সিরিয়া যুদ্ধের ধামা ঢোল আরও জোরালো হচ্ছে

"The Revolutionaries of Manbij" - Aleppo. Photo by dona bozzi. Copyright Demotix, July 23, 2013.

সিরিয়ার আলেপ্পোতে “দ্যা রেভ্যুলেশনারিজ অফ মানবিজ” কপিরাইটঃ ডেমোটিক্স, ২৩ জুলাই, ২০১৩।

একটি “দন্ড-বিধায়ক” বোমা বর্ষণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নেওয়ায় সিরিয়াতে যুদ্ধের ঢোল আরো জোরে বেজে উঠেছে। অনলাইনে এক রাতের মধ্যে সবাই সিরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে।

ফিলিস্তিনের অধিবাসী ইয়াদ এল-বাগদাদি খেয়াল করেছেনঃ

এটা কি খুব হাস্যকর নয় ? যখন সিরিয়ার জনগনের ভয়ঙ্কর দুর্ভোগের সময় হল আর তখনই কীভাবে যেন হঠাৎ সবার বিবেক জেগে উঠলো !

সিরিয়ার মোহজা খাফ বলেছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে। তিনি কারন দেখিয়ে বলেