ক্রান্তীয় ঘূর্ণিঝড় ম্যানুয়েলের কারণে আকাপুলকোর ঐতিহাসিক বন্দর এবং গুয়েরেরো প্রদেশের বৃহৎ অংশ, সম্পূণ বন্যায় আক্রান্ত হয় এবং সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে [স্প্যানিশ ভাষায়]।
আকাপুলকো দেশটির সবচেয়ে গুরত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সম্প্রতি সেখানে ৪০,০০০ পর্যটক আটকা পড়ে, যারা সেখানে বের হয়ে আসার রাস্তার পুনরায় খোলার জন্য অপেক্ষা করছিল। এতে ৩৪ জনের মৃত্যু ঘটেছে এবং হাজার হাজার নাগরিকের ঘটনার শিকার হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। যে সমস্ত নাগরিক সাহায্যের অপেক্ষায় রয়েছে, কর্তৃপক্ষ তাদের সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছে।
ভূমিধ্বস এবং কাদার প্রবাহের কারণে সোল এবং মেক্সিকো সিটির সাথে সংযুক্ত কেন্দ্রীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, বন্যার কারণে তাদের সুবিধাদি স্থগিত হয়ে যাওয়া এবং একই সাথে বিদ্যুৎ ব্যবস্থার ব্যর্থতার কারণে স্থানীয় বিমান বন্দর দিয়ে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
আকাপুলকোর মেয়র লুইস ওয়ালটন আবুর্তো, বলেছেন [স্প্যানিশ ভাষায়]:
“Hoy consideramos que el 50% de las colonias de Acapulco están inundadas y sigue lloviendo. Para llegar al área Diamante hay lugares que tienen hasta tres y cuatro metros de agua y no se puede ingresar, además de la corriente que impide transitar. Se está comenzando a pasar alimento por carros militares y helicópteros”
আজ আমরা বিশ্বাস করি যে আকাপুলকো এলাকার ৫০ শতাংশ বসতি বন্যায় আক্রান্ত, আর সেখানে অবিরাম বৃষ্টি হচ্ছে। ডায়ামান্তে নামক এলাকায় যেতে হলে এমন কিছু এলাকা দিয়ে যেতে হলে এমন কিছু এলাকা দিয়ে যেতে হবে, যেখানে তিন থেকে চার মিটার পানি জমে যাছে এবং সে সব এলাকায় প্রবেশ প্রায় অসম্ভব, এছাড়াও সেখানকার স্রোত চলার পথে প্রতিবন্ধকতা তৈরী করে। সামরিক যান এবং হেলিকপ্টার দিয়ে সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে।
এখানে আমরা কিছু টুইট এবং ছবি প্রদর্শন করছি, যার মধ্যে দিয়ে ব্যবহারকারীরা সাহায্যের আবেদন জানাচ্ছে, তথ্য প্রদান করছে অথবা বন্দরের বাজে নগরায়ন পরিকল্পনা এবং গুয়েরেরো রাজ্যের বিপর্যস্ত অবস্থা এবং এর প্রভাবের বিষয়টি নির্দেশ করছে।
Construyeron sobre pantanales, selvas y dunas y ahora pagan el precio El Princess Aca. pic.twitter.com/XYlQtE9xow@alconsumidor@roblesmaloof
— Espejored (@Espejored) September 17, 2013
প্রথমে তারা একটা জলাভূমি, বন এবং বালির ঢিবি বানালো, এখন তারা এর মূল্য প্রদান করছে।
Solo imaginense que si así está Acapulco, que tiene la infraestructura menos jodida de Guerrero, cómo estarán otras comunidades.
— Metamorfa (@pulgarebelde) September 16, 2013
আকাপুলকো, যার কাঠামো গুয়েরেরো এলাকার অন্যান্য এলাকার চেয়ে এত সমস্যা যুক্ত, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে কল্পনা করুন বাকী সম্প্রদায়ের পরিণতি কি হবে।
#Acapulco está devastado, 41 municipios inundados. Acopio Cruz Roja Polanco pic.twitter.com/qzo8PLvoeo vía @YoSoyRed_#AcapulcoNoEstásSolo
— Jesús Robles Maloof (@roblesmaloof) September 16, 2013
আকাপুলকোর অবস্থা এখন বিপর্যস্ত,এলাকার ৪১টি শহর বন্যায় আক্রান্ত।
“@rahelA2guzman: @puigcarlos Qué bueno q la gente quiere a Acapulco! @alondradlp pic.twitter.com/9ynaLBFzdJ”
— Alondra de la Parra (@alondradlp) September 17, 2013
নাগরিকরা আকাপুলকোকে কতই না ভালোবাসে!
