পেরুঃ আরেকুইপার আকারিতে ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

গত ২৫শে সেপ্টেম্বর পেরুর মধ্য ও দক্ষিণাঞ্চলে সকাল ১১ টা ৪৩ মিনিটে রিকটার স্কেলে একটি ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় পরে যা ৭ মাত্রায় উন্নীত হয়। দ্যা ইউএসজিএস – এর হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি স্থলের কেন্দ্রের ঠিক উপরেই ছিল আরেকুইপা অঞ্চলের আকারি এলাকাটি।

কিছু প্রচার মাধ্যম স্বল্প-মাত্রার ক্ষয়ক্ষতি [স্প্যানিশ] সম্পর্কে রিপোর্ট করেছে। যেমন কিছু পাথরের চাকতি দক্ষিণের পানামেরিকানা মহাসড়কটি বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সেখান থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সেখানে বিকল হয়ে যাওয়া টেলিফোন লাইন নিয়ে রিপোর্ট করা হয়েছে। অনুমান করা হচ্ছে, আক্রান্ত এলাকাতে পরিবার পরিজন সহ আটকে পরা লোকেদের ফোন কলের আধিক্য হচ্ছে লাইন ধ্বসে পরার কারন। আকারির মেয়র কারলোস মেজিয়া কুইস্পি এই অংশের জন্য বলেছেন [স্প্যানিশ], ঘরবাড়ি ও বিদ্যালয়গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানের অবকাঠামোগুলোতে ফাটল ধরেছে। তবে আকারি যে প্রদেশের একটি অংশ, সেখানের অর্থাৎ কারাভেলির মেয়র, লোক নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন।

বরং টুইটার কভারেজ বেশ দ্রুত পাওয়া গেছে; এখানে কিছু রিপোর্ট দেয়া হলঃ

ভূমিকম্পটি ঘটেছে সকাল ১১ টা ৪২ মিনিট ৪০ সেকেন্ডে। রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল লোমাসের (আরেকুইপা) দক্ষিণ দিকে প্রায় ৬.৯ ডিগ্রী, যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

প্রতিবেশীগণ, ভূমিকম্পটি বরং দীর্ঘ ছিল। 

আরেকুইপাতে ভূমিকম্প নিয়ে রেডিও ইয়ারাভি এবং রেডিও মেলোডিয়া সরাসরি রিপোর্ট করেছে।

এলাকাটি থেকে পরে কিছু প্রচার মাধ্যম, অডিও [স্প্যানিশ] এবং ভিডিওর [স্প্যানিশ] মাধ্যমে রিপোর্টগুলো ছড়িয়ে দিয়েছে। আকারি থেকে কিছু ছবি এবং রিপোর্ট, টুইটারের মাধ্যমেও এসেছেঃ 

কারিটেরাস থেকে পুলিশ চালায় পাহাড় ধ্বসের খবর নিশ্চিত করেছে। 

পালকা থেকে একজন স্থানীয় লোকজন প্রচন্ড ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ভেঙ্গে যাওয়ার রিপোর্ট করেছে। 

আকারিতে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ছবি 

আকারির একটি জেলাতে ভূমিকম্পের কারনে বাড়িগুলোর ভেঙ্গে যাওয়া দেয়াল এবং ভাঙা কাঁচের টুকরা।  

যদিও এই ভূমিকম্পের ফলে একটি সুনামিও আঘাত হানে [স্প্যানিশ], কিছু রিপোর্টে পেরুর সমুদ্র তীরে কিছু অস্বাভাবিকতা  নির্দেশিত হয়েছেঃ 

আরেকুইপা থেকে একজন স্থানীয় লোকের দেয়া রিপোর্ট অনুযায়ী, মোলেন্টোতে প্রচন্ড ঢেউ দেখা গেছে।

লিমাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। যদিও সেখানে তাঁর মাত্রা বেশ কম ছিল; তথাপি, তাঁদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হয়েছেঃ

আরেকুইপাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পের পর ডান ইসিড্রোতে কর্মরতরা কর্মস্থল ত্যাগ করে।

ভূমিকম্প… 

দেশটির অন্যান্য শহর থেকেও রিপোর্ট করা হয়েছেঃ 

ভূমিকম্প প্রবণ এলাকা চিনচাতে তীব্রভাবে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে আনন্দের বিষয় সেখান থেকে কোন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

কুসকোর শহরে ভূমিকম্প। 

হুয়ানকায়োতে আমি তৃতীয় তলায় ছিলাম এবং সেখানে ভূমিকম্প টের পেয়েছি… 

পেরুর দক্ষিণাঞ্চলের প্রতিবেশী, চিলিতেও ভূমিকম্পটি অনুভূত হয়ঃ

আরেকুইপার ভূমিকম্পে চিলির কিছু অঞ্চলও কেঁপে উঠেছিল।

পেরুতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; আরিকাতেও এটি অনুভূত হয় এবং সেখানে এটির মাত্রা ছিল ৩। 

জুয়ান আরেলানোর ব্লগ গ্লোবালাইজাডো [স্প্যানিশ] – তে প্রকৃত পোস্টটি প্রকাশিত হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .