নিয়ে রিপোর্ট [স্প্যানিশ] করেছেনঃ “প্রায় ৪০ মিনিট দীর্ঘ শুনানিতে আদালত নিশ্চিত করেছে যে ফুজিমুরির তিন জন বিচারকের প্রতি অসম্মতি প্রকাশ করে যে আবেদন জানানো হয়েছে, তাঁর সম্পর্কিত প্রথম উদাহরণের আদালতের সিদ্ধান্তের জন্য তাঁরা অপেক্ষা করছে; আদালত [উইলিয়াম পাকো] ক্যাস্টিলোর (ফুজিমুরির এটর্নি) যুক্তি তর্ক শুনেছে। ফুজিমুরির বিচার করতে সুপ্রিম কোর্টের জন্য এই যুক্তি তর্ক শোনা হয়। প্রসিকিউটর বেসামরিক ক্ষতির পরিমান বাড়াতে যে অনুরোধ করেছে তা আদালত বহাল রাখে।
সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা নিয়ে অনেক টুইটার ব্যবহারকারীই উদ্বিগ্ন ছিলেন না, বরং এটি ঠাট্টা উপহাসের [স্প্যানিশ] বিষয়ে পরিনত হয়ঃ
Por favor, pero para pintar, escribir, twittear si está bien? RT @larepublica_pe: Abogado de #Fujimori,El presidente puede colapsar
— Gammaerys Targaryen (@gammanormids) October 17, 2013
আসলেই, কিন্তু ছবি আকার জন্য, লেখালেখির জন্য, টুইট করার জন্য তিনি তো ঠিক ? #ফুজিমুরির এটোর্নিঃ “প্রেসিডেন্ট বিকল হয়ে যেতে পারেন”।
#Fujimori se convirtió en tendencia global tras aparecer con este aspecto en juicio http://t.co/17VfvoIiUv pic.twitter.com/Nvf3cAheFd
— Alfonso Baella (@alfonsobaella) October 18, 2013
এই বেশভূষায় বিচারে উপস্থিত হওয়ার পর ফুজিমুরি প্রচলিত একটি বৈশ্বিক ধারায় পরিণত হয়েছেন।
এ বিষয়টিকে বিদ্রূপ করে কেউ কেউ এটিকে “লোক দেখানো” ব্যাপার বলে টুইট করেছেন।
And the winner is… RT @juanlvillegas#Fujimori tremendo actor, palmas por favor.
— Beto Mesones (@mesones) October 17, 2013
কতো বড় অভিনেতা !!! দয়া করে তালি দিন।
Totalmente! RT @SeguridadBlanca: #Fujimori se lleva el #Oscar para el #MejorActorDelAño http://t.co/K3Dn7aI8LX
— Cristhian Rojas S (@CristhianRS) October 17, 2013
সম্পূর্ণ! আর টি ফুজিমুরি সেরা অভিনেতা হিসেবে অস্কার পাবেন।
কেউ কেউ প্রশ্ন করেছেন, এটি হয়তোবা ফুজিমুরির নতুন আইনজীবী উইলিয়াম পাকো ক্যাস্টিলোর কোন নতুন কৌশল।
Fujimori estrenó abogado nuevo. Más adecuado a su perfil de “víctima” y charlatán. Nueva estrategia chicha con look de me acabo de levantar.
— Juan Carlos Barreda (@osobarreda) October 17, 2013
ফুজিমুরি একজন নতুন আইনজীবী নিয়েছেন। তাঁর “আক্রান্ত” এবং প্রতারক প্রোফাইলের পক্ষে আরো বেশী উপযোগী। একেবারেই নতুন কৌশল – দেখুন, আমি এইমাত্র বুঝতে পারলাম।
অন্যরা ফুজিমুরির মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দিতে সুযোগটি লুফে নিয়েছেনঃ
El Dossier #Fujimori – http://t.co/ermKuucloC
— Jo-Marie Burt (@jomaburt) October 17, 2013
তথাপি, এমনও অনেকে আছেন যারা সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেঃ
@keikofujimori Fuerza familia #Fujimori, y nunca olviden que DIOS NUNCA SE OLVIDA DE SUS HIJOS BUENOS Y EL CHINO ES UNO DE ELLOS. MUCHA FÉ
— Gabriela Kelly (@GabbyGoodPerson) October 17, 2013
সুস্থ হোন – এবং কখনো ভুলবেন না যে, সৃষ্টিকর্তা কখনো তাঁর ভালো বান্দাকে ভুলে যান না এবং চাইনো [চীনা লোক, ফুজিমুরির একটি ডাকনাম] তাঁদেরই একজন। এই বিশ্বাসটুকু রাখুন।
Todos los que le estan haciendo pasar ese TAN mal momento a #Fujimori son UNOS HIJOS DE MIL PERR*S
— Luna Massiel ♡ (@Luna_Massiel) October 17, 2013
যারা ফুজিমুরির এই খারাপ সময়ের জন্য দায়ী, তাঁরা সবাই ডাইনির ছেলে
@tuteve #Fujimori Opositores q guardan odio y se olvidan donde estaban cuando habia un coche bomba Fuji acabo con l barbarie q ingratitud!!
— MARIA JULIA (@maryju333) October 18, 2013
যখন সেখানে একটি গাড়ি বোমা ছিল তখন বিরোধীরা কোথায় ছিল ? যারা, ঘৃনা করে এবং ভুলে যায়। ফুজি সেই বর্বরতা নিঃশেষ করেছেন। কতোটা অকৃতজ্ঞ!
এটি ফুজিমুরির ষষ্ঠ বিচার। যদি তিনি দোষী প্রমাণিত হন তবে তাঁর ৮ বছর থেকে ১৫ বছরের জেল হয়ে যাবে।
অতীতের পাঁচটি বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর অন্যান্য অভিযোগের মধ্যে দুর্নীতি, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎকরণ, সরকারী তহবিল তছরুপ করা এবং ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ছিল। এগুলোর মধ্যে একটি বিচারে মানবাধিকার লংঘনের জন্য তাঁকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।