- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তি: ওয়েস্টগেট মলে সন্ত্রাসী হামলা এবং সামাজিক মিডিয়ার প্রভাব

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, নাগরিক মাধ্যম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ

কেনিয়ার নাইরোবির ওয়েস্টগেট মলে সন্ত্রাসী আক্রমণ সম্পর্কে সংবাদ প্রচারের ক্ষেত্রে সামাজিক মিডিয়া প্রধান ভূমিকা পালন করেছে। কিন্তু সরকার, সন্ত্রাসী দল, সাংবাদিক এবং ফেসবুক ও টুইটার থেকে নেটিজেনদের মাধ্যমে তথ্যগুলো যাচাই বাছাই ছাড়াই বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়ে।

কেনিয়ার নাগরিকদের উপর এই বিধ্বংসী আক্রমণের পরমুহূর্তের সত্য খোঁজা আমাদের কি ধারণা দেয়?

টুইটারে হ্যাশট্যাগ খুঁজে যারা বাস্তব সত্য জানতে চান, তখন মিডিয়া কি রিপোর্ট করল তা কি কোন বিষয় হয়ে দাঁড়াতে পারে ?

গত শুক্রবার ২৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে গ্লোবাল ভয়েসেস এর সাব সাহারান আফ্রিকা দল – ওমর মোহাম্মদ (@shurufu [1]) এবং কলিন্স এমবালো (@collinsom92 [2]) আমাদের গুগল হ্যাংআউট সিরিজের জিভি অভিব্যক্তিতে এই রকম আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন।