- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ ব্রাজিলে উন্মুক্ত ইন্টারনেটের জন্য যুদ্ধ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আইন, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, জিভি অভিব্যক্তি, জিভি এডভোকেসী

আপনি কি ইন্টারনেটে বাক স্বাধীনতা সমর্থন করেন? অনলাইনে আপনার গোপনীয়তা কতটুকু? আপনার এই অধিকারগুলোকে হুমকিতে না ফেলে বরং রক্ষা করতে সরকার যদি একটি আইন পাশ করে তাহলে কেমন হবে?

ব্রাজিলিয়ান ডিজিটাল অধিকার আইনজীবী মার্কো সিভিল ডা ইন্টারনেট নামের একটি আইন পাসের জন্য বছরের পর বছর ধরে কাজ করা যাচ্ছেন, যেটি ইন্টারনেটে মানুষের মূল অধিকার ও স্বাধীনতাসমূহকে রক্ষা করবে।

মার্কিন সরকারের নজরদারি প্রোগ্রাম এই ইস্যুতে নতুন গতি এনেছে, যখন সুশীল সমাজ এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফের কাছে থেকেও এ ব্যাপারে সমর্থন পাওয়া গেছে।

এই সপ্তাহের জিভি অভিব্যক্তিতে আমাদের এডভোকেসী সম্পাদক ইলেরি বিদ্দেল(@ইলেরিবিদ্দেল [1]) এই বিষয়ে নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে জিভি লেখক রাফায়েল সাভকো [2] (@সাভকো [3]), ক্যারোলিনা রুসিনি [4] (@ক্যারোলিনারুসিনি [5]) এবং বিলটির একজন মূল উত্থাপক জোয়ানা ভেরন [6](@জোয়ানা_ভেরন [7]) অংশগ্রহণ করেন।