নাগরিকত্বের দাবীতে কুয়েতের নাগরিকত্বহীনদের বিক্ষোভ

আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে, কুয়েতের নাগরিকত্বহীন সম্প্রদায় (বেদুইন)-এর প্রায় ৩,০০০-এর বেশী জনতা তাদের নাগরিকত্ব প্রদানের দাবীতে এক মিছিল বের করে। স্থানীয় সুশীল সমাজের দল এবং বেদুইন একটিভিস্ট এই বিক্ষোভের আয়োজন করে, যা ২ অক্টোবরে তাইমা এলাকায় অনুষ্ঠিত হয়।

মিশরে হোসনি মোবারকের ক্ষমতা উৎখাতের ঘটনায় দ্বারা অনুপ্রাণিত হয়ে কুয়েতের নাগরিকত্বহীন সম্প্রদায় ফ্রেব্রুয়ারির ২০১১ থেকে তাদের বিক্ষোভ চালিয়ে আসছে। এরপর থেকে এই সম্প্রদায়ের একটিভিস্টরা, নাগরিকত্ব, শিক্ষা এবং দারিদ্র্যের মত বিষয়ে মনোযোগ প্রদানের জন্য ভিন্ন ভিন্ন মাঠ পর্যায়ের আন্দোলন প্রতিষ্ঠা করেছে।

আরবিতে বেদুইন মানে হচ্ছে কোন কিছু ব্যাতিত এবং বিষয়টি সংক্ষেপে সম্প্রদায়ের অবস্থা ব্যাখ্যা করছে। এক হিসেব অনুসারে এই সম্প্রদায়ের সদস্য হচ্ছে প্রায় ১২০,০০০ জন, যারা স্বাস্থ্যসেবা, শিক্ষা, চাকুরি এবং যে কোন ধরনের নথিভুক্ত করণ থেকে বঞ্চিত করা হয়।

সামাজিক প্রচার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এবং সম্প্রদায়ের একটিভিস্টদের মাঝে রাজনৈতিক আলোচনায় বিপ্লব সাধন করেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের দাবিদাওয়ার বিষয়ে ইতিবাচক অবদান রেখেছে, দেশে এবং বিদেশে সহানুভূতি অর্জন করেছে। অন্য সমস্ত মাধ্যম যেখানে সেন্সর করা হয়, তার বিপরীতে টুইটার বেদুইনদের তার বিরুদ্ধে সংঘঠিত সহিংসতার নথি তৈরীতে সাহায্য করে- যেগুলো মূলধারার প্রচার মাধ্যম প্রকাশ করে না। ঘটনা হচ্ছে, এই প্রতিবাদের নেতৃত্ব প্রদান এবং আয়োজন করা হয় এ নেশনস ক্রাই নামের এক ছদ্ম একাউন্ট থেকে যা #اعتصام_2_أكتوبر, নামের হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে ২ অক্টোবর বিক্ষোভ সংগঠিত করার জন্য গত মাসে খোলা হয়, আরবী এই হ্যাশট্যাগের অর্থ হচ্ছে ২ অক্টোবরের বিক্ষোভ [আরবি ভাষায়]।

هذا الحساب يدار عبر مجموعة من شباب الكويتيين البدون آمنوا بأن الحياة ماهي إلا وقفة عز وقرروا إكمال المشوار حتى اكتمال هذا العز وظهور الحق.

কিউ৮ভয়িস১: এই একাউন্ট পরিচালনা করছে কুয়েতের একদল তরুণ বেদুইন যারা মর্যাদার সাথে নিজের পায়ে দাঁড়ানোতে বিশ্বাসী এবং যতক্ষণ না ন্যায়বিচার অর্জন হচ্ছে ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবে।

স্থানীয় একাত্মতা
যদিও কুয়েতের রাজনৈতিক দলগুলো বেদুইনদের দাবীর প্রতি সমর্থন প্রদানে অনিচ্ছুক, তবে সরকার এবং বিরোধীদের মাঝে রাজনৈতিক উত্তেজনার ঘটনায় বেদুইনের লাভবান হয়েছে। কুয়েতের রাজনৈতিক সঙ্কট কুয়েতের রাজনৈতিক দলগুলোকে বেদুইনদের দাবী সমর্থন করার গুরুত্বকে উপলব্ধ করতে সাহায্য করেছে। বিক্ষোভের কয়েকদিন আগে, কুয়েতের ২১টি রাজনৈতিক দল একটি বিবৃতিতে স্বাক্ষর করে, যেটিতে ২ অক্টোবর-এর বিক্ষোভের সমর্থনে ঘোষণা প্রদান করা হয়। এই বিবৃতিতে তিনটি মূল দাবী অর্ন্তভুক্ত করা হয়েছেঃ বেদুইনদের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করার অধিকার, তাদের দাবীর ব্যাপারে চূড়ান্ত সমাধান অনুসন্ধানের প্রয়োজনীয়তা, এবং এই সম্প্রদায়ের দীর্ঘ সময়ের দাবিগুলোর সমাধান চিহ্নিত করার ক্ষেত্রে সুশীল সমাজের অংশগ্রহণের গুরুত্ব।
এই বিষয়ে, কুয়েত বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মেদ আলউহাইব বিক্ষোভের একদিন আগে টুইট করেছে [আরবি ভাষায়]:

كم أتمنى أن أرى أعداد المواطنين غدا في تيماء تفوق أعداد البدون: هل بإمكان المواطن أن يتجرد من كل شيء إلا إنسانيته؟

@এম_আলউহাইব: আমি সত্যিকার অর্থে আগামীকাল বেদুইন বিক্ষোভ বেদুইনের চেয়ে বেশী নাগরিককে তাইমা সড়কে দেখতে চাই: নাগরিকরা অবশ্যই তাদের মানবিক অনুভূতি বজায় ।

যদিও এই বিক্ষোভ খুব সামান্য সংখ্যক কুয়েতি নাগরিককে দেখা গেছে, তবে তাদের মধ্যে কুয়েতের রাজনৈতিক একটিভিস্ট এবং কবি এই মিছিলে তার স্লোগান সহ নেতৃত্ব প্রদান করে:

বিক্ষোভের সংবাদ টুইট করা
যদি বিক্ষোভকারীদের উপর দাঙ্গা পুলিশের হামলার বিষয়টি বিবেচনা করা হয়, তাহলে তুলনামূলক ভাবে এতে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশী, কিন্তু এই বিক্ষোভ কয়েক ঘণ্টার বেশী স্থায়ী হয়নি। বেদুইন একটিভিস্ট ফালাহ আল থুওয়াইনি ঘটনাস্থল থেকে টুইট করেছে:

"@althuwaini: #stateless #bedoon groups are gathering in one large group near Najashi street in Taima in #Kuwait"

“@আলথুওয়াইনি: #নাগরিকত্বহীন #বেদুইন-এর দল একটি বিশাল আকারে #কুয়েতের তাইমার কাছে নাজাশি সড়কে সমবেত হয়েছে “

@আল থুওয়াইনি : হেলিকপ্টার এবং বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ তাইমায় উপস্থিত। তবে এখনো তারা নাগরিকত্বহীন বিক্ষোভকারীদের উপর চড়াও হয়নি #স্টেটলেসনেস ।

"@althuwaini: #stateless #bedoon R marching from their city (for Bedoons only) Taima toward Naseem (city for Kuwaitis)"

“@আলথুওয়াইনি: নাগরিকত্বহীন বেদুইনরা তাদের শহর (যেখানে কেবল বেদুইনদের বাস) তিয়ামা থেকে নাসিমের ( কুয়েতিদের জন্য শহর)-এ মিছিল করে এগিয়ে যাচ্ছে “

টুইটারের অন্য একাউন্ট বিক্ষোভের তাজা সংবাদ প্রদান করেছে, যার মধ্যে এই একাউন্টটি রয়েছে যে একটি বিত র্কিত ছবি রয়েছে যা এর পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে :

"@s_alshmmari: the police department's cameramen set fire to the garbage and videotape it to blame the bedoon for this act."

“@এস_আলশামারি: পুলিশ বিভাগের ক্যামেরাম্যান আর্বজনার মাঝে আগুন ধরিয়ে দিয়ে তা ক্যামেরায় ধারণ করে যাতে এই কাজের দায়ভার বেদুইনদের উপর চাপিয়ে দেওয়া যায়। “

অন্যরা বিক্ষোভের পুলিশী হামলার দৃশ্য নথিবদ্ধ করেছে:

"@Nashmiq8: Smoke bombs used against protesters."

“@নাশমিক৮: বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্মোক বা ধোয়া সৃষ্টিকারী বোমা ব্যবহার করা হয়েছে। “

যেহেতু এর আগে দাঙ্গা পুলিশ বেদুইন নারীদের উপর হামলা চালিয়েছিল, তাই তাদের অনেকে এবার বিক্ষোভে অংশ গ্রহণ করা থেকে বিরত থেকেছে, এই ছবিতে বিক্ষোভের সময় বেদুইন নারীদের তৈরী বেলুন উড়তে দেখা যাচ্ছে- যা এর প্রতি তাদের সমর্থন এবং উপস্থিতি প্রদর্শন করতে চাইছে- কিন্তু এই বিক্ষোভে উপস্থিত থাকতে পারেনি:

ballons 2oct

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .