নিজেকে প্রকাশ করুন: মানবাধিকারের উপর ব্লগ কর্ম দিবস!

Human rights

 মানবাধিকার দিবসে ফ্লিকারে আলোকিত হবার একটি ছবি। 

সেই ২০০৭ সাল থেকেই ব্লগ কর্ম দিবস বিশ্বব্যাপী বিভিন্ন স্থানের ব্লগারদের একটি মূলমন্ত্রের উপর আসার আহ্বান জানিয়েছেঃ এক দিন, এক বিষয়, হাজার হাজার আওয়াজ। এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার – এবং দিনটি হচ্ছে ১৬ অক্টোবর। ব্লগার, পডকাস্টার এবং অন্যদের যৌথ প্রচেষ্টায় সেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরা হবে – এবং একজনকে ব্যবহারের চেয়ে মানবাধিকারকে তুলে ধরার ক্ষেত্রে আর কি ভাল উপায় হতে পারে: “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”(মানবাধিকার ঘোষণা, প্রবন্ধ ২০)

গ্লোবাল ভয়েসেসে আমরা প্রায়ই মানবাধিকার, বিশেষ করে সেন্সরশিপ, নজরদারি এবং অনলাইনে বাক স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা এবং কথা বলার জন্য একটি দিনকে উত্সর্গ করার অপেক্ষায় থাকলাম যেটি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়।

২০১৩ সালে ১১৪ টি দেশ থেকে ১,৩৭৭ টি ব্লগ এ পর্যন্ত ​​ব্লগ ​​অ্যাকশন ডে’তে অংশ নিতে নিবন্ধিত হয়েছে। আজই আপনার ব্লগ নিবন্ধন করুন এবং বিশ্বব্যাপী কথোপকথনে যোগ দিন! এই বছরের জন্য ট্যাগগুলো হচ্ছে #বাড১৩, #মানবাধিকার, # ১৬অক্টোবর।

স্বাভাবিকভাবেই, আমরা সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেসের লেখকদের অবদানসমূহের তালিকা প্রস্তুত করা যাবো – সঙ্গে থাকুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .