আগামী ২৬ অক্টোবর, ২০১৩ তারিখে হাজার হাজার সৌদি নারী গাড়ি চালানোর উপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাকে তুচ্ছ করার শপথ নিয়েছেন।
জিভি অভিব্যক্তির এই সপ্তাহের সংস্করণে আমরা জেদ্দা ভিত্তিক ব্লগার এবং লেখক ও এই প্রচারাভিযানের পেছনের একজন সক্রিয় কর্মী তামাদর আলামি’র সাথে সাক্ষাৎ করেছি।
আমরা সেই প্রচারাভিযান এবং সৌদি আরবে নারীদের বেঁচে থাকা নিয়ে কথা বলব। তারা কীভাবে যাজকদের পরিচালনা করেন, যারা অতি সম্প্রতি বলেছেন, “আমরা দেখেছি, যেসব নারী একটানা গাড়ি চালান তাঁদের অধিকাংশই বিভিন্ন মাত্রার ক্লিনিকাল কর্মহীন সন্তান প্রসব করেন।”
জিভি অভিব্যক্তি পরিচালনা করেছেন আমাদের ব্যবস্থাপনা সম্পাদক সোলানা লারসেন এবং সহ-সম্পাদক সাহার হাবিব গাজী।
আরও পড়ুনঃ
সেপ্টেম্বর ২০১৩ মহিলাদের কেন গাড়ি চালানো উচিৎ নয় তা বোঝাতে সৌদি ধর্মীয় নেতারা গ্রাউন্ড অবিচ্ছিন্ন জ্ঞান বিতরণ করছেন
সেপ্টেম্বর ২০১৩ ২৬ অক্টোবরঃ নারীদের গাড়ি চালানোর ওপর সৌদি নিষেধাজ্ঞার একটি দিন
অক্টোবর ২০১২ সৌদি আরবঃ সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার উইমেন২ড্রাইভ
নভেম্বর ২০১১সৌদি আরবঃ নারী গাড়ি চালককে শাস্তি হিসেবে প্রদান করা ১০ বার চাবুক মারার রায়ের বিরুদ্ধে ক্ষোভ
জুন ২০১১ সৌদি আরবঃ গাড়ি চালানো মেয়েরা
জুন ২০১১ সৌদি আরবঃ গাড়ি চালানোর জন্য নারী গ্রেফতার
মে ২০১১ সৌদি আরবঃ জেদ্দায় নারীদের গাড়ি চালানো বিষয়ক আইনকে এক নারীর চ্যালেঞ্জ