পরিকল্পিত অলিম্পিক নৌকা রেসিং কোর্স টোকিও পার্কের জন্য হুমকি স্বরূপ

Photo of Kasai Rinkai Park by flickr user Yuichi Sakuraba

ফ্লিকার ব্যবহারকারি ইউচি সাকুরাবার তোলা কাসাই রিঙ্কাই পার্কের ছবি।  (সিসি বাই-এনসি ২.০)

জাপানের তের হাজারেরও বেশি মানুষ চেঞ্জ.অরগের এক পিটিশনে স্বাক্ষর করেছেন [জাপানিজ ভাষায়]। তাঁরা নৌকা দৌড় স্টেডিয়াম নির্মাণ করতে কাসাই রিঙ্কাই পার্কের অংশ ধ্বংস না করতে সেই পিটিশনে টোকিও গভর্নর এবং জাপানি অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

উন্নয়ন এবং দূষণের কারণে হারিয়ে যাওয়া জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে পার্কটির ২৫ বছরের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকের জন্য টোকিও এবং জাপানি অলিম্পিক কমিটি সেখানে রেসিং কোর্সটি গড়ে তোলার পরিকল্পনা করেছে।

পিটিশন সংগঠকের পক্ষ থেকে [জাপান] পার্কের প্রকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে:

東京都が世界に誇る都市の中の自然公園です。公園の池や草むらや松林には、野鳥226種、昆虫140種、クモ80種、樹木91種、野草132種、絶滅危惧種に指定されているクロツラヘラサギもいます。多くの家族が憩い、自然とふれあい、サイクリングや散歩道を楽しみ、大都会の疲れを癒しています。

টোকিওর কাসাই রিঙ্কাই উদ্যানটি বিশ্বমানের। এর পুকুর, সবুজ ঘাসে ঢাকা এলাকায় এবং পাইন বনটি ২২৬ ধরনের বন্য পাখি, ১৪০ ধরণের কীটপতঙ্গ, ৮০ ধরণের মাকড়সা, ৯১ প্রকারের গাছ এবং ১৩২ ধরণের বন্য ঘাসের আবাসস্থল। এমনকি বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত কালো মুখ বিশিষ্ট স্পুনবিলও আপনি এখানে দেখতে পাবেন। শহুরে জীবনের চাপ থেকে রেহাই পেতে পরিবার সহ সবাই এখানে আসে এবং হাঁটা বা সাইকেল চালিয়ে এর আশেপাশের প্রকৃতি উপভোগ করে।

জাপানের ওয়াইল্ড বার্ড সোসাইটি গত আগস্টের শেষ দিকে টোকিও মেট্রোপলিটন গভর্নর ও জাপানি অলিম্পিক কমিটির কাছে নৌকো দৌড়ের জন্য কাসাই রিঙ্কাই পার্কটি ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন করতে একটি অনুরোধ পত্র জমা দিয়েছে

বন্যপ্রাণী ও প্রাণী সাংবাদিক ইকি সাতো তার ব্লগে টোকিও গভর্নর নাওকি ইনোসকে একটি বার্তা লিখেছেন [জাপানিজ]:

葛西臨海公園は、猪瀬さんがよくご存じのように、東京都が 東京湾沿岸の汚染や埋め立てで“破壊された自然環境を再生しようと” 作った公園です。(略) 葛西臨海公園の面積の約半分は、カヌーの競技場とその施設になるという 計画なんですね。 (略) 25年もかかって取り戻した都会の中の切ない大自然。25年ですよ、 一瞬でぶっ壊して大金を使う算段なんですよ。 あの場所に、高さ9メートルの長い長いコンクリの壁でできた1万人導入の観客席の塀、似合わない事は、あなたが一番イメージできてるでしょう。

প্রিয় গভর্নর ইনোস, আপনি হয়তো ভাল করে জানেন, কাসাই রিঙ্কাই পার্কটি “দূষণ এবং কৃত্রিম জমি পুনঃ দাবির দ্বারা ধ্বংস হওয়া টোকিও প্রাকৃতিক পরিবেশ পুনর্নির্মাণের লক্ষ্য” টোকিও মেট্রোপলিটন সরকার দ্বারা নির্মিত হয়। […] ২০২০ টোকিও অলিম্পিকের জন্য একটি নৌকা রেসিং কোর্স তৈরি ও অন্যান্য সুবিধার জন্য পার্কের অর্ধেক অংশ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। […] কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা অর্থায়ন করলে এটি পার্কটির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে ফেলবে যা ফিরিয়ে আনতে জনগণ গত ২৫ বছর ধরে কঠিন পরিশ্রম করে যাচ্ছে। প্রিয় গভর্নর, আপনি সহজেই অনুমান করতে পারেন যে, একটি খাল এবং জমাটবদ্ধ নয় মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ১০,০০০ দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন পার্কটি এই বিশেষ অবস্থানের জন্য সঠিক দেখাচ্ছে না।  

পোস্টটি দ্রুত সামাজিক মিডিয়াতে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত ও শেয়ার করা হয় এবং ঊনষাট হাজার ফেসবুক সুপারিশ সহ দুই লক্ষ ট্রাফিক হিট অর্জন করে।

আপনি টোকিও প্রকৃতি প্রতিনিধিত্বের অধীনে ইকি সাটোর তোলা ছবি সহ তার ব্লগে দেখতে পারেন [জাপানিজ ভাষায়]।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .