ফিলিপাইনের একটি প্রদেশে একটি বন্দী পাওয়িকানকে (সামুদ্রিক কচ্ছপ) মুক্ত করতে চেঞ্জ.অর্গ – এর আবেদন স্থানীয় কর্মকর্তাদের রাজী করাতে সফল হয়েছে। পাওয়িকান বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে।
রোচেলে প্রাডোর উদ্যোগে করা এই আবেদনটিতে ১ হাজার ৫ শতেরও বেশি লোক স্বাক্ষর করেছেঃ
…কচ্ছপ দ্বীপে গুইমারাস নামের একটি কচ্ছপটিকে বেঁধে রাখা হয়েছে। যদি জন প্রতি পর্যটক ৫ পেসো করে দেয় তবে এটিকে শুধুমাত্র ছবি তোলার জন্য মুক্ত করা হয়। তাঁদের চারপাশের অঞ্চলের ভেতরে, বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর জন্য স্থানীয়রা সবচেয়ে ভালো তত্ত্বাবধায়ক। এই বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে মুক্তভাবে বিচরন করতে দেয়া এবং এগুলোর প্রাকৃতিক বাসস্থানে কোন রকম বিরক্ত না করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখনও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।
… কচ্ছপটিকে মুক্ত করুন। এবং আশ্বস্ত করুন যে, এধরনের চর্চা আর করা চলবে না। কচ্ছপ দ্বীপের অধিবাসীদের সাথে নিয়ে এগুলোর সমুদ্র ও সামুদ্রিক জীবনকে সংরক্ষণ এবং সুরক্ষা করতে যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে সেগুলোতে হাতে হাত রেখে কাজ করবেন।
কচ্ছপটিকে মুক্ত করে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ বিভাগের জেস ভাগো তাৎক্ষনিকভাবে এই আবেদনে সাড়া দেনঃ
…আমি খুব বিস্মিত হয়েছি যে, আবেদনকারী রোচেলে প্রাডো আমার দপ্তরে যোগাযোগ না করা সত্ত্বেও আবেদনটি ছড়িয়ে পড়েছে। এর জন্য আপনাকে আমার ধন্যবাদ দেয়া উচিৎ। কারন আবেদনটির মাধ্যমে যদি তাগাদা দেয়া না হতো, তবে আমার দপ্তরের মর্যাদা ক্ষুণ্ণ হত।
… অভিযুক্ত কচ্ছপ দ্বীপটি এমন একটি জায়গা, যা প্রদেশটির দাপ্তরিক মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। পরোক্ষভাবে উল্লেখ করা এই দ্বীপটি আসলে মূল ভূখন্ডেরই একটি অংশ।
চেঞ্জ.অরগ সুখবরটির বিষয়ে রিপোর্ট করেছেঃ
বিজয়! চেঞ্জ.অর্গ – এর ফিলিপাইন আবেদনের উদ্যোক্তা রোচেলে প্রাডোকে অভিনন্দন। তাঁর প্রচেষ্টায় এবং অন্য আরো ১ হাজার ৬ শত ৪৫ জনের সাহায্যের কারনে দ্যা ডিইএনআর প্রটেক্টেড এরিয়াস এবং বন্যপ্রাণী ব্যুরো (পিএডব্লিউবি) বন্দী কচ্ছপ দ্বীপ পাওয়িকানকে মুক্ত করে দিয়েছে। এটি এতোদিন টাকার বিনিময়ে ছবি তোলার জন্য ব্যবহৃত হতো।
দ্বীপটির বাসিন্দাদের জন্য একটি বিকল্প জীবিকা নির্ধারনের বন্দোবস্ত করা উচিৎ। মিনারভা গ্লিন্ড্রোর মতেঃ
সরকারের এমন কিছু কার্যক্রম হাতে নেয়া উচিৎ, যা স্থানীয়দেরকে তুলনামূলকভাবে একটি ভালো জীবনযাপন করতে সাহায্য করবে। এটি যেন তাঁদেরকে নিজেদের বাস্তুতন্ত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে গড়ে তোলে। শুধুমাত্র কচ্ছপ মুক্তকরনের মাধ্যমে এই চক্রকে দমানো যাবে না।
রিন মাইকেল রিসুরেশন, পরিবেশ আইনের বাস্তবায়নের কথা বলেছেনঃ
এমনকি আমি জানি না, কেন আমাদের একটি আবেদনের দরকার পড়লো। যদি এটি আইনের বিরুদ্ধে যায়, তবে শুধুমাত্র নানা রঙে সাজানো ছাড়াও কিছু করা উচিৎ।
যাইহোক, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে, কচ্ছপের হয়তোবা আমাদের মত কোন জটিল মস্তিষ্ক না থাকতে পারে, তবে এটা অবশ্যই একাকীত্ব অনুভব করে এবং মাঝে মাঝে হয়তোবা এটার একঘেয়ে লাগে। এমনটা কি হতে পারেনা ? যাইহোক, এই কচ্ছপটি স্মারকের ছবির উৎস হিসেবে কাজ করা ছাড়াও আরো বড় মানের সেবা দেয়ার সক্ষমতা রাখে। উদাহরণ হিসেবে বলা যায়, এটি প্রজননের মাধ্যমে এর প্রজাতির সংখ্যা বাড়াতে অবদান রাখতে পারে।
পিংকি আরতুরো দেখেছেন, দ্বীপটিতে কীভাবে কচ্ছপগুলোকে শোষণ করা হচ্ছিলঃ
আমরা যখন এই দ্বীপটিতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমার সেখানে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল… কচ্ছপগুলোর জন্য আমি মায়া ছাড়া আর কিছুই অনুভব করিনি। তাঁদের এগুলো বন্ধ করা উচিৎ এবং কচ্ছপগুলোকে মুক্ত করে দেয়া উচিৎ!