ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, ইরানিদের জিনস পরার অনুমতি নেই। তার এই মন্তব্যে ইরানিরা তাঁকে ভীষণ ব্যাঙ্গ করেছে। বিভিন্ন পোস্ট, টুইট এবং ছবি দিয়ে বলতে গেলে তাঁরা ইন্টারনেট ভাসিয়ে দিয়েছে।
শনিবারে, বিবিসি ফার্সীর একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “যদি ইরানের লোকেদের স্বাধীনতা থাকতো, তবে তাঁরা নীল জিনস পরতে পারতো, পাশ্চাত্যের গান শুনতে পারতো এবং সেখানে মুক্তভাবে নির্বাচন হতো”।
ইরানি বংশোদ্ভূত ইসরাইলী মধ্যপ্রাচ্য বিশ্লেষক মীর জাভেদানফার বলেছেন, “ইরান সম্পর্কে তিনি এ কথাগুলো যখন বলছিলেন, তখন তিনি সম্ভবত সাবেক সোভিয়েত ইউনিয়ান সময়কার কথা চিন্তা করছিলেন”।
এটি #ইরানজিনস বনাম নেতানিয়াহু।
টরোন্টো ভিত্তিক একজন ব্লগার এবং সাইবার সক্রিয় কর্মী আরাশ কামাঙ্গির টুইট করেছেনঃ
#IranJeans the new face of the Iranian use of the web. Maintains criticism of the Iranian state and defends own identity at the same time.
— Arash Kamangir (@Kamangir) October 6, 2013
ইরানিদের ওয়েব ব্যবহারের একটি নতুন চেহারা হচ্ছে #ইরানজিনস। এটি ইরানি রাষ্ট্রের সমালোচনা করে এবং একই সময়ে নিজস্ব পরিচয়ও রক্ষা করে।
জিনস বিক্রয় করা হয় এমন একটি দোকানের একটি ছবি প্রকাশ করে ইরানের একজন প্রোজেক্ট ম্যানেজার ইরিক্স লিখেছেনঃ
Mr. @netanyahu, here is a shop selling weapons of mass destruction in #Iran. #jeans (Photo:Mehr) 🙂 pic.twitter.com/Dhs79Vg7o5
— iiriix (@iiriix) October 6, 2013
জনাব @নেতানিয়াহু, এটি #ইরানে গণবিধ্বংসী অস্ত্র বিক্রয়ের একটি দোকান। #জিনস (ছবিঃ মেহের)
নিমা সিরাজি উল্লেখ করেছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানিকে ইসরাইলী প্রেসিডেন্ট “ভেড়ার কাপড় পরিহিত একটি নেকড়ে” বলে সম্বোধন করেছেন। তিনি টুইট করেছেনঃ
For Netanyahu Iranians are either wolves in wolf's clothing or in sheep's clothing who can't wear #jeans. But really: pic.twitter.com/hkXlQLp072
— Nima Shirazi (@WideAsleepNima) October 7, 2013
নেতানিয়াহু মনে করেন, ইরানিরা হয় নেকড়ের পোশাকধারী নেকড়ে অথবা ভেড়ার পোশাকধারী নেকড়ে, যারা #জিনস পরতে পারে না।
হহহহহন, আভি, ডি বলেছেন, তিনি নেতানইয়াহুর জিনসের মাপ জানতে চেয়ে টুইট করেছেনঃ
Iwas thinking to send a per of (Iran Tafteh'jeans) Iranian made jeans to Mr Netanyahu. Any one knows his size ??? #IranJeans
— N,avi,D (@Divan_M) October 7, 2013
আমি ভাবছিলাম, জনাব নেতানিয়াহুকে ইরানে তৈরি (ইরান তাফতেহ’স জিনস) একজোড়া জিনস পাঠাবো। কেউ কি তাঁর মাপ জানেন ??? #ইরানজিনস
ব্লগার ফ্রিডমসিকারের আরেকটি চিন্তা আছে। তিনি একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে নারীরা যা পরিধান করেছে তাঁর জন্য ইরানি পুলিশ তাঁদের রাস্তায় থামাচ্ছে। ব্লগার দৃঢ়কন্ঠে বলেছেন [ফার্সী], “আমি এখন লুকিয়ে পাশ্চাত্য পপ গান শুনছি”।
আরেকজন ব্লগার আন্দারবাব লিখেছেন [ফার্সী], আমি ইসরাইলি প্রধানমন্ত্রীর পক্ষে নই। ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেত্রে তাঁর সমস্যা হচ্ছে পারমাণবিক বোমা নিয়ে এবং ইরানের জনগণ নিয়ে তাঁর কোন মাথা ব্যথা নেই। কিন্তু আধা-দাপ্তরিক ইশনা নিউজে একটি প্রবন্ধ প্রকাশিত [ফার্সী] হয়েছে। সেখানে একজন চলচ্চিত্র বিশেষজ্ঞ দাবি করেছেন, তিনি জিনস পরিহিত ছিলেন বলে টেলিভিশনে তাঁর ছবি দেখানো হয়নি।
1 টি মন্তব্য
very nice. Please also visit http://www.bdinfolive.com