- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ব্লগ কার্য দিবসে মানবাধিকার বিষয়ক হাজার হাজার ব্লগ

বিষয়বস্তু: অস্ট্রেলিয়া, ইয়েমেন, জাপান, নাইজার, মিশর, হাঙ্গেরি, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, মানবাধিকার

Blog Action Day Logo [1]আজ হাজার হাজার ব্লগার মানবাধিকার বাহিনীতে যোগ দিয়েছেন। এটি হচ্ছে ব্লগ কার্য দিবস (ব্লগ অ্যাকশন ডে) [1] – যেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের একত্রিত হওয়া এবং বিশ্বব্যাপী বিভিন্ন ব্লগারদের একাত্মতায় পৌঁছার একটি বিশাল ঘটনা।

এই বছরের ব্লগ কার্য দিবসে গ্লোবাল ভয়েসেসও একটি গর্বিত অংশীদার এবং আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সদা প্রাসঙ্গিক বিষয়ক রাউন্ডের জন্য উন্মুখ হয়ে আছি। কিছু গ্লোবাল ভয়েসেস প্রদায়করা ইভেন্টটিতে অংশ নিয়েছেন এবং নীচে আপনি তাদের কিছু ব্যক্তিগত ব্লগের লিঙ্ক পাবেন।

ব্লগ কর্ম দিবসে অংশ নিতে আপনি আপনার ব্লগটিকে ব্লগ কর্ম দিবসের ওয়েবসাইটে [2]নিবন্ধন করাতে পারেন। টুইটারে ইভেন্টটি সম্পর্কে জানতে #বাড১৩, [3]#মানবাধিকার [4], #অক্টো১৬ [5] হ্যাশট্যাগগুলোতে চোখ রাখুন। 

রাইজিং ভয়েসেস | ব্লগ কার্য দিবসে নতুন কণ্ঠ [15]


এই পোস্টে নতুন ব্লগ ​​প্রকাশিত হলেই আপডেট করা হবে।