অনলাইনে দুর্নীতি প্রকাশের দায়ে চীনা সাংবাদিক গ্রেফতার

গত ২৪শে আগস্ট, ২০১৩ তারিখে সাংবাদিক লিউ হু কে আটকের সাত সপ্তাহ পর দুর্নীতি কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে।

গত ২৯ জুলাই শিল্প ও বাণিজ্য রাজ্য প্রশাসনের ডেপুটি ডিরেক্টর মা ঝেংকির ব্যাপারে গুয়াংঝো ভিত্তিক নিউ এক্সপ্রেসের লিউকে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে তার একাউন্টের মাধ্যমে তদন্ত করতে বলা হয়েছিল। লিউ এর পোস্টে জড়িত চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিস্তারিত ছিল।

তাঁকে “মিথ্যা এবং গুজব ছড়ানোর” সন্দেহে আটক করা হয়েছে এবং তার সিনা উইবো অ্যাকাউন্ট তাকে আটক করা সময় মুছে দেওয়া হয়।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রিটিক্যাল ভয়েসেসে লিউ হু’র গ্রেপ্তারের ঘটনাটি সাম্প্রতিক কঠোর ব্যবস্থার প্রতিফলন। গত কয়েক মাসে ওয়েইবোতে কয়েকজন উচ্চবিত্ত দানশীল ব্যক্তিকে পুলিশ সতর্ক করেছে বা শাস্তি দিয়েছে। পতিতাবৃত্তির আমন্ত্রণের সন্দেহে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বেইজিং পুলিশ অনলাইনে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব চার্লস ঝু কেও শাস্তি দিয়েছিল। 

অনেক সাংবাদিক এবং আইনজীবীই বিশ্বাস করেন লিউ নিষ্পাপ। লিউ এর গ্রেপ্তারে কেউ কেউ বেশ হতবাক হয়েছেন। কেননা, তাঁরা লিউ কে আরেকজন সাংবাদিক, লুও চাঙ্গপিং এর সাথে তুলনা করেছেন। তিনিও ২০১২ সালে লিউ টিয়েনান এর বিরুদ্ধে একই গণ অভিযোগ তোলেন। লিউ টিয়েনান ছিলেন জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশনের সহকারী প্রধান। অবশেষে এই কর্মকর্তাকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়। 

Liu Hu

অনলাইনে দুর্নীতি প্রকাশ করে দেওয়ার ফলে সাংবাদিক লিউ হু কে গ্রেপ্তার করা হয়েছে। ছবিটি সিনা উইবো থেকে নেওয়া হয়েছে।

জনগণের রাগ করা সত্ত্বেও অনলাইনে বিভিন্ন কণ্ঠস্বরে এই কঠোর ব্যবস্থার একটি শীতল প্রভাব বিরাজ করছে। লিউ এর জন্য খুব সামান্য যে কয়টি কণ্ঠস্বর সমর্থন করে, তাঁরা দলের স্বপক্ষে বক্তৃতার দ্বারা উপদেশ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মনে করা হচ্ছে, এই প্রতিক্রিয়াগুলো চীনের সরকার কর্তৃক ভাড়া করা কোন মন্তব্যকারী করেছে। এই মন্তব্যকারীরা ৫০ সেন্ট পার্টি নামে পরিচিত। 

ল্যানঝু ভিত্তিক একজন সাংবাদিক প্রশ্ন [ম্যান্দারিন] করেছেন, লিউ কেন তাঁর স্বাধীনতা হারালেনঃ

没有嫖娼,没有造谣,没有敲诈,没有其他不法行为,仅仅因为在微博公开了官员涉嫌贪腐,就以触犯寻衅滋事罪被抓捕,且认为取保候审有社会危险性。你们真的怕了吗?可如此处理只能算愚蠢。因为我们关注的不仅仅是刘虎的自由,我们还在关注谁让刘虎失去自由!

পতিতাবৃত্তি নয়, গুজব নয়, ভয় দেখানো নয়, কোন খারাপ কাজ করা নয়। শুধুমাত্র এই কারনে যে, মাইক্রোব্লগিং কর্মকর্তাদের সন্দেহভাজন দুর্নীতির খবর প্রকাশ করে দেয়। জনগণের শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর কারনে সমাজের জন্য তিনি বিপদজনক হতে পারেন বলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপনি কি সত্যই ভীত ? আপনি কি জানেন, এটি খুবই বোকার মতো একটি কাজ ? কেননা আমরা শুধুমাত্র লিউ হু এর স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন নই, বরং এই ভেবে উদ্বিগ্ন যে, কেন লিউ তাঁর স্বাধীনতা হারালেন! 

