শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে নির্বাচনের একমাস আগে চিলির শিক্ষার্থীদের আন্দোলন

The Confederation of Chilean Students (Confech) called for a march on October 17 to demand free and high quality education for all Chileans. Photo shared by Prensa Opal on Facebook.

দ্যা কনফারেন্স অব চিলিয়ান স্টুডেন্টস (কনফেচ) ১৭ অক্টোবর তারিখে চিলির সব নাগরিকের জন্য বিনামূল্যে উন্নত শিক্ষার জন্য একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। ফেসবুকে ছবিটি শেয়ার করেছে প্রেন্সা অপাল। 

শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ডাকা প্রতিবাদে চিলির ছাত্ররা অংশগ্রহণ করেছে। পূর্বনির্ধারিত ১৭ নভেম্বর, ২০১৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচন এবং সংসদীয় নির্বাচনের ঠিক একমাস আগে এই প্রতিবাদ কর্মসূচীটির আয়োজন করা হয়েছে।

দেশটির জীর্ণ শিক্ষা ব্যবস্থায় যে সংস্কারের ডাক দেয়া হয়েছে, সেই চলমান সৈন্য সমাবেশেরই একটি অংশ হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচীটি।

প্রতিবাদ কর্মসূচীর আগের দিন বিশ্ববিদ্যালয়ের চিলি ছাত্র ফেডারেশন (ফেচ) একটি ভিডিও [স্প্যানিশ] পোস্ট করেছে। বিশ্বকাপ ২০১৪ তে মনোনীত হতে জাতীয় ফুটবল দলের চেষ্টার প্রতি ছাত্রদের শ্রদ্ধা নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছেঃ

কেউ বলেনি যে কাজটি খুব সহজ। গতকাল আমরা একটি বড় পদক্ষেপ নিয়েছি। তাই আজ একটি নতুন ধাপ শুরু হয়েছে। এখনও অনেকগুলো ম্যাচ জেতা বাকি। আমাদের ছাড়া আপনারা জিততে পারবেন না। ১৭ তারিখে দেখা হবে। 

নাগরিকেরা রেভলুশন ৩.০ [স্প্যানিশ] সাইটটিতে অনেক ছবি পোস্ট করেছে। প্রতিবাদ কর্মসূচীটির সরাসরি ধারা বর্ণনা দিয়েছে। তাঁরা ব্যাখ্যাও করেছেঃ 

Esta marcha tiene como fin emplazar a los nueve candidatos a la presidencia de la república, sobre las medidas que tomarían en un eventual gobierno. El vocero de la Cones, Moisés Paredes, dijo que el “llamado que se le hace a todos los candidatos es claro, acá no se necesitan consignas de que van a hacer una gran reforma educacional, sino que se necesitan propuestas claras”.

প্রজাতন্ত্রের সভাপতিত্বের জন্য মনোনীত নয় জন প্রার্থীকে একত্রিত করা এই মার্চ কর্মসূচীটির মূল লক্ষ্য। একটি নতুন সরকার গঠন করে তাঁরা যে পদক্ষেপগুলো নিবে, সে সম্পর্কে তাঁদেরকে অবহিত করা। কোনস [মাধ্যমিক ছাত্রদের জাতীয় সমন্বয়ক] – এর মুখপাত্র ময়েসেস পারেডেস বলেছেন, “সকল প্রার্থীদেরকে আমাদের দাবির কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থায় তাঁরা আমূল পরিবর্তন নিয়ে আসবেন, এমন কোন স্লোগান আমাদের দেয়ার প্রয়োজন নেই। আমাদের স্পষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা প্রয়োজন”।

টেলিসুরের রিপোর্টার রাউল মার্টিনেজ টুইট করেছেনঃ

প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ছাত্ররা সতর্কবাণী দিয়েছে যে, যদি তাঁদের দাবির কোন সুষ্ঠু সমাধান না করা হয় তবে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন।

#নসভেমসএল১৭ [স্প্যানিশ] (১৭ তারিখে দেখা হবে) এবং #মার্চায়েস্টুডিয়ানটিল [স্প্যানিশ] (ছাত্র মার্চ) হ্যাশট্যাগগুলোতে নাগরিক এবং প্রচারমাধ্যম কেন্দ্রগুলো বিভিন্ন ছবি, রিপোর্ট এবং প্রতিক্রিয়া শেয়ার করেছেঃ

কয়েক হাজার ছাত্র মার্চ করতে শুরু করেছে। 

আলামেডা [সান্টিয়াগো উপশহরের প্রধান এভিনিউ] থেকে

শিক্ষাকে মুক্ত কর, এই মাধ্যমিক বিদ্যালয় ছাত্ররা নির্যাতনকে ভয় না পেয়ে তীব্র চিৎকার করছে। ছাত্রদের মার্চে আমরা হেটে চলেছি। 

আজকের @কোনফেচ মার্চে অংশ নেওয়ার জন্য হাজার হাজার লোক রাস্তায় জমায়েত হয়েছে। ছবি তুলেছেন সাম এডোয়ারডস।

প্রতিবাদের সময় নৃশংসতার রিপোর্ট নিয়ে অন্যান্যরা প্রতিক্রিয়া জানিয়েছেঃ

ছাত্র আন্দোলনের কারনটিকে আমি সমর্থন করি। কিন্তু আবার শেষ সময়ে এসে সহিংসতা কেন? একমাত্র এই বিষয়টি নিয়ে তাঁরা কথা বলবে।&

এবং ছাত্রদের মার্চের পর একই গর্দভ, কর্তব্যকাজে অবহেলাকারী ব্যক্তিরা বিরক্ত করতে বাইরে বেরিয়ে এসেছে…খবরের জন্য একেবারে যথাসময়ে, কতোটা “কৌতূহলী” !! 

চিলির বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী, আজকের প্রতিবাদ কর্মসূচীতে ৫০ হাজার লোক অংশগ্রহণ করেছেঃ

আমরা আজ মার্চ করেছি, কারন আমরা এখনও সাহসী! ৫০ হাজার লোক রাস্তায় নেমেছে। কারন আমাদের ছাড়া কোন সংস্কার হবে না! [ছবিঃ “ছাত্ররা আমাদের সাহসী হতে শিখিয়েছে”] 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .