রানওয়ে দুর্ঘটনার পর কালো রং দিয়ে লোগো মুছে ফেলল থাই এয়ারওয়েজ

An Airbus Thai Airways plane. Image from Flickr user Aero Icarus, (CC BY-SA 2.0)

থাই এয়ারওয়েজের একটি এয়ারবাস। ছবিঃ ফ্লিকার ব্যবহারকারি আরো ইকারুস [সিসি বাই-এসএ ২.০]

অবতরণ-গিয়ার এর ব্যর্থতার কারণে থাই এয়ারওয়েজের একটি বিমান গত রোববার ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে। চীনের গুয়াংঝু থেকে আসা বিমানটিতে ২৮৮ জন যাত্রী এবং ১৪ জন কেবিন ক্রু ছিলেন।  বিমান সংস্থাটির মতে, ১৪ জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন।

গুয়াংঝু-ব্যাংকক রুটের টিজি ৬৭৯ বিমানটি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। ১৪ জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। তাঁদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কিন্তু বিমান সংস্থাটি তার ইমেজ রক্ষা করতে কালো রং দিয়ে বিমানটির দৃশ্যমান লোগোটি ঢেকে দেবার সিদ্ধান্ত নেয়, যা পরে আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছে। এয়ারলাইনস সংস্থাটি দাবি করে, এটা ছিল “সঙ্কট যোগাযোগ বিধি”। তবে, আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক স্টার এলিয়েন্স তা অস্বীকার করে বলেছে, এটি ছিল দুর্ঘটনার সময় বিমানের লোগো ঢেকে দেবার একটি কৌশলঃ

@থাইএয়ারওয়েজের ফ্লাইট ৬৭০ বিমানটির লোগোতে পেইন্টিং সংক্রান্ত। এটি @স্টারএলায়েন্স এর সংকটের (১/২) সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

নির্দেশিকা। দেখা যাবে যে, সরকারী উদ্ধৃত ভুল তথ্য দিয়েছিল।। (২/২)

পরবর্তীকালে এটা থাই এয়ারওয়েজ দ্বারা নিশ্চিত করা হয়।

২. থাই এয়ার বক্তব্য: “… এছাড়াও কোম্পানি ব্যাখ্যা করেছে যে, এটি স্টার এলায়েন্স নীতি অথবা বিমানের ডি শনাক্তকরণ পদ্ধতি নয়।”

Covering the Thai Airways logo with a black paint. Image from @RichardBarrow

থাই এয়ারওয়েজের লোগো কাল রং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ছবিঃ @রিকারডবারো  

অবতরণ দুর্ঘটনার পরে এই ভিডিওটি করা হয়:

নীচে কিছু টুইটার প্রতিক্রিয়া রয়েছে।

আমি বাজি ধরছি, @থাইএয়ারওয়েস এখন তাদের লোগো মুছে ফেলার জন্য দু:খ প্রকাশ করবে। আজকের সামাজিক মিডিয়ার দিনে, এয়ারলাইন্স আর যেন তেন করে পার পেতে পারবে না।

@রিকারডবারোঃ @থাইএয়ারওয়েস সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবসময় আমার জন্য কাজ কর, তোমাদের প্লেন বিধ্বস্ত কর না। এই ভাবে তোমারা কালো রং করা থেকে রক্ষা পাবে।

বিমানের লোগো কালো রং করায় যাত্রীদের তা খুব সামান্যই সাহায্য করবে যারা এখন বুধবার পর্যন্ত বিমান বন্দরে বিলম্বের সম্মুখীন।

@স্টারএলিয়েন্স  তারা কিভাবে ভুল তথ্য পেতে পারে ? হয়তো প্রাক জোট সঙ্কট নির্দেশিকা! আমি বলছি না তারা ভুল ছিল। বরই, অদ্ভুত।

কিছু যাত্রী দুর্ঘটনার পরে বিমান কর্মীদের কাছ থেকে খুব সামান্য সহায়তা পেয়েছেন বলে অভিযোগ করেছেন। কিন্তু বিমান কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .