ইন গুগল উই ট্রাস্ট– এ সাম্প্রতিক সময়ে একটি খবর প্রকাশিত হয়েছে, যা অস্ট্রেলিয়াতে টুইটারে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। গত ৯ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে এবিসি টেলিভিশন ফোর কর্নার্সে কীভাবে ব্যক্তিগত ডিজিটাল তথ্য সংগ্রহ এবং ব্যবহার করা হচ্ছে তাঁর উপর একটি পর্ব প্রচার করেছে। সেখানে প্রকাশ পাওয়া গোপনীয়তা লঙ্ঘনের বিস্তার, অনলাইন নিরাপত্তার অভাব, ব্যক্তিগত তথ্যের বানিজ্যিক ব্যবহার, যেমন কেনা কাটার অভ্যাস, এমনকি পুলিশের পিছু নেওয়া এবং গাড়ির নম্বর প্লেটের সংগ্রহশালা ইত্যাদি সব কিছুই অনেক দর্শকের জন্য ছিল রীতিমত আশ্চর্যজনক।
এ ধরনের তথ্য প্রকাশের কারনে অনেকেই উদ্বিগ্ন হয়ে টুইট করেছেনঃ
#4corners report scaring the living daylights out of me! Wow.
— Cameron Ross (@cameronross00) September 9, 2013
#৪করনার্স – এর রিপোর্ট আমাকে দিনের আলোতে প্রকাশিত হয়ে পরার ভয় দেখাচ্ছে! ওহ!
@4corners is melting my brain this evening. If Westfield didn't scare me before, it does now. I want to go back to pens and paper. #4corners
— Owen L (@ohh_ell) September 9, 2013
@৪করনার্স আজ রাতে আমার মাথার মগজ গলিয়ে দিয়েছে। আগে ওয়েস্টফিল্ড আমাকে ভয় দেখাতে না পারলেও এখন আমি ভয় পাচ্ছি। আমি আবার কাগজ ও কলমের যুগে ফিরে যেতে চাই। #৪করনার্স
নিশ্চিতভাবে তিনটি ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে ইতোমধ্যে স্মার্ট ফোন অনুসরনী সকলকে অনুসরন করতে প্রস্তুত রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত রিটেইলনেক্সট, ইনস্টোর এ্যানালাইটিক্সের মতো।
This #4corners is A-mazing. This RetailNext stuff in particular. In store analytics. Customer heatmaps & face tracking via security cams.
— Greg Barila (@GregBarila) September 9, 2013
এই #৪করনার্স বেশ মজার। বিশেষকরে এই রিটেইলনেক্সট কর্মচারী। ইনস্টোর এ্যানালাইটিক্স। নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে ক্রেতাদের গতিবিধি এবং মুখের অনুসরন করা হয়।
Thanks #4corners I'm super paranoid now!
— Roza Germian (@RozaGermian) September 9, 2013
ধন্যবাদ #৪করনার্স আমি এখন চরম ভীত!
অনেকের মাঝে সিমন জনসন একজন, যিনি মনে করেন এই পর্বে নতুন কিছুই নেইঃ
Watching #4corners – none of these issues re US spying, apps used by kids, or Police car tracking are new. Need a detailed follow up story.
— Simon Johnson (@SimonAJohnson) September 10, 2013
#৪করনার্স দেখছি – এই ইস্যুগুলোর কোনটিই মার্কিন গোয়েন্দাগিরি, বাচ্চাদের ব্যবহৃত এ্যাপস অথবা পুলিশের গাড়ি অনুসরন করার মতো নতুন কিছু নয়। একটি বিস্তারিত ধারাবাহিক প্রচারণা প্রয়োজন।
সেখানে প্রচুর হাস্যকর প্রতিক্রিয়াও রয়েছেঃ
I'm happy to check everyone's security in the @4corners audience tonight for FREE. Just tweet me your netbank details #4corners
— Jonathan Brown (@JB_AU) September 9, 2013
আমি বিনামূল্যে আজ রাতে @৪করনার্সে দর্শকদের প্রত্যেকের নিরাপত্তা যাচাই বাছাই করে অত্যন্ত খুশি। কেবলমাত্র আপনার নেটব্যাংকের বিস্তারিত তথ্য আমাকে টুইট করুন। #৪করনার্স
#4corners my Mum just realised how untraceable she is. She has no phone, car, email address, credit card or social media account!
— Cat Cantina Whitlam (@TheCatCantina) September 9, 2013
#৪করনার্স আমার মা কেবল বুঝতে পারলেন, তাকে খুঁজে পাওয়াটা কতোটা দুঃসাধ্য। তাঁর কোন ফোন, গাড়ি, ইমেইল ঠিকানা, ক্রেডিট কার্ড অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ্যাকাউন্ট নেই!
Just for the record those porn sites I visited were part of a proposed Phd “Digital Sexuality & Cyber Dystopia” #honest#4corners
— Toby Nottabe (@Loose_id) September 9, 2013
শুধুমাত্র নথিভুক্ত করার জন্য আমি যে পর্নো সাইটগুলো দেখেছি, সেগুলো “ডিজিটাল যৌনতা এবং সাইবার ডাইস্টোপিয়া” শিরোনামের একটি পিএইচডি – এর গবেষণা প্রস্তাবনার একটি অংশ। #অনেস্ট #৪করনার্স
সেখানে অপরিহার্য রাজনৈতিক সচেতনতাও রয়েছেঃ
switch over to ABC's #4corners and see why we should've put @WikiLeaksParty & @piratepartyau in the Senate. Big Brother is watching…
— James Stewart (@amorphic) September 9, 2013
এবিসির #৪করনার্সে চলে যান এবং দেখুন @উইকিলিক্সপার্টি এবং @পাইরেটপার্টিএইউ – কে আমাদের কেন সিনেটে বসানো উচিৎ। বিগ ব্রাদার দেখছে……
“…no way a govt can collect that volume of data and remain incorruptible…& when you've got it, you'll find a use for it”… #4corners
— Kat Loughrey (@KatLoughrey) September 9, 2013
“… কোনভাবেই একটি সরকার এই পরিমান তথ্য সংগ্রহ করতে পারে না এবং সম্পূর্ন সৎ থাকতে পারে না… এবং যখন আপনি এগুলো পাবেন, তখন আপনি তাঁর কিছু ব্যবহারও খুঁজে পাবেন” … #৪করনার্স
উদ্বেগের বিষয় এই যে বিগ ব্রাদার গোপনে আমাদের বড় আকারের তথ্য ধ্বংস করছে, যা জনগণের সচেতনতার সাথে সাথে বাড়তে বাধ্য। তথাপি, সবাই এতোটা উদ্বিগ্ন নয়ঃ
I'm happy for companies to use my data if it's not done maliciously. It would make a lot of things, like shopping, much easier. #4corners
— Tim Christodoulou (@tim_chr) September 9, 2013
আমি আমার তথ্য ব্যবহারের জন্য সেসব কোম্পানির প্রতি খুশি, যারা বিদ্বেষপরায়ণভাবে তা করেন নাই। এটা অনেক ধরনের কাজ করেছে। যেমন কেনাকাটা আরো সহজ করেছে। #৪করনার্স
(ছবিটি দিয়েছেন ফ্লিকর ব্যবহারকারী – নাথান ও’নিয়ন্স – সৃজনশীল জনসাধারনের গুণাবলী ২.০ জেনেরিক)