শীঘ্রই “অন্যান্য নেটিজেনরা” তাঁর পোস্টটিতে বিপরীত মতামত দিয়ে হামলা চালায়। তিনি সেসব বিপরীত মতামতের প্রতিক্রিয়ায় [ম্যান্দারিন] লিখেছেনঃ  

只要发个为记者刘虎被捕鸣不平的帖子,就会有大批五毛蜂拥而上发一堆垃圾跟贴。

আমি লিউ হু কে সমর্থন জানিয়ে একটি পোস্ট লিখেছি। কিন্তু, ৫০ সেন্ট পার্টি তাঁর প্রেক্ষিতে আবর্জনাতে পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে, যা আমাকে বোমা মেরে আক্রমন করার সমতুল্য।                     

আরেকজন ইন্টারনেট ব্যবহারকারি হু নিং প্রতিধ্বনিত [ম্যান্দারিন] করেছেনঃ 

点了热门话题“刘虎被批捕”,看了搜出来的相关微博下的评论,比转发少不少,且都是些名称诡异、无v认证、甚至连头像都没有的用户所留,立场还出奇地一致。我打了个寒战。

আমি শুধুমাত্র “লিউ হু গ্রেপ্তার হয়েছেন” এই গরম খবরটিতে ক্লিক করেছি। তথাপি কিছু অদ্ভুত নামে, কোণ যাচাই-বাছাই ছাড়া এ সম্পর্কিত সব মন্তব্যগুলো আসতে থাকে। এমনকি, অনেকগুলো একাউন্টে কোন প্রোফাইল ছবিও নেই। মতামতগুলো আশ্চর্যজনকভাবে খুব সাংঘর্ষিক, যা আমাকে শিহরিত করেছে।

কিছু নেটিজেনরা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে। আইনজীবী ঝোউ লিজিন তাঁর ব্লগে বিশ্লেষণ [ম্যান্দারিন] করেছেনঃ 

事实上,北京警方现在这种(一没有对被举报人的清廉作出担保,二又突破法律对举报人追究刑责)做法,才是对党国伟光正形象的严重损伤。因为,这种做法向全体国民传递的信号是:我党的高级官员们不管是有没有贪腐,尔等小民是不能在网上公开举报的;有胆敢在网上公开举报者,记者刘虎遭遇的牢狱之灾就是你们的下场。

এমনকি, বেইজিং পুলিশের আচরণ দলটির এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছে। প্রথমত, কর্মকর্তারা যে নির্দোষ সে বিষয়ে তাঁরা নিশ্চিয়ত দিচ্ছে না। দ্বিতীয়ত, তাঁরা আইনের মাধ্যমে না যেয়ে অপরাধী নির্ভর একটি সংকেত প্রদায়ী ব্যবস্থা তৈরি করেছে। এমন একটি আচরণ সকল নাগরিককে একটি সংকেত পাঠিয়েছেঃ বয়োজ্যেষ্ঠ দলের কর্মকর্তারা দুর্নীতিবাজ হোক বা না হোক, আপনি তাঁদের অনলাইনে প্রকাশ করতে পারবেন না। যদি কেউ তা করার স্পর্ধা দেখান, তবে সে সাংবাদিক লিউ হু এর মতো জেলে পচে মরবেন। 

 টুইটারে “电车痴汉@এমআরলাওইয়াং” লিখেছেনঃ 

刘虎这事儿只能证明工商局长的后台更强大

লিউ হু এর গ্রেপ্তার হওয়া এটাই প্রমাণ করে যে, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য রাষ্ট্রীয় প্রশাসনের সহকারী পরিচালকের একটি শক্তিশালী হাত আছে। 

আরেকজন ইন্টারনেট ব্যবহারকারি লিলি লি [ম্যান্ডারিন] সরকারের দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার দৃঢ় প্রত্যয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেনঃ  

这么有正义感的记者被捕,这政府是不是真反腐已经让人看得很清楚了。

তাঁরা এমনভাবে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে, যেন তাঁদের খুব ভালো বিচার করার ধারণা আছে। এতে করে ব্যাপারটি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে যে, সরকার কি আসলেই দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি তাঁর উল্টোটা?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .