১১ সেপ্টেম্বর,২০১৩ তারিখে পরবর্তী জাতীয় দিবস অংশগ্রহণের মাঝেও সারা বিশ্বের কাতালান সম্প্রদায় স্পেনের থেকে স্বাধীনতার দাবীতে মানব বন্ধনের মধ্যে দিয়ে উদযাপন করে।
১১ সেপ্টেম্বর তারিখে, উদযাপনে ভায়া কাতালান (কাতালান উপায়ে) নামক বিষয়টি অর্ন্তভুক্ত থাকবে, এটি হবে একটি মানববন্ধন, যেটি অন্য অনেকের মাঝে কাতালান এলাকার উপকূলে (স্পেনের উত্তর পূর্ব এলাকা) অনুষ্ঠিত হবে, যার মানে হচ্ছে এটি হবে ইউরোপে এ যাবত্কালের সবচেয়ে দীর্ঘ মানব বন্ধন। এই মানব বন্ধনের আয়োজন করেছে কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলি (সিএনএ) নামের এক সুশীল সংগঠন, স্বাধীনতার সমর্থনে জনপ্রিয়তার বৃদ্ধির বিষয়টি প্রদর্শন এবং আঞ্চলিক সরকারের চাপ প্রদান করা যাতে তারা স্প্যানিশ সরকারের সাথে আলোচনার প্রক্রিয়া শুরু করে।
কাতালান ওয়েতে প্রায় ৪০০, ০০০ জন নাগরিক তাদের মন্তব্য, ছবি এবং ভিডিও প্রকাশ করেছে, যা এই ওয়েবসাইট এবং #11s2013 (#১১এস২০১৩) ও #viacatalana (#ভায়াকাতালান) নামক হ্যাশট্যাগের মাধ্যমে এগুলোকে দেখা যাবে।
১১ সেপ্টেম্বর,২০১২ তারিখে, শত শত হাজার হাজার কাতালানবাসী এখানকার ইতিহাসের সর্ববৃহৎ স্বাধীনতা-পন্থী শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য বার্সেলোনার রাস্তায় নেমে আসে, যে বিষয়টিও সিএনএ সংগঠিত করেছিল। যার ফলে মধ্য-ডান শাসক জোট কনভারজেনসিয়া ইয়া ইউনিও (সিআইইউ) ২৫ নভেম্বর, ২০১২ তারিখের নির্ধারিত নির্বাচনের আগেই আঞ্চলিক নির্বাচনের সিদ্ধান্ত নেয়। বিগত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম কোন নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়ে, প্রায় ৭০ শতাংশ, এবং যারা বর্তমান অবস্থান ধরে রাখতে চায় (পিএসসি-পিপি-সি) তাদের চেয়ে, যে চারটি দল স্বায়ত্বশাসনের সংস্কারের দাবিতে গণভোট চাইছে (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) তারা দ্বিগুণ ভোট পেয়েছে-আর উভয় দল কাতালান এলাকার প্রধান রাজনৈতিক দল- শাসক মধ্য-ডান সিআইইউ এবং সোশালিস্ট পিএসসি নামক দুটো দল বেশ বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।
এই উদ্যোগের প্রতি তাদের সমর্থন এবং উৎসাহ প্রদানে সারা বিশ্বের কাতালান সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশে মানব বন্ধন করে। নীচে এর বেশ কিছু আলোচিত ছবি এবং ভিডিও তুলে ধরা হল।
Hold Your Hands. #ViaWDC #ViaCatalanaMon #inforac1 pic.twitter.com/eYUQtSMXLS
— Gustau Alegret (@GustauAlegret) September 4, 2013
হাতে রাখ হাত#ViaWDC #ViaCatalanaMon #inforac1 pic.twitter.com/eYUQtSMXLS
#ViaCatalanaSydney pic.twitter.com/3wmzQR6oMn #viaCatalanaMón #CatalanWay via @CatalanNation
— Laksmí ||★|| #DUI (@Laksmiz) September 4, 2013
লক্ষীর ছবি, #ViaCatalanaSydney pic.twitter.com/3wmzQR6oMn #viaCatalanaMón #CatalanWay, এটি @CatalanNation-এর মাধ্যমে পাওয়া।
Amb més de 50 persones, la cadena a Praga ha estat un èxit! #viacatalanamon pic.twitter.com/TtLqVbKZcb
— Carles Noguera (@carles_noguera) September 2, 2013
প্রাগে ৫০ জন নাগরিকের এই মানব বন্ধন, একটি সফল কর্মসূচি !
Oh, là là! C'est trop jolie! 300 held their hands at the very heart of France #viacatalanamon http://t.co/jBEjQ9Oc52 pic.twitter.com/hmjvLNHvTO
— Catalan Assembly (@catalanassembly) September 4, 2013
ফ্রান্সের একেবারে কেন্দ্রস্থলে ৩০০ জন নাগরিক তাদের হাত ধরে আছে। #viacatalanamon http://t.co/jBEjQ9Oc52 pic.twitter.com/hmjvLNHvTO
Catalans sing anthem and demand independence from Spain in New York: http://t.co/RW5ZuLGtW8 via @YouTube
— Adrià Alsina (@AdriaAlsina) September 1, 2013
নিউ ইয়র্কে বাস করা কাতালানবাসীরা জাতীয় সঙ্গীত গাইছে এবং স্পেন থেকে স্বাধীনতার দাবী করছে
Video (no emès) de la cadena humana ahir a la Gran Muralla Xinesa http://t.co/74OSQM3wE9 #ViaCatalana
— Sergi Vicente (@sergivicente) September 1, 2013
চীনের মহাপ্রাচীরের সামনে গতকালের মানববন্ধনের ভিডিও (যা প্রচারিত হয়নি)
Fa efecte. Desenes d'independentistes a la Gran Muralla de la Xina #viacatalanamón via @eduardvoltas.pic.twitter.com/k5AskpNtWp“
— lluc salellas vilar (@llucsalellas) August 31, 2013
এ্যাডোয়ার্ড: “বিশ্বের বিভিন্ন দেশে বাস করা কাতালানরা পাগল হয়ে গেছে.” আইলাক: ” সম্ভবত, ডজন খানেক স্বাধীনতা কামী চীনের মহাপ্রাচীরের সামনে জড়ো হয়েছে।”
Cadena a Buenos Aires! #viacatalanamon Més de 250 persones a Plaza Congreso! Gran #ViaCatalana pic.twitter.com/X1pWXTf2HD
বয়েন্স আইরেসে মানব বন্ধন ! কংগ্রেস প্লাজার সামনে ২৫০ জনের বেশী নাগরিক সমবেত হয়েছে। অসাধারণ # ভায়াকাতালানামোন
— Berta (@bertags) August 25, 2013
Estic plena d'orgull!! #ViaCatalana a #BANGKOK!! (http://t.co/WmTZzLnJgB) #viacatalanamon
— Cristina Figueras (@cristinuti) September 1, 2013
গর্বে আমার মন ভরে গেছে!!
!
Nova York -@ggarolera- #ViaCatalana pic.twitter.com/8ke8HKeNNk
— Oriol Rosés i Belló (@oriolroses) September 1, 2013
নিউ ইয়র্ক!!
Cadena per la independència a #Helsinki #ViaCatalana #viacatalanamon pic.twitter.com/ki0spmvmek
— Pau Rodríguez i Ruiz (@Pauroru) August 31, 2013
#ViaLondres #ViaCatalana #ViaCatalanaMon pic.twitter.com/zqyfHqAjSK
— Kieron Merrett (@kieronam) August 31, 2013