TG679 Guangzhou-Bangkok experienced incident while landing at Suvarnabhumi Airport.14 passengers were slightly injured and sent to hospital.
— Thai Airways (@ThaiAirways) September 8, 2013
গুয়াংঝু-ব্যাংকক রুটের টিজি ৬৭৯ বিমানটি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। ১৪ জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। তাঁদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কিন্তু বিমান সংস্থাটি তার ইমেজ রক্ষা করতে কালো রং দিয়ে বিমানটির দৃশ্যমান লোগোটি ঢেকে দেবার সিদ্ধান্ত নেয়, যা পরে আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছে। এয়ারলাইনস সংস্থাটি দাবি করে, এটা ছিল “সঙ্কট যোগাযোগ বিধি”। তবে, আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক স্টার এলিয়েন্স তা অস্বীকার করে বলেছে, এটি ছিল দুর্ঘটনার সময় বিমানের লোগো ঢেকে দেবার একটি কৌশলঃ
Regarding the painting over of logos on the aircraft of @ThaiAirways flight 679. This is not in line with @staralliance crisis (1/2)
— Star Alliance (@staralliance) September 9, 2013
@থাইএয়ারওয়েজের ফ্লাইট ৬৭০ বিমানটির লোগোতে পেইন্টিং সংক্রান্ত। এটি @স্টারএলায়েন্স এর সংকটের (১/২) সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
guidelines. It would appear that the official quoted was misinformed. (2/2)
— Star Alliance (@staralliance) September 9, 2013
নির্দেশিকা। দেখা যাবে যে, সরকারী উদ্ধৃত ভুল তথ্য দিয়েছিল।। (২/২)
পরবর্তীকালে এটা থাই এয়ারওয়েজ দ্বারা নিশ্চিত করা হয়।
2. Thai Air statement contd: “…the Company also clarifies that it is NOT a Star Alliance policy or procedure to de-identify aircraft.”
— Newley Purnell (@newley) September 9, 2013
২. থাই এয়ার বক্তব্য: “… এছাড়াও কোম্পানি ব্যাখ্যা করেছে যে, এটি স্টার এলায়েন্স নীতি অথবা বিমানের ডি শনাক্তকরণ পদ্ধতি নয়।”
অবতরণ দুর্ঘটনার পরে এই ভিডিওটি করা হয়:
নীচে কিছু টুইটার প্রতিক্রিয়া রয়েছে।
I bet @ThaiAirways is now regretting painting over their logo. These days with social media, airlines cannot get away with that anymore.
— Richard Barrow (@RichardBarrow) September 10, 2013
আমি বাজি ধরছি, @থাইএয়ারওয়েস এখন তাদের লোগো মুছে ফেলার জন্য দু:খ প্রকাশ করবে। আজকের সামাজিক মিডিয়ার দিনে, এয়ারলাইন্স আর যেন তেন করে পার পেতে পারবে না।
@RichardBarrow@ThaiAirways best approach, has always worked for me, don’t crash your planes. That way you save on black paint.
— Stuart McDonald (@travelfish) September 10, 2013
@রিকারডবারোঃ @থাইএয়ারওয়েস সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবসময় আমার জন্য কাজ কর, তোমাদের প্লেন বিধ্বস্ত কর না। এই ভাবে তোমারা কালো রং করা থেকে রক্ষা পাবে।
Blocking out the airline logo little help to travellers who now face delays at airport until Wednesday. http://t.co/Wa8tKsw35t
— Justin Barnett (@beemababy) September 10, 2013
বিমানের লোগো কালো রং করায় যাত্রীদের তা খুব সামান্যই সাহায্য করবে যারা এখন বুধবার পর্যন্ত বিমান বন্দরে বিলম্বের সম্মুখীন।
@staralliance How could they be misinformed? Maybe pre-alliance crisis guidelines? I'm not saying what they did was wrong, just strange
— Agust Beaumont (@Saragermen) September 9, 2013
@স্টারএলিয়েন্স তারা কিভাবে ভুল তথ্য পেতে পারে ? হয়তো প্রাক জোট সঙ্কট নির্দেশিকা! আমি বলছি না তারা ভুল ছিল। বরই, অদ্ভুত।
কিছু যাত্রী দুর্ঘটনার পরে বিমান কর্মীদের কাছ থেকে খুব সামান্য সহায়তা পেয়েছেন বলে অভিযোগ করেছেন। কিন্তু বিমান কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেন।