ত্রিপলিতে ঘরোয়াভাবে প্রস্তুতকৃত মিথানল-দূষিত অ্যালকোহল পানে ৫০ জনেরও বেশি লোক মারা যাওয়ার পর – দেশটিতে অ্যালকোহলের অনুমোদন দেয়া উচিৎ কিনা, সে বিষয়ে বিতর্ক করেছে লিবিয়ার ইন্টারনেটবাসী। সেখানে আরও ৪৭০ জনেরও বেশি লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া কেন বৈধতার সূচনা হবে, সে বিষয়ে উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিমত হচ্ছে, অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আবারও এ ধরনের ব্যাপক আকারের হৃদয় বিদারক ঘটনা প্রতিরোধ করা যাবে।
লিবিয়াতে অ্যালকোহল বিক্রি এবং পান করা উভয়ই নিষিদ্ধ। কিন্তু স্থানীয়ভাবে চোলাই করা, বোখা নামক একটি তরল পদার্থ কালোবাজারে বিক্রি হয়। লিবিয়া হেরাল্ডের মতেঃ
বোখা পান করায় বেশকিছু লোক মারা যাচ্ছে। প্রায়ই ডুমুর ফল বা গাছ থেকে চোলাই করা অথবা বিচার-বুদ্ধিহীন করা একেবারেই অসাধারন নয়, যদিও এসব নিয়ে তেমন রিপোর্ট করা হয় না। এ কারনে গত বছর অনেক লোকই মারা গেছে।
কখনো কখনো অ্যালকোহলের মাত্রা বাড়ানোর জন্য মিথানলের সাথে বোখা মেশানো হয়।
খাদিজা আলী টুইটারে [আরবি] লিখেছেনঃ
إذا كان هناك أي شيء لنتعلمه من الحوادث المثيرة للقلق مع الكحول هو أننا لا يمكن أن نستمر في الهروب من مشاكلنا #ليبيا
@খাদিজাএমআলীঃ সেখানে যদি কিছু শেখার থাকে, তবে আমাদের তা থেকে শিক্ষা নেয়া উচিৎ। এটি অ্যালকোহল বিষয়ে আমাদের সচেতনতা বাড়াবে। আমাদের সমস্যাগুলো থেকে আমরা পালিয়ে বেড়াতে পারি না।
নাইরুজ বলেছেনঃ
كارثة التسمم والموت بسبب الكحول كارثه وطنية دفع ثمنها الغالي شباب وشابات فى مقتبل العمر #ليبيا
@রুজনাইঃ অ্যালকোহল বিষক্রিয়া এবং মৃত্যু একটি জাতীয় মর্মান্তিক ঘটনা। এটির জন্য তরুণ এবং তরুণীদের মূল্য দিতে হচ্ছে।
এবং মোহাম্মাদ মেসরাতি আরো বলেছেনঃ
@মোহাম্মাদমেসরাতিঃ বিপ্লবের সময় গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করা #লিবিয়া বিদ্রোহীদের কেউ কেউ এই অ্যালকোহল বিষক্রিয়ায় মারা গেছে! লজ্জাকর!
অনলাইনে বলা হয়েছে, অ্যালকোহল পান করা ইসলামবিরোধী কাজ বলে ডাক্তারদের কেউ কেউ রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তাঁরা মনে করেন, যারা অ্যালকোহল পান করেছে তাঁদের মারা যাওয়াই উচিৎ। এসব বিষয়ে মুজাহিদ বোসিফি বলেছেনঃ
الاطباء الذين رفضوا معالجة متسممي الكحول هم اطباء الموت وعار على المهنة ويجب فصلهم طال الزمن او قصر..#ليبيا #طرابلس #كحول
@মুজাহিদবোসিফিঃ অ্যালকোহল বিষক্রিয়ায় আক্রান্তদের কে চিকিৎসা করতে যেসকল ডাক্তার অস্বীকৃতি জানিয়েছে, তাঁরা মৃত্যুর ডাক্তার এবং তাঁরা নিজ পেশা কে অপমান করছেন। তাঁদেরকে চাকুরিচ্যুত করা উচিৎ।
পোকা ভর্তি একটি কৌটা খোলার সময় রানা জাওয়াদ প্রশ্ন করেছেনঃ
@রানা_জে০১: এটা কি #লিবিয়া – তে উন্মুক্তভাবে অ্যালকোহল পান করা নিয়ে আলোচনা করার সময়? #লিবিয়াতে উন্মুক্তভাবে অ্যালকোহল পান করা নিয়ে আলোচনা করার সামাজিক এবং রাজনৈতিক সদিচ্ছা কি আছে? বৈধতা কি মৃত্যু প্রতিরোধ করবে ? আলোচনা করুন……
সুলেমান আলি জেডওয়ে প্রতিক্রিয়া জানিয়েছেনঃ
@ইলপাদ্রিনোও: আমাদের সমাজের কপটতা (এটা কি ধর্মীয়, নাকি সামাজিক), বিষয়টি নিয়ে একটি সৎ উন্মুক্ত বিতর্ক করতে আমাদের প্রতিহত করবে।
এবং মোহাম্মাদ ইলজার ব্যাখ্যা করেছেনঃ
@ইলজারঃ #লিবিয়া – র সংখ্যাগরিষ্ঠ লোক #লিবিয়া – তে অ্যালকোহল পানের যেকোন ধরনের বৈধতাকে অস্বীকৃতি জানাবে। এমনকি তারাও, যারা এটা সব সময় পান করে বা কখনো করেছে।
ওমর মুখতার একটি সমাধান দিয়েছেনঃ
@লিবিয়ান_রিপাবলিকঃ অ্যালকোহলকে বৈধতা দিন। এর উপর শুল্ক আরোপ করুন এবং এই অপরাধীদের আর ব্যবসা করতে দিবেন না।
তাঁর টুইটে তিনি যে অপরাধীদের কথা উল্লেখ করেছেন, তাঁরা মূলত উৎপাদনকারী এবং ঘরোয়াভাবে চোলাইকৃত অ্যালকোহল – বোখার ফেরিওয়ালা।
আরো পড়ুনঃ
লিবিয়ার অনলাইন পত্রিকা আল কাফ মোহাম্মাদ মেসরাতি’র লিখা লিবিয়ায় অ্যালকোহলের উপর আরবিতে দুই-অধ্যায়ের একটি কলাম প্রকাশ করেছে। কলামটি এখানে এবং এখানে সহজেই পাওয়া যাবে।
1 টি মন্তব্য
Yes