- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ঈদের সময় রুশ মুসলিম ওয়েবসাইটগুলো বিকৃত করল হ্যাকাররা

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, জাতি-বর্ণ, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, দেশান্তর ও অভিবাসন, ধর্ম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রুনেট ইকো
Mosocow Muslims praying during Eid. YouTube screenshot. [1]

ঈদের দিন মস্কোতে মুসলমানদের প্রার্থনা। ইউ টিউব স্ক্রিন শট।

রাশিয়ায় গত সপ্তাহের জাতিগত দাঙ্গার [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন [2]] পরবর্তীকালে অভিবাসী বিরোধী অনুভূতি উচ্চ থাকায়, কিছু ব্যক্তি এখনও উত্তেজনা বৃদ্ধিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে। গত ১৫ অক্টোবর তারিখে রুশ মুসলমানরা ঈদ উল আযহা [3] উদযাপন করেন (রাশিয়ায় এটি কুরবান-বাইরাম নামেও পরিচিত)। এ সময় রুশ মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ওয়েবসাইটগুলো মুখের মধ্যে কোরআন ধারণকারী বিভক্ত হত্তয়া শূকরের মাথার একটি ছবির দিয়ে বিকৃত করা হয়।

ডিডস আক্রমনের পরে একটি ছোট বার্তা সহ ছবিটি রাশিয়ার মুফতি কাউন্সিল [4], মস্কোর ক্যাথিড্রাল মসজিদ [5], এবং মুফতি কাউন্সিলের প্রধান রাভিল গাইদুতদিনের [6]ব্যক্তিগত ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এই মুহূর্তে ওয়েবসাইট তিনটি অফলাইনে আছে। সেখানে লিখা আছেঃ

Здравствуйте, мусульмане. Обращаются к вам жители Москвы. Вы нас уже заебали. Мы прерасно осведомлены, что свинья является для вас грязным животным, поэтому вот вам свинка с кораном в пасти. Теперь ваше доменное имя осквернено и вы не можете больше держать тут ваш сайт. Скоро мы зароем свинок около всех ваших мечетей. Хороших праздников, хуесосы.

মুসলিম সম্প্রদায়কে অভিবাদন। মস্কোর জনগণ তোমাদের সম্বোধন করছে। আমরা ভাল করে জানি, শূকর তোমাদের জন্য একটি অপবিত্র প্রাণী। তাই এখানে মুখের মধ্যে কোরান নিয়ে একটি বাচ্চা শূকর রয়েছে। এই ডোমেইনের নাম নোংরা করা হয়েছে এবং তোমরা আর এখানে তোমাদের ওয়েবসাইট হোস্ট করতে পারবে না। খুব শীঘ্রই তোমাদের সকল মসজিদের কাছে শূকর সমাহিত করা হবে। শুভ ছুটির দিন।

An angry mob destroys property in Biryulevo, near Moscow, 13 October 2013, screenshot from YouTube. [7]

গত ১৩ অক্টোবর, ২০১৩ তারিখে মস্কোর কাছে বিরুলেভোতে একজন রাগান্বিত প্রতিবাদকারী মার্কেটের ভেতর সম্পদ ধ্বংস করছে যেখানে অনেক অভিবাসী কাজ করেন।

রাশিয়ার টুইটার সংযোগকারী টিজার্নালের [8] মতে [রুশ], আক্রমণের প্রথম খবর পাওয়া যায় [9] [রুশ] সামাজিক নেটওয়ার্ক ভিকোনটাক্টের ইভজেনি ভলনভ পাতাতে। ভলনভ রাশিয়ার প্রাঙ্কার [10] [রুশ] সম্প্রদায়ের এক সদস্য – ​​প্রাঙ্কাররা একটি সাংস্কৃতিক উপদল যারা কৌতুকপূর্ণ ফোন কল করে, রেকর্ড করে এবং ইন্টারনেটের মাধ্যমে এর ফলাফল শেয়ার করে। এই আক্রমণের সাথে ভলনভ জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে, মুফতি কাউন্সিলের আইটি কর্মীরা হামলার উৎস চিহ্নিত করতে সক্ষম হয়েছে। রিয়া নভস্তি মুফতি কাউন্সিলের প্রেস রিলিজ উদ্ধৃতি [রুশ] [11]দিয়ে বলেছেন:

[…] источник грязного и трусливого действия определен, о чем проинформированы соответствующие правоохранительные структуры

 […] অকথ্য এবং কাপুরূষচিত কথার উৎস চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে।

অতীতে রুশ জাতীয়তাবাদীদের দ্বারা মুসলিম ধর্মীয় উৎসবগুলো মধ্য এশিয়া থেকে আগত অভিবাসী এবং সেই সাথে উত্তর ককেশাস থেকে অভ্যন্তরীণ অভিবাসীদের নির্দেশ করতে “বর্ধমান হুমকি” (প্রধানত মুসলিম) হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষভাবে দুই ঈদে এরকম বাগাড়ম্বরপূর্ণ উক্তি করা হয়। কারণ, এই দিন রাশিয়ার হাজার হাজার মুসলমান রাস্তায় সমবেত হন। কখনও কখনও উদযাপনের অংশ হিসেবে খামার থেকে প্রথাগত ভাবে পশু কুরবানি করে থাকেন, যেটি স্থানীয়দের তাঁদের থেকে বিচ্ছিন্ন বা শত্রুভাবাপন্ন করে তোলে।