ভিডিওঃ কৃষকদের সাথে একাত্মতা প্রকাশ করে কলম্বিয়ান শিল্পীদের গান

Image from music video. Photo shared by Papa con Yuca on Facebook

মিউজিক ভিডিও থেকে নেওয়া ছবি। ছবিটি পাপা কোন ইয়কা ফেসবুকে শেয়ার করেছে। অনুমতি ক্রমে ব্যবহৃত।

কলম্বিয়ান শিল্পীরা তাদের কৃষকদের সমর্থনে একত্রিত হয়েছেন, যারা সরকারের কৃষি নীতি প্রতিরোধে সাড়া দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

যদিও সরকার এবং কৃষকদের মধ্যে গত সেপ্টেম্বরে জাতীয় আপস টেবিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিবাদ দমানো সম্ভব হয়েছিল, কিন্তু ভূমি অধিকারের জন্য কৃষকদের সংগ্রাম চলতে থাকে।

গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক রবার্ট ভ্যালেন্সিয়া বিশ্ব নীতি ব্লগে ব্যাখ্যা করেছেন, “কলম্বিয়ায় মুক্ত বাজার সংস্কারের ফলে কৃষকদের জীবন কঠিন হয়েছে বলে তারা অভিযোগ করেছে।”

বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মত দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অন্যান্য অনুরূপ চুক্তির অঙ্গীকারের ফলে তাঁরা তাঁদের দোষারোপ করছে।

[…]

যদিও কলাম্বিয়ার অর্থনীতি গত শেষ দশকে অটলভাবে উত্থিত হয়েছে, কিন্তু গ্রামীণ পরিবারের গড় আয় শহুরে পরিবারের চেয়ে তিন গুন কম হয়েছে। অধিকাংশ কাম্পেশন্স (স্প্যানিশ ভাষায় কৃষক) সবচেয়ে সস্তা সার ও অন্যান্য কৃষি পণ্য, যেমন কৃষি ব্যাংক থেকে সস্তা ক্রেডিট এবং জমির মালিকানার গণতন্ত্রীকরণ দাবী করেছেন। 

পাপা কোন ইয়কা নামের (“ইউকা মানে আলু”) অধীনে শিল্পীদের একটি গ্রুপ কৃষকদের সংগ্রাম সম্পর্কে একটি গান লিখেছিলেন এবং ইউ টিউবে তা শেয়ার করেছেনঃ

রিদম ও রুট ব্লগ ভিডিওটি এবং পাপা কোন ইয়কা উদ্যোগ সম্পর্কে লিখেছেন: 

সরকার সম্প্রতি খামার নেতাদের সঙ্গে যখন একটি চুক্তিতে আসেন, বিক্ষোভকারীরা তখন ভূমি অধিকারের বিরোধটি সামনে নিয়ে আসেন। তুরস্ক ও ব্রাজিলের অনুরূপ হিসেবে আন্দোলনটি বিশ্বব্যাপী মিডিয়া কভারেজ না পেলেও কলাম্বিয়ান প্রতিবাদকারীরা তাদের সার্বজনীনতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। দেশব্যাপী পরিবর্তনের জন্য ডাকা একটি জাতীয় আহ্বানের মধ্য দিয়ে কৃষকদের বিক্ষোভ আন্দোলনটির সূচনা হয়। শিক্ষার্থীরা প্রহরীর মতো কৃষকদের পাশে দাঁড়িয়ে যাওয়ার পর সঙ্গীতজ্ঞ, শিল্পী, ভিডিও প্রযোজক এবং ব্লগারদের একটি গ্রুপ এই জনস্রোতে #ইয়োকুইয়ারপাপাকোনইয়কা এর মাধ্যমে তাদের একাত্মতা ঘোষণা করেছেন। 

পোস্টটিতে আরও লিখা হয়েছেঃ 

প্রকল্পটি কলম্বিয়ার সমৃদ্ধ কৃষি ঐতিহ্য উদযাপন করে এবং একটি অনু স্মারক হিসেবে রয়ে যায় যে, বিক্ষোভ শেষ হলেও, পরিবর্তনের জন্য চাপ এখনও বিদ্যমান। ইয়ো কুইয়ার পাপা কোন ইয়কা’র মতেঃ

আগামীকাল থেকে পরিবর্তনের সময় আর হাতে নেই, আজই পরিবর্তন সূচিত হোক!!! 

#ইয়োকুইয়ারপাপাকোনইয়কা হ্যাশট্যাগের অধীনে ভিডিও শেয়ার এবং এর পক্ষে কথা বলে টুইটারে কলাম্বিয়ানরা কৃষকদের সাথে তাদের সংহতি প্রকাশ করেছেনঃ

কারণ, আমি আলমারির উপর ট্রান্সজেনিক প্যাকেজের একটি গুচ্ছের বদলে স্বাবলম্বী হতে শুরু করা পরিবারকে বেশি পছন্দ করি।  

আন্দোলন চলছে। কলম্বিয়া প্রতিরোধ। কৃষকরা বিক্ষোভ করছে। রাজনীতিবিদরা তা নিপূণভাবে পরিচালনা করছেন। 

এর মানে শান্তিপূর্ণভাবে কলাম্বিয়ান কৃষকদের উপর প্রভাবিত বিষয় নিয়ে প্রতিবাদী হওয়া। 

কলাম্বিয়ান কৃষকদের এবং আমাদের নিজেদের মর্যাদার জন্য। 

আমাদের স্থানীয় সম্পদ উদ্ধার করতে শিল্প কলা একটি হাতিয়ার।

আপনি টুইটার [স্প্যানিশ ভাষায়] এবং ফেসবুকের [স্প্যানিশ ভাষায়] মাধ্যমেও পাপা কোন ইয়কা অনুসরণ করতে পারেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .