কারাগারে মৃত্যুবরণ করলেন আর্জেন্টিনার সাবেক সামরিক নেতা জর্জ ভিদেলা

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট জর্জ রাফায়েল ভিদেলা গত ১৭ মে, ২০১৩ তারিখে বন্দী থাকা অবস্থায় ৮৭ বছর বয়সে কারাগারের একটি সেলে মারা গেছেন।

আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসনের সময় ভিদেলা ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। কয়েক হাজার লোক নিখোঁজ [স্প্যানিশ] হওয়ায় তাঁর শাসনামলটিকে মৃত্যু দিয়ে চিহ্নিত করা হয়।

১৯৮৩ সালে এই সাবেক স্বৈর শাসকের বিচার করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ৩১ জন রাজনৈতিক বন্দীকে অত্যাচার এবং গুলি করে মারার অপরাধে ২০১০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এবং ২০১২ সালে তাঁর স্বৈর শাসনামলে সদ্য ভূমিষ্ট শিশুদের অপহরন [স্প্যানিশ] করার অপরাধে তাকে আবারো ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বিবিসি ওয়ার্ল্ডের একটি বিবরণীতে সদ্য মৃত জর্জের সংক্ষিপ্ত জীবনীতে [স্প্যানিশ] বলা হয়েছেঃ “তিনি ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বিতর্কিত এবং ঘৃণিত ব্যক্তি। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে তাঁর শাসনামলে প্রায় ৩০ হাজার লোক খুন এবং গুম হয়”।

ভিদেলা যে সময়ে আর্জেন্টিনা শাসন করেছেন, সে সময়ের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে দেসদে এল তারসার পিসো ওয়েবসাইটের জোসে আলেজান্দ্রো গদয় লিখেছেন [স্প্যানিশ]:

Secuestro sistemático de menores de edad, torturas, uso del mundial de fútbol para fines de propaganda (a pocas cuadras de los estadios donde se jugaba, había centros de tortura), un ajuste económico mal aplicado, exilio de cientos de argentinos, cierre de sindicatos. El penoso legado de una dictadura que se inició con él y que se liquidó el día que algún alucinado militar argentino pretendió que hacer una guerra en las Malvinas sería la mejor forma de prolongar la estancia castrense en el poder.

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অল্পবয়সী বাচ্চাদের নিয়মতান্ত্রিকভাবে অপহরণ, অত্যাচার, প্রোপাগান্ডার (স্টেডিয়াম থেকে কয়েক ব্লক দূরেই ছিল নির্যাতন কেন্দ্রগুলো) জন্য ফুটবল বিশ্বকাপকে ব্যবহার করা, অর্থনৈতিক অসামঞ্জস্যতা, কয়েকশত আর্জেন্টিনাবাসীর নির্বাসন, ইউনিয়নগুলো বন্ধ করে দেওয়া ইত্যাদি। একটি স্বৈরাচার তন্ত্রের লজ্জাজনক বৈধতা তাঁর দ্বারা শুরু হয়েছিল। এবং এই দিনগুলোর অবসান ঘটে তখন, যখন আর্জেন্টিনার কিছু বিভ্রান্ত সামরিক অফিসার ভেবেছিলেন যে সামরিক শাসনকে দীর্ঘায়িত করার একমাত্র উপায় ফকল্যন্ডে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া।

এবং ভিদেলার মৃত্যু নিয়ে তিনি উপসংহার টেনেছেনঃ

Hoy Videla murió en una cárcel común sin privilegios. Condenado a cadena perpetua. Será enterrado en una tumba, a diferencia de muchas de sus víctimas, arrojadas al mar desde un avión. Repudiado por la sociedad argentina. Con un juicio histórico que lo remite a las páginas más infames de América Latina.

কোন সুবিধা ছাড়া আজ ভিদেলা একটি সাধারণ কারাগারে মারা গেছেন। তাঁর যাবজ্জীবন শাস্তি হওয়ায়, তাকে কবর দেয়া হবে। ঠিক যেমনভাবে তিনি তাঁর শিকারদেরকে উড়োজাহাজ থেকে সাগরে ফেলে দিতেন। আর্জেন্টিনার সমাজ তাকে ত্যাগ করেছিল বলে তাঁর একটি ঐতিহাসিক বিচার হয়েছিল। এই বিচার তাকে লাতিন আমেরিকার সবচেয়ে অন্ধকার পাতায় স্থান দিয়েছে।

অন্যদিকে, এলএসও তাঁর ব্লগে [স্প্যানিশ] একটি ছোট বিষয়ে লিখেছেন। সেখানে তিনি ভিদেলাকে একজন “মর্যাদাসম্পন্ন কর্মকর্তা এবং সৈন্যবলে আখ্যা দিয়েছেন। তিনি […] একটি লক্ষ্য অর্জন করেছেন, যা তাকে সম্মান এনে দিয়েছে”।

#মুরিওভিদেলা [ভিদেলা মারা গেছেন] হ্যাশট্যাগের অধীনে, ব্যবহারকারী @কামি_কোতারেলোর [স্প্যানিশ] মতো কয়েক হাজার আর্জেন্টিনাবাসী এই খবরটিতে প্রতিক্রিয়া জানিয়েছেনঃ

Centro de tortura militar, hoy convertido en Museo de la Memoria - Ciudad de Rosario foto: Laura Schneider

রোসারিও শহরের মিলিটারি নির্যাতন কেন্দ্র এখন একটি জাদুঘর। ছবিঃ লরা স্নেইডার।

@Cami_Cotarelo: No se festeja que #MurioVidela, pero hoy despues de casi 40 años descansan en paz mas de 30.000 personas

@কামি_কোতারেলোঃ #মুরিওভিদেলার জন্য কোন উদযাপন নয়। কিন্তু প্রায় ৪০ বছর পর আজ ৩০ হাজারেরও বেশি লোক শান্তিতে ঘুমাতে পারবে।

অনেক আর্জেন্টিনাবাসীর মত, সিসিলিয়া সাইয়া (@সিসিসাইয়া) [স্প্যানিশ] ও একই অনুভূতি ব্যক্ত করেছেনঃ

@Cecisaia: Hoy hay un monstruo menos en el mundo. Si hay algo después de la muerte, que le vuelva por mil todo lo que hizo #muriovidela

@সিসিসাইয়াঃ আজ পৃথিবী থেকে একটি পিশাচ কমে গেল। যদি মৃত্যুর পরে কোন কিছু থাকে, তবে সে যে কয়েক হাজার গুন অত্যাচার করেছে, তা যেন আবার তাঁকে ফেরত দেয়া হয় #মুরিওভিদেলা  

শান্তিতে নোবেলজয়ী অ্যাডলফ পেরেজ ইসকুইভেল (@প্রেনসাপিইসকুইভেল) [স্প্যানিশ] তাঁর টুইটার একাউন্টে লিখেছেনঃ

@PrensaPEsquivel: #MurióVidela, un hombre que ha hecho mucho daño al país y a la humanidad. No se ha cerrado un ciclo, hay [que] buscar más #verdad y #justicia.

@প্রেনসাপিইসকুইভেলঃ #মুরিওভিদেলা এমন একটি মানুষ যে দেশ ও মানবতাকে অত্যন্ত গভীরভাবে আঘাত করেছে। চক্রটি শেষ হয়নি; আমাদের আরো #ভারদাদ (সত্য) এবং #জাসটিশিয়া (ন্যায়বিচার) খুঁজে বের করা প্রয়োজন।

টুইটারে ইনফোবায়ে আরো বেশি প্রতিক্রিয়া নিয়ে একটি ঐতিহাসিক পোস্ট [স্প্যানিশ] প্রকাশ করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .