শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ডাকা প্রতিবাদে চিলির ছাত্ররা অংশগ্রহণ করেছে। পূর্বনির্ধারিত ১৭ নভেম্বর, ২০১৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচন এবং সংসদীয় নির্বাচনের ঠিক একমাস আগে এই প্রতিবাদ কর্মসূচীটির আয়োজন করা হয়েছে।
দেশটির জীর্ণ শিক্ষা ব্যবস্থায় যে সংস্কারের ডাক দেয়া হয়েছে, সেই চলমান সৈন্য সমাবেশেরই একটি অংশ হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচীটি।
প্রতিবাদ কর্মসূচীর আগের দিন বিশ্ববিদ্যালয়ের চিলি ছাত্র ফেডারেশন (ফেচ) একটি ভিডিও [স্প্যানিশ] পোস্ট করেছে। বিশ্বকাপ ২০১৪ তে মনোনীত হতে জাতীয় ফুটবল দলের চেষ্টার প্রতি ছাত্রদের শ্রদ্ধা নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছেঃ
কেউ বলেনি যে কাজটি খুব সহজ। গতকাল আমরা একটি বড় পদক্ষেপ নিয়েছি। তাই আজ একটি নতুন ধাপ শুরু হয়েছে। এখনও অনেকগুলো ম্যাচ জেতা বাকি। আমাদের ছাড়া আপনারা জিততে পারবেন না। ১৭ তারিখে দেখা হবে।
নাগরিকেরা রেভলুশন ৩.০ [স্প্যানিশ] সাইটটিতে অনেক ছবি পোস্ট করেছে। প্রতিবাদ কর্মসূচীটির সরাসরি ধারা বর্ণনা দিয়েছে। তাঁরা ব্যাখ্যাও করেছেঃ
Esta marcha tiene como fin emplazar a los nueve candidatos a la presidencia de la república, sobre las medidas que tomarían en un eventual gobierno. El vocero de la Cones, Moisés Paredes, dijo que el “llamado que se le hace a todos los candidatos es claro, acá no se necesitan consignas de que van a hacer una gran reforma educacional, sino que se necesitan propuestas claras”.
প্রজাতন্ত্রের সভাপতিত্বের জন্য মনোনীত নয় জন প্রার্থীকে একত্রিত করা এই মার্চ কর্মসূচীটির মূল লক্ষ্য। একটি নতুন সরকার গঠন করে তাঁরা যে পদক্ষেপগুলো নিবে, সে সম্পর্কে তাঁদেরকে অবহিত করা। কোনস [মাধ্যমিক ছাত্রদের জাতীয় সমন্বয়ক] – এর মুখপাত্র ময়েসেস পারেডেস বলেছেন, “সকল প্রার্থীদেরকে আমাদের দাবির কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থায় তাঁরা আমূল পরিবর্তন নিয়ে আসবেন, এমন কোন স্লোগান আমাদের দেয়ার প্রয়োজন নেই। আমাদের স্পষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা প্রয়োজন”।
টেলিসুরের রিপোর্টার রাউল মার্টিনেজ টুইট করেছেনঃ
Estudiantes advierten a candidatos presidenciales que si no hay soluciones a sus demandas seguirán movilizados #Chile pic.twitter.com/lHJlt1j07q
— Raúl Martínez (@RaulteleSUR) October 17, 2013
প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ছাত্ররা সতর্কবাণী দিয়েছে যে, যদি তাঁদের দাবির কোন সুষ্ঠু সমাধান না করা হয় তবে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন।
#নসভেমসএল১৭ [স্প্যানিশ] (১৭ তারিখে দেখা হবে) এবং #মার্চায়েস্টুডিয়ানটিল [স্প্যানিশ] (ছাত্র মার্চ) হ্যাশট্যাগগুলোতে নাগরিক এবং প্রচারমাধ্যম কেন্দ্রগুলো বিভিন্ন ছবি, রিপোর্ট এবং প্রতিক্রিয়া শেয়ার করেছেঃ
RT @Revolucion3_0CL: Son miles los estudiantes que comienzan a marchar este #MarchaEstudiantil #Yomarchoel17 pic.twitter.com/GaZH7gwpZt
— Revolución 3.0 (@Revolucion3_0) October 17, 2013
কয়েক হাজার ছাত্র মার্চ করতে শুরু করেছে।
Desde la Alameda #NosVemosEl17 pic.twitter.com/7oUxGLJhPs
— Comunicaciones FECh (@la_Fech) October 17, 2013
আলামেডা [সান্টিয়াগো উপশহরের প্রধান এভিনিউ] থেকে
EDUCACIÓN GRATUITA gritan estas estudiantes secundarias sin temor a la represión. SEGUIMOS EN la marcha estudiantil pic.twitter.com/vm5lZ6DSuQ
— Piensa Prensa (@PiensaPrensa) October 17, 2013
শিক্ষাকে মুক্ত কর, এই মাধ্যমিক বিদ্যালয় ছাত্ররা নির্যাতনকে ভয় না পেয়ে তীব্র চিৎকার করছে। ছাত্রদের মার্চে আমরা হেটে চলেছি।
Thousands took to the streets of Santiago for today's @confech march. Photo by Sam Edwards/ The Santiago Times pic.twitter.com/SdOWfN2rM9
— The Santiago Times (@SantiagoTimes) October 17, 2013
আজকের @কোনফেচ মার্চে অংশ নেওয়ার জন্য হাজার হাজার লোক রাস্তায় জমায়েত হয়েছে। ছবি তুলেছেন সাম এডোয়ারডস।
প্রতিবাদের সময় নৃশংসতার রিপোর্ট নিয়ে অন্যান্যরা প্রতিক্রিয়া জানিয়েছেঃ
Apoyó la causa del movimiento estudiantil pero para que caer de nuevo en incidentes q al final es de lo único q hablan #MarchaEstudiantil
— Eduardo Barrientos (@yaoxz) October 17, 2013
ছাত্র আন্দোলনের কারনটিকে আমি সমর্থন করি। কিন্তু আবার শেষ সময়ে এসে সহিংসতা কেন? একমাত্র এই বিষয়টি নিয়ে তাঁরা কথা বলবে।&
Y los tontitos, delincuentes de siempre salen a generar desórdenes tras #MarchaEstudiantil … Justo a la hora de las noticias,que “curioso”
— Rodrigo Adrián (@adrianrx) October 17, 2013
এবং ছাত্রদের মার্চের পর একই গর্দভ, কর্তব্যকাজে অবহেলাকারী ব্যক্তিরা বিরক্ত করতে বাইরে বেরিয়ে এসেছে…খবরের জন্য একেবারে যথাসময়ে, কতোটা “কৌতূহলী” !!
চিলির বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী, আজকের প্রতিবাদ কর্মসূচীতে ৫০ হাজার লোক অংশগ্রহণ করেছেঃ
Hoy marchamos porque seguimos siendo valientes! 50 mil personas en la calles. Porque sin nosotros no hay reforma! pic.twitter.com/neCldmmR0s
— Comunicaciones FECh (@la_Fech) October 17, 2013
আমরা আজ মার্চ করেছি, কারন আমরা এখনও সাহসী! ৫০ হাজার লোক রাস্তায় নেমেছে। কারন আমাদের ছাড়া কোন সংস্কার হবে না! [ছবিঃ “ছাত্ররা আমাদের সাহসী হতে শিখিয়েছে”]