গ্লোবাল ভয়েসেস ও ইনফোআমাজনিয়া এর সহযোগিতামূলক কার্যক্রম

আমাজন রেইনফরেস্ট নিয়ে গ্লোবাল ভয়েসেসের গল্পগুলো এখন একটি নতুন ধারার দৃশ্যের মাধ্যমে ইনফোআমাজনিয়া.অর্গ ওয়েবসাইটে একটি মানচিত্রের আকৃতিতে সহজেই পাওয়া যাবে। একটি প্রতিষ্ঠিত প্রচার সহযোগিতা কার্যক্রমের মধ্য দিয়ে ইনফোআমাজনিয়ার বিশেষ মানচিত্র সাম্প্রতিক নাগরিক মাধ্যমে আপডেট করা হচ্ছে। গ্লোবাল ভয়েসেসের সাহায্যে ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় আমাজন সম্পর্কে জানা যাবে।

প্ল্যাটফর্মটি ইন্টারনিউজ এবং ব্রাজিলের পরিবেশ বিষয়ক ওয়েবসাইট, ও ইকো [পিটি] এর একটি প্রজেক্ট, যেটি ২০১২ সালের জুন মাসে অনুমোদনযোগ্য উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের রিও+২০ সম্মেলনে উদ্বোধন করা হয়। এটি “বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলের বৈশ্বিক প্রভাব বোঝাপড়ার পরিধি বাড়াতে সাহায্য” করতে সংকল্প করেছে। এটি আমাজন রেইনফরেস্টে পরিবেশের পরিবর্তনের ওপর বিভিন্ন তথ্য এবং বিশেষ দ্রব্য সংগ্রহ করে কাজ করবেঃ

InfoAmazonia logo. Follow them on Twitter for updates: @InfoAmazonia.

আপডেট পাবার জন্য টুইটারে ইনফোআমাজেনিয়া অনুসরণ করুনঃ ইনফোআমাজেনিয়া

ইনফোআমাজনিয়া হুমকির সম্মুখীন আমাজন এলাকার সময়োপযোগী রিপোর্ট এবং খবর প্রদান করে থাকে। বেশ কিছু সংস্থা এবং সাংবাদিকদের জন্য এটি একটি মেলবন্ধন। তাঁরা নয়টি দেশে বিস্তৃত এই বন থেকে নতুন নতুন খবরাখবর সংগ্রহ করে থাকে। ব্যবহৃত তথ্যগুলো ডাউনলোডের জন্য মুক্তভাবে সচরাচর পাওয়া যাবে এবং এই তথ্যগুলো বার বার আপডেট করা হবে। গল্প এবং তথ্যগুলোর মধ্যে তুলনা করার উদ্দেশ্য হচ্ছে আমাজন এলাকার বিভিন্ন ইস্যু সম্পর্কে জনগণের ধারনার উন্নয়ন ঘটানো।

বিশ্বের অন্যতম একটি জীববৈচিত্র্য পূর্ণ এলাকা হচ্ছে আমাজন এলাকা। এটি কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনকে বাঁধাগ্রস্ত করছে। এই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা সত্ত্বেও এখনও অঞ্চলটি তীব্র পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক বন বর্ষ (২০১১) এর জন্য তৈরিকৃত, ফরেস্ট ফোকাসঃ অ্যামাজন নামক বিশেষ কভারেজ পাতায় গ্লোবাল ভয়েসেস রিপোর্ট করেছেঃ

প্রায় ৩০ মিলিয়ন লোক এবং ৩৫০ দেশীয় ও পৌত্তলিক গোষ্ঠী গাছ কেটে অ্যামাজন রেইনফরেস্ট এলাকায় বেশ প্রভাব ফেলছে। যেহেতু বর্ধিত জনসংখ্যা এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর হুমকি বাড়িয়েই চলেছে, তাই এখনও অ্যামাজন এবং এর মতো অন্যান্য বনগুলো সভ্যতার কারনে দ্রুত মারাত্মকভাবে আহত হচ্ছে। 

সাম্প্রদায়িক সেবার একটি প্ল্যাটফর্ম

প্রকল্প সমন্বয়কারী এবং নাইট ইন্টারন্যাশনাল জার্নালিজম এর ফেলো গুস্তাভো ফালেইরোস আমাজনকে মানচিত্রের মাধ্যমে এবং দৃশ্যগতভাবে তুলে ধরতে নাগরিক মাধ্যম সম্প্রদায়কে সাহায্যের প্রস্তাব করার সময় গ্লোবাল ভয়েসেসের দলকে বলেছেন, “আমাদের একটি সহায়ক যন্ত্র হিসেবে ব্যবহার করুন”:

মানচিত্র এবং দৃশ্যগতভাবে প্রকাশ করতে, আমরা আপনাদের টেবিল হতে চাই।

আমরা চ্যালেঞ্জটি গ্রহন করেছি এবং আমাদেরকে একটি মানচিত্র এঁকে দিতে ইনফোআমাজনিয়া কে আমন্ত্রণ জানিয়েছি। ব্রাজিলে একটি প্রস্তাবের অনুমোদন সম্পর্কে গত জুলাইয়ে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসের গল্পের জন্য মানচিত্রটিতে বৈধ আমাজনিয়া এর সীমানা চিহ্নিত করা থাকবে। প্রস্তাবটি অনুমোদনের মাধ্যমে এই এলাকাতে প্রথমবারের মতো আঁখ চাষের দ্বার উম্নোচিত হয়েছে। এটি আমাজন বনের গ্রীষ্মমন্ডলীয় বৃক্ষহীন প্রান্তর (বিশেষ করে আমেরিকার গ্রীষ্ম প্রধান অঞ্চলে) সেরাডো এবং জলাভূমি প্যান্টানাল প্রভৃতি ভৌগোলিক এলাকাকে অন্তর্ভুক্ত করেছে।

জুন থেকে এ পর্যন্ত গ্লোবাল ভয়েসেসের আরও পাঁচটি গল্প মানচিত্রের মধ্য দিয়ে ইনফোআমাজনিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, যেটি আমাদের সম্প্রদায়ের জন্য লাতিন আমেরিকার তথ্য সাংবাদিকতা আরও এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার পরিচয় বহন করে।

ওয়েবসাইটের সাবমিশন টুল এর মাধ্যমে বিভিন্ন তথ্য, গল্প এবং ভৌগোলিক সমপর্যায়ের যেকোন বস্তু শেয়ার করার জন্য যেকোন কাউকে ইনফোআমাজোনিয়া আমন্ত্রণ জানাচ্ছে। প্রকাশকের সংগৃহীত বর্তমান মানচিত্রকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে, যেমন সুরক্ষিত এলাকা এবং দেশীয় জমি,নভূমি ধ্বংস, তেল ও গ্যাস ইত্যাদি।  অন্যান্য বিষয়গুলিও একটি শেয়ারিং উইজেট ব্যবহার করে অন্য পাতায় স্থাপন করা সম্ভব হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .