- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ম্যাকডোনাল্ডসের শিকাগো সদরদপ্তরে মেলবোর্ন প্রতিবাদকারীদের প্রচারাভিযান

বিষয়বস্তু: ওশেনিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, খাদ্য, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ

Photo courtesy Michel Pickard flickr (Creative Commons BY-NC-ND 2.0 license) [1]

ছবিঃ মাইকেল পিকারড ফ্লিকার [ক্রিয়েটিভ কমনস বাই-এনসি-এনডি ২.০ লাইসেন্স] 

মেলবোর্নে ম্যাকডোনাল্ড স্থাপনের বিরোধীরা [2] গত ১৮ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ রোজ বুধবার তাঁদের মামলাটিকে এর শিকাগোর ম্যাকাস সদরদপ্তরে নিয়ে গেছে। একটি অনলাইন প্রচারাভিযানের মাধ্যমে প্রায় ৪০ হাজার ডলারের তহবিল গঠন করা হয়েছে। ২০১৩ সালের মার্চে গ্লোবাল ভয়েসেস দ্বন্দ্বটির ওপর অস্ট্রেলিয়া: স্থানীয়রা তাঁদের পাহাড়ে ম্যাকডোনাল্ডস গড়ে ওঠা বন্ধ করতে লড়াই করছে [3]শিরোনামে রিপোর্ট করে।

প্রতিবাদকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি প্রচলিত সরাসরি কার্য পদ্ধতি ব্যবহার করেছে, যেমন বাড়ির ছাদ পেশা এবং ব্লক। তথাকথিত টেকোমা ৮ [4] – এর বিরুদ্ধে ম্যাকডোনাল্ডসের আদালতের রায়ে এর প্রতিফলন ঘটেছে। যদিও আদালতের আদেশের প্রয়োগ নিশ্চিতভাবে চলছে, তথাপি এটি এখন তুলে নেয়া হয়েছে।

একটি অনলাইন দরখাস্তে ৯০ হাজারেরও বেশি স্বাক্ষর [5]আছে।

সক্রিয় কর্মী গ্যারি মুরাতোর একটি রেডিও সাক্ষাৎকারের ভিডিওতে তাঁদের মামলাটি রেখেছেনঃ

স্টেশন ব্লগে [6] কয়েক জোড়া নেতিবাচক মন্তব্য রয়েছেঃ

কিছু গর্ধব আছে যারা স্থানীয় সম্প্রদায়টির প্রতিনিধিত্ব করে না, অথচ তাঁরা অন্য কোথা থেকে তহবিল ও স্বাক্ষর সংগ্রহ করেছে। এসব বাদ দেয়ার সময় হয়েছে এবং এটা নিয়ে যারা কাজ করছে, তাঁদের চালিয়ে যেতে দিন।

এই প্রতিবাদগুলো মাথা নুয়ে পরাজয় স্বীকার করে নিয়েছে। একটি বিশ্বজোড়া কোম্পানির বিরুদ্ধে বোকার মতো যুদ্ধ না করে, যেসব লোকদের সত্যিকার অর্থে সাহায্য প্রয়োজন, তাঁদেরকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করা যেত।

প্রচারাভিযানটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের কভারেজ পাচ্ছেঃ

পুরাতন প্রচার মাধ্যম থেকেঃ ম্যাক হামলা, একটি ছোট শহর ও একটি বিরাট ফাস্ট ফুড কোম্পানির মাঝে শক্তির পূর্ণ ঘোষণা [7]

নতুন প্রচারমাধ্যমের মাধ্যমে পুরাতন প্রচার মাধ্যম থেকেঃ

#টেকোমা [8] শিকাগোতে খবরের জন্ম দিচ্ছে!

এই টুইটগুলোতে যেসব বার্তা নির্দেশিত হচ্ছে, সেগুলো ছড়িয়ে দিতে বেশ কিছু টুইটার হ্যাশট্যাগের সীমার জনপ্রিয়তা অনেক বেশিঃ

@মিশব্রিজেস [11] @সেভ_টেকোমা [12] সমর্থনের জন্য ধন্যবাদ! #ম্যাকডোনাল্ড [13]– এর #বার্জঅফ [14]করা প্রয়োজন! এরা তাঁরা, যারা একটি কৌতুককে ছাড়িয়ে গেছে – বৈধ কিন্তু নৈতিকতার সমান নয়।

হ্যালো শিকাগো! এখনও কি আমাদের শুনতে পাও ?

টেকোমা ম্যাকডোনাল্ডসের জন্য অনলাইনে সমর্থক খুঁজে পাওয়া বেশ কঠিন। ম্যাকডোনাল্ডস অস্ট্রেলিয়ার [19]একটি টুইটার একাউন্টে ২ জন অনুসারী আছে এবং বর্তমানে সেখানে কোন টুইট নেই। কিন্তু কেউ কেউ ব্যবস্থাপকের কাছে বার্তা পাঠাতে একাউন্টটি ব্যবহার করছে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী অফিসার ক্যাটরিওনা নোবেল প্রোজেক্টটির পক্ষ নিয়ে [20]প্রচার মাধ্যমে বক্তব্য রেখেছেন।

তাঁর জন্য এফএম রেডিও স্পেকট্রামের কাছে একটি বার্তা আছেঃ

#ম্যাকডোনাল্ডস [13] – এর জন্য একটি বিশাল পিআর ট্রেন ধ্বংস -২ হাজারেরও বেশি ছবি বলছে, কেন ?

টেকোমা ম্যাকডোনাল্ডসের একজন সক্রিয় এডভোকেট জন অয়েইস তাঁর ফেসবুক একাউন্টে [25]সমর্থন জানিয়ে যাচ্ছেনঃ

সত্যিকার অর্থে অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ সৎ হওয়ার অস্বস্তিতে মাথা ঝাঁকাচ্ছে। শুধুমাত্র অল্প কিছু লোক বিশ্বের লোকেদের দরখাস্তের দ্বারা সমর্থিত হচ্ছে। বিশ্বের সেসব লোকেরাই সমর্থন জানাচ্ছে, যারা ম্যাকডোনাল্ডস পছন্দ করে না এবং টেকোমাতে কখনো পাও রাখেনি। কি কৌতুক!

অবশেষে, ইউটিউবে পোস্ট করা এই ভিডিওগুলো নাগরিক মাধ্যমের এমন দু’টি উদাহরণ, যা স্থানীয় কার্যক্রম সম্বন্ধে অবহিত করছেঃ

টেকোমা থেকে মিস্টার টিজেস্মিথ এখনও না বলছেনঃ

টেকোমার নোম্যাকাস থেকে, নো ম্যাকাস দাঙ্গাকারী হঠাৎ জ্বলে উঠেছেনঃ 

আরো আপডেটের জন্য এই জায়গাটি দেখুন।

আপডেটঃ সিবিএস শিকাগো থেকেঃ ম্যাকডোনাল্ডসের সদরদপ্তরে অস্ট্রেলিয়ানরা দরখাস্ত হাতে হাতে পৌঁছে দিয়েছে [26]