সৌদি আরব শুধুমাত্র নারীদের গাড়ি চালনা নিষিদ্ধই করেনি বরং নারীদের গাড়ি চালাতে আহ্বান জানানোর জন্য তৈরি করা ওয়েবসাইটটিও বন্ধ করে দিয়েছে।
গত ২১ সেপ্টেম্বরে সৌদি নারী সক্রিয় কর্মীরা ২৬ অক্টোবর প্রচারণা নামে একটি ওয়েবসাইট চালু করেছিল। গোড়া সৌদি রাজতন্ত্রে নারীদের গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়, সেই দাবিতে ওয়েবসাইটটিতে একটি ঘোষণা দেয়া হয়। ২৯ সেপ্টেম্বরে কোনরকম ব্যাখ্যা না দিয়েই (অবশ্য তাঁরা কখনোই কোন ব্যাখ্যা দেয় না) কর্তৃপক্ষ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। কিন্তু ওয়েবসাইটটি জোর করে বন্ধ করে দেয়ার আগেই ঘোষণাটিতে ১৩ হাজারেরও বেশি স্বাক্ষর পাওয়া গিয়েছিলঃ
Oct 26th Women Driving Campaign Blocked in Saudi تم حجب صفحة #قيادة_26اكتوبرhttp://t.co/vHOmyPY9Ey
— EmanAlNafjanأم شادن (@Saudiwoman) September 29, 2013
২৬ অক্টোবর সৌদিতে নারীদের গাড়ি চালনা প্রচারাভিযানটি বন্ধ করে দেয়া হয়েছে।
নিষিদ্ধকরন প্রক্রিয়াটিকে বোকা বানাতে, সক্রিয় কর্মীরা খুব শীঘ্রই আরেকটি আয়না ওয়েবসাইট চালু করেছেঃ
الان حتى موقع http://t.co/8WrfejrKzU اصبح فعال وبإمكانك التوقيع هناك! #قيادة_26اكتوبر We created another site instead of the blocked one!
— EmanAlNafjanأم شادن (@Saudiwoman) October 2, 2013
বন্ধ করে দেয়া ওয়েবসাইটির পরিবর্তে আমরা অন্য আরেকটি তৈরি করেছি!
কিন্তু গত ৭ অক্টোবর কর্তৃপক্ষ আয়না ওয়েবসাইটিও বন্ধ করে দিয়েছেঃ
Now the mirror site for the Oct26 Women Driving campaign that was created after original was blocked by gov is blocked too!
— EmanAlNafjanأم شادن (@Saudiwoman) October 7, 2013
আগামী ২৬ অক্টোবর নারীদের গাড়ি চালনার উপর প্রচারাভিযানটির জন্য তৈরি করা ওয়েবসাইটটি বন্ধ করে দেয়ার পর যে আয়না ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল, সেটিও এখন সরকার বন্ধ করে দিয়েছে!
বিশেষকরে পশ্চিমা প্রচার মাধ্যমে কথা বলার সময় সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তারা নারীদের গাড়ি চালনার ব্যাপারে সবসময় জোর দিয়ে বলেন, তাঁরা কেবলমাত্র সামাজিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছেন। এধরনের কার্যকলাপে এটাই প্রমাণিত হয় যে নারীদের আন্দোলন রুখতে সরকার একটি সক্রিয় ভূমিকা পালন করছে।