- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তি: সিরিয়ার বিশ্বব্যাপী মিডিয়া কভারেজ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

সিরিয়ার সংকট নিয়ে আপনি কতটা ভিন্নভাবে রিপোর্ট করছেন তা নির্ভর করে আপনার অবস্থান কোথায়? এবং সিরিয়বাসীদের জন্য তা কি অর্থ বহন করছে?

গ্লোবাল ভয়েসেস অভিব্যক্তির দ্বিতীয় সংস্করণে ১১ এএম ইস্ট/৩ পিএম ইউটিসি সময়ে গত ২৩ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ সোমবারে আমরা এই বিষয় এবং অন্য আরও অনেক কিছু সম্পর্কে গুগল হ্যাংআউটে আলোচনা করেছি।

মার্কিন বা ব্রিটেনের প্রতিবেদনকারীরা বলেন, গত মাসে সিরিয়ায় হাজারের বেশী মানুষ হত্যা করতে প্রেসিডেন্ট আসাদই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন। এদিকে, রাশিয়ান প্রতিনিধি বলেন, দামাস্কাসের “সব ঠিক” আছে এবং ইরানী মিডিয়া রিপোর্ট করে, রাসায়নিক আক্রমণ ছিল আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য চাপ বাড়াতে “বিদ্রোহী”দের একটি প্রচেষ্টা।

যখন মার্কিন সরকার সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নেয়, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিউইয়র্ক টাইমসে আমেরিকার জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য তাদের অস্ত্র ব্যবহার না করতে। সিরিয়া মাটিতে ইরানী সামরিক বাহিনীর কার্যকলাপের ভিডিওটি সামাজিক মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।

আমাদের হাংআউটে যারা অংশ নিয়েছেন, তাঁরা হলেনঃ জিভি সিরিয়া লেখক লেইলা নাচাওউয়াতি, যিনি সিরিয়ার অহিংস বিদ্রোহ নিবেদিত একটি অনলাইন গল্প বলা প্রকল্প অব্যক্ত সিরিয়ার প্রতিষ্ঠাতা; ​​আমাদের রুনেট ইকো’র সম্পাদক কেভিন রথরক, যিনি পুতিন এবং এমসি কেইন অপেডস সম্পর্কে এবং কিভাবে রাশিয়ান ইন্টারনেট দ্বারা তারা তা হৃদয়ঙ্গম করেছেন সে সম্পর্কে বলেছেন; আমাদের মেনা সম্পাদক আমিরাহ আল হুসেইনি, যিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে সিরিয়ার সিটিজেন মিডিয়া এবং মূলধারার মিডিয়া কভারেজ করে থাকেন; আমাদের ব্যবস্থাপনা সম্পাদক সোলানা লারসেন, যিনি সিরিয়ার মূলধারার বর্ণনার মধ্যে নাগরিক মিডিয়ার ভূমিকা সম্পর্কে বক্তৃতা করেন; আমাদের এডভোকেসী সম্পাদক ইলেরা বিদ্দেলি ব্যাখ্যা করেন, মার্কিন হস্তক্ষেপের আহ্বান মার্কিন নেটিজেনরা কীভাবে দেখে এবং আমাদের নির্বাহী পরিচালক ইভান সিগাল মতামত দিয়েছেন, কেন বিশ্বব্যাপী এভাবে সিরিয়া কভারেজের পথ চূড়ান্ত করা হচ্ছে।

সিরিয়া সংকটের আন্তর্জাতিক কাভারেজ সম্পর্কে আরও কিছু পটভূমির জন্য, আমাদের বিশেষ কাভারেজের পাতাটি দেখুন।  [1]