গত ২৫শে সেপ্টেম্বর পেরুর মধ্য ও দক্ষিণাঞ্চলে সকাল ১১ টা ৪৩ মিনিটে রিকটার স্কেলে একটি ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় পরে যা ৭ মাত্রায় উন্নীত হয়। দ্যা ইউএসজিএস – এর হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি স্থলের কেন্দ্রের ঠিক উপরেই ছিল আরেকুইপা অঞ্চলের আকারি এলাকাটি।
কিছু প্রচার মাধ্যম স্বল্প-মাত্রার ক্ষয়ক্ষতি [স্প্যানিশ] সম্পর্কে রিপোর্ট করেছে। যেমন কিছু পাথরের চাকতি দক্ষিণের পানামেরিকানা মহাসড়কটি বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সেখান থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সেখানে বিকল হয়ে যাওয়া টেলিফোন লাইন নিয়ে রিপোর্ট করা হয়েছে। অনুমান করা হচ্ছে, আক্রান্ত এলাকাতে পরিবার পরিজন সহ আটকে পরা লোকেদের ফোন কলের আধিক্য হচ্ছে লাইন ধ্বসে পরার কারন। আকারির মেয়র কারলোস মেজিয়া কুইস্পি এই অংশের জন্য বলেছেন [স্প্যানিশ], ঘরবাড়ি ও বিদ্যালয়গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানের অবকাঠামোগুলোতে ফাটল ধরেছে। তবে আকারি যে প্রদেশের একটি অংশ, সেখানের অর্থাৎ কারাভেলির মেয়র, লোক নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন।
বরং টুইটার কভারেজ বেশ দ্রুত পাওয়া গেছে; এখানে কিছু রিপোর্ট দেয়া হলঃ
El sismo ocurrió a las 11:42:40 La magnitud fue de 6.9 º al sur de las Lomas (Arequipa) con una profundidad de 30 Km pic.twitter.com/Vy5FOJtmYG
— Agencia Andina (@Agencia_Andina) September 25, 2013
ভূমিকম্পটি ঘটেছে সকাল ১১ টা ৪২ মিনিট ৪০ সেকেন্ডে। রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল লোমাসের (আরেকুইপা) দক্ষিণ দিকে প্রায় ৬.৯ ডিগ্রী, যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
Ese temblor estuvo algo largo, vecinos #Arequipa
— Diego de la Cruz (@cruzpe) September 25, 2013
প্রতিবেশীগণ, ভূমিকম্পটি বরং দীর্ঘ ছিল।
Radio Yaraví http://t.co/JO9xiEb1yI y Radio Melodía http://t.co/yT6BlfwjoI reportan en vivo sobre movimiento en Arequipa.
— Manuel Igreda (@Elmejormanuel) September 25, 2013
আরেকুইপাতে ভূমিকম্প নিয়ে রেডিও ইয়ারাভি এবং রেডিও মেলোডিয়া সরাসরি রিপোর্ট করেছে।
এলাকাটি থেকে পরে কিছু প্রচার মাধ্যম, অডিও [স্প্যানিশ] এবং ভিডিওর [স্প্যানিশ] মাধ্যমে রিপোর্টগুলো ছড়িয়ে দিয়েছে। আকারি থেকে কিছু ছবি এবং রিপোর্ট, টুইটারের মাধ্যমেও এসেছেঃ
Policía de Carreteras confirma desplome de cerro en Chala, #Arequipa http://t.co/9OZygzk6Vc
— Diario La República (@larepublica_pe) September 25, 2013
কারিটেরাস থেকে পুলিশ চালায় পাহাড় ধ্বসের খবর নিশ্চিত করেছে।
#Arequipa: poblador de Palca informó que caserío quedó aislado por fuerte #sismo http://t.co/zhvDoQIZzz [VIDEO]
— AméricaNoticias.pe (@noticiAmerica) September 25, 2013
পালকা থেকে একজন স্থানীয় লোকজন প্রচন্ড ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ভেঙ্গে যাওয়ার রিপোর্ট করেছে।
@PanamericanaTV imagen de casa destruida en Acari pic.twitter.com/fySz0raJmR
— Godo Ramos (@godoramos) September 25, 2013
আকারিতে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ছবি
Paredes rajadas y vidrios rotos de viviendas causó sismo en distrito de #Acarí http://t.co/9KWWNycjZZ
— Agencia Andina (@Agencia_Andina) September 25, 2013
আকারির একটি জেলাতে ভূমিকম্পের কারনে বাড়িগুলোর ভেঙ্গে যাওয়া দেয়াল এবং ভাঙা কাঁচের টুকরা।
যদিও এই ভূমিকম্পের ফলে একটি সুনামিও আঘাত হানে [স্প্যানিশ], কিছু রিপোর্টে পেরুর সমুদ্র তীরে কিছু অস্বাভাবিকতা নির্দেশিত হয়েছেঃ
Mollendo RT @terrape: #Sismo: Marea intensa se registra en Mollento, según reporta un poblador de #Arequipa http://t.co/ouKaAm82Ad (vía RPP)
— Marco Ascencio (@DYORKOS) September 25, 2013
আরেকুইপা থেকে একজন স্থানীয় লোকের দেয়া রিপোর্ট অনুযায়ী, মোলেন্টোতে প্রচন্ড ঢেউ দেখা গেছে।
লিমাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। যদিও সেখানে তাঁর মাত্রা বেশ কম ছিল; তথাপি, তাঁদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হয়েছেঃ
#AlertaNoticias Trabajadores de empresas en Dan Isidro Evacuaron tras Sismo de 6.8 dado en Arequipa pic.twitter.com/gdRD5XotUg — Cecilia Gonzales (@_CeciliaGF) September 25, 2013
আরেকুইপাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পের পর ডান ইসিড্রোতে কর্মরতরা কর্মস্থল ত্যাগ করে।
Temblor… pic.twitter.com/NOaU9b1Qvv — Milagro de Maria (@gatito_de_chifa) September 25, 2013
ভূমিকম্প…
দেশটির অন্যান্য শহর থেকেও রিপোর্ট করা হয়েছেঃ
@noticiAmerica En Chincha, zona sísmica se sintió fuerte, felizmente no se conocen daños materiales ni personales — roger yataco (@yatacorogers) September 25, 2013
ভূমিকম্প প্রবণ এলাকা চিনচাতে তীব্রভাবে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে আনন্দের বিষয় সেখান থেকে কোন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
Temblor en la ciudad del Cusco. — cuscoenportada (@CuscoEnPortada) September 25, 2013
কুসকোর শহরে ভূমিকম্প।
@elcomercio Estoy en un segundo piso en Huancayo y se dejó sentir el temblor… — jhon lopez pacheco (@jhonytolopez) September 25, 2013
হুয়ানকায়োতে আমি তৃতীয় তলায় ছিলাম এবং সেখানে ভূমিকম্প টের পেয়েছি…
পেরুর দক্ষিণাঞ্চলের প্রতিবেশী, চিলিতেও ভূমিকম্পটি অনুভূত হয়ঃ
Regiones de #Chile fueron sacudidos por el #sismo en #Arequipa http://t.co/6WEBOGn6jx via @RadioNacional #hmrd — Humanity Road (@HumanityRoad) September 25, 2013
আরেকুইপার ভূমিকম্পে চিলির কিছু অঞ্চলও কেঁপে উঠেছিল।
Temblor grado 7 en el Peru, en Arica se sintio y fue 3 grados,
— Anastasia de Grey (@IshaArica) September 25, 2013
পেরুতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; আরিকাতেও এটি অনুভূত হয় এবং সেখানে এটির মাত্রা ছিল ৩।
জুয়ান আরেলানোর ব্লগ গ্লোবালাইজাডো [স্প্যানিশ] – তে প্রকৃত পোস্টটি প্রকাশিত হয়েছে।