সৌদি আরবের পুরুষেরা তাদের নখ পালিশ করছে- ছবির মাধ্যমে তারা তাদের লোমশ পা দেখাচ্ছে, যা কিনা আরববিশ্বে হাস্যরোল-এর সৃষ্টি করে। আর এটা ছিল টুইটারের হ্যাশট্যাগের একটি অংশ, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় যে ভাবে একটি মেয়ে ছবি তোলে, সেভাবে নিজের ছবি তুলুন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রদর্শন করে, ছেলেরা মেয়েদের খুঁচিয়ে মজা নিচ্ছে-মেয়েরা যে সমস্ত জুতা পরে, যে নেইল পালিশ তারা হাতে দেয়, যে কফির কাপে তারা চুমুক প্রদান করে এবং মেয়েরা নিজেদের মধ্যে যে সমস্ত উপহার বিনিময় করে।
একটি পুরুষের ছবি, যে তার লাল রঙ করা নখ প্রদর্শন করছে, যখন কফির কাপে চুমুক দিচ্ছে, তা সব জায়গায় ছড়িয়ে পড়েছে:
অন্যরা, যেমন রাকান আল হামদান, মেয়েরা যে ভাবে দেখায়, সেভাবে নিজেদের জুতা প্রদর্শন করছে:
#صور_كنك_بنت With girls .. pic.twitter.com/IfAA9fSrq7
— Rakan al-Hamdan (@rakantweets) September 8, 2013
মেয়েদের সাথে। pic.twitter.com/IfAA9fSrq7
আরেকজন বালক, নিজের প্রিয় পানীয়ের সাথে নিজের পেডিকিউর করা নখ প্রদর্শন করছে:
#صور_كنك_بنت My best drink pic.twitter.com/J5YMV2dtQP
— B. (@BaderQ_) September 8, 2013
আমার সেরা পানীয়। pic.twitter.com/J5YMV2dtQP
পায়ে এভাবে নেল পালিশ করা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহমেদ বিস্মিত:
#صور_كنك_بنت I won't even ask why so many guys have access to manicures.
— Ahmed (@Mickeyzor) September 13, 2013
এমনকি আমি জিজ্ঞেস করব না, কেন এতগুলো পুরুষ হাতে পায়ে নেল পালিশ লাগাল।
এবং আসিল নামের মেয়েটি তার আপত্তি তুলে ধরেছে:
Seriously? Guys applying nail polish on their nails just to make fun of girls !! ما عاد بيها رجوله يا جماعه #صور_كنك_بنت
— Aseel27♥ (@A62x_) September 11, 2013
সত্যি? কেবল মেয়েদের নিয়ে মজা করার জন্য ছেলেরা তাদের নখে নেল পালিশ দিচ্ছে!! এখন আর কোন পুরুষত্ব অবশিষ্ট নেই।