Me informan que hay personas atrapadas en la COLOSIO ayúdenos con palas, picos, cinceles, marro #ACAPULCO#Acafollow#URGENTE
— Irving López (@irving_lopez) September 17, 2013
আমাকে বলা হয়েছে যে কলোসিওতে মানুষেরা আটকা পড়ে আছে, তারা বলছে আমাদের গাইতি, মাটি ভাঙ্গার যন্ত্র,বাটালী, হাতুড়ী নিয়ে দিয়ে আমাদের সাহায্য করুন।
#URGE repelentes, pañales, medicamentos, alimentos para las 1500 personas refugiadas en la COLOSIO #Acapulco dejarlas en puerto marques RT
— Irving López (@irving_lopez) September 17, 2013
আকাপুলকোর কলোসিওতে-এ আশ্রয় নেওয়া নাগরিকদের জন্য আমাদের মশা মারার সামগ্রী, ডায়াপার, ওষুধ আর খাবারের প্রয়োজন। তাদেরকে মার্কেজ বন্দরে ছেড়ে আসা হয়েছে। আরটি (পুনরায় টুইট করুন)।
#Confirmando#AlMinuto Turistas recibirán noche de lunes gratis en #Acapulco, confirma @peraltanet71 , secretario de #Turismo municipal.
— Irving López (@irving_lopez) September 17, 2013
এই মুহূর্তে, নিশ্চিত করা হয়েছে যে পর্যটকরা সোমবার রাতে বিনে পয়সায় আকাপুলকোতে থাকতে পারবে। পৌর পর্যটন সচিব @পার্লতানেত৭১, বিষয়টি নিশ্চিত করেছে।
@irving_lopez una imagen de los huéspedes, reclamando en el #HotelCalinda #Acapulco (día 16 sep a las 11am aprox) pic.twitter.com/mi5bRwXoRF
— Gerardo Guzman (@gerus9) September 17, 2013
একদল পর্যটকদের ছবি, যারা আকাপুলকোর হোটেল কালিন্ডায় অভিযোগ করছে (সম্ভাব্য সময় ১৬ সেপ্টেম্বরের বেলা ১১ টা)
অন্যরা শুধু বিশ্বকে দেখাতে চায় যে ম্যানুয়েল কেবল আকাপুলকো এলাকা ধ্বংস করে যায়নি, সাথে পুরো গুয়েরেরো এলাকা তছনছ করে গেছে [স্প্যানিশ ভাষায়]।
Aspectos de la carretera federal a #Acapulco, a la altura de Petaquillas, que se encuentra cerrada. pic.twitter.com/cKGgbT3G4n
— FOROtv (@Foro_TV) September 16, 2013
পেটাকুলাসের উচ্চতায় তৈরী হওয়া আকাপুলকোতে যাওয়ার কেন্দ্রীয় মহাসড়ক, যা এখন বন্ধ রয়েছে।
mar y los ríos ya se unieron en la zona de La Condesa. Foto de la calle del Hotel Emporio. pic.twitter.com/tVwDbGJjEP”
— NOTICIAS Y POLITIK (@NPOLITIK) September 17, 2013
লা কোনডেসা এলাকায় সমুদ্র আর নদী এক হয়ে গেছে। এম্পোরিয়ার হোটেল থেকে তোলা রাস্তার ছবি।
Va ser una noche muy larga para algunos #Chilpancingo #Guerrero @lopezdoriga el poder de la naturaleza pic.twitter.com/XZMuFwEmef
— Jose luis (@jluismz7) September 17, 2013
It is going to be a very long night for some people @লোপেজডোরিগার, এলাকার কিছু মানুষের জন্য এখন রাত অনেক দীর্ঘ। প্রকৃতির ক্ষমতা।
Aspecto carretera federal tramo #Chilpancingo-Iguala imposibilitada la circulación. Derrumbes en Cañada del Zopilote pic.twitter.com/S90zgcK15G”
— NOTICIAS Y POLITIK (@NPOLITIK) September 17, 2013
কেন্দ্রীয় মহাসড়কের অবস্থা বেহাল। চিলপানসিঙ্গো ইগুয়ালা এলাকার রাস্তা অদৃশ্য হয়ে গেছে। কানাডা ডেল জোপিলাতে এলাকা তছনছ হয়ে গেছে।
ইউটিউবে, ব্যবহারকারী ফিরসিথাওয়া হেজ, আকাপুলকোর নীচের এই ভিডিওটি প্রদর্শন করেছে:
Televisa [es] shares more photographs of the area.
আকাপুলকো বাসকা [স্প্যানিশ ভাষায়] নামের ব্লগটি আকাপুলকোর নিখোঁজ এবং উদ্ধারকৃত মানুষদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করছে।