রোমানিয়ায় বন্যায় নয় জন মৃত, সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে

পূর্ব রোমানিয়ার গালাতির দানিউব বন্দরের আশপাশের এলাকার বন্যায় নয় জন মারা গেছে। এখন পর্যন্ত বন্যায় ২১ টি এলাকা প্লাবিত হয়েছে এবং শত শত হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে। এছাড়াও রেল লাইনের একটি লম্বা অংশ ভেসে গেছে এবং বিভিন্ন খালি যাত্রী কোচ রাস্তায় পড়ে আছে।

গত চার দিনের বন্যায় পূর্ব রোমানিয়ার হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে । মুষলধারে বৃষ্টির ফলে গত ১২ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ বৃহস্পতিবারে পানির স্তর দ্রুত বাড়তে থাকে। এর মধ্যে আট বছর বয়সী এক মেয়ে তার বাবার হাত থেকে পানিতে ভেসে গিয়ে মারা যায়।

Rescuers and locals push through the floodwater in Eastern Romania; photo courtesy of Balkan Inside, used under Creative Commons license.

উত্তর রোমানিয়ায় বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকারী এবং স্থানীয় লোকদের বন্যার পানিতে উদ্ধার প্রচেষ্টা। ছবিঃ বাল্কান ইন্সাইড 

গালাতি অঞ্চলের জরুরী সেবার একজন মুখপাত্র ইউগেন চিরিতা বলেন: “গত বৃহস্পতিবার থেকে নয় জন মারা গেছে, ৬,৯০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ১,৭৩৫ টি ঘরবাড়ি প্লাবিত হয়েছে।”।

আন্তর্জাতিক সহযোগিতার ইইউ কমিশনার ক্রিস্টালিনা জরজিভা মানবিক সাহায্য ও এই সঙ্কটে সহযোগিতার জন্য টুইট করেছেন: 

#রোমানিয়ার #বন্যায় ৯ জন মারা গেছে ও অনেক ক্ষতি হয়েছে। সংস্থার কর্মীদের কাজে লাগানো হয়েছে। আমাদের ভারী বৃষ্টির আরও পূর্বাভাস প্রয়োজন। আমরা প্রয়োজনে সাহায্য করার জন্য প্রস্তুত আছি।

আরেকজন টুইটার ব্যবহারকারী @ফুজিপেওারিসপিজি বিস্মিত নয় এ কারণে যে এটি জলবায়ু পরিবর্তনের ফলে ঘটেছে:

@কেজর্জিওভাইউ #রোমানিয়ার #বন্যার মত #ইউরোপের বন্যার ফ্রিকোয়েন্সি ও হিংস্রতা প্রবল থাকে। সবকিছুই # জলবায়ু পরিবর্তন সূত্রপাতের লক্ষণ।

আবহাওয়া পর্যবেক্ষক এবং জ্যোতির্বিদ জিম বেদিয়েন্ট ইউক্রেন থেকে টুইট করেছেন:

গালাতিতে বন্যা, রোমানিয়া: বন্যা (তথ্য)

যখন ইতিমধ্যে হাজার হাজার উদ্ধারকারী, সৈন্য ও পুলিশ সে এলাকায় কাজ করছে, তখন রোমানিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর পোন্টা পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে বলেছেন। উদ্ধারকারী এবং স্থানীয় গ্রামবাসী ও পশু উদ্ধার হিসাবে নীচের ভিডিওটি বন্যার প্রথম সন্ধ্যায় ক্ষয়-ক্ষতি এবং পানির পরিমাণ স্তর দেখাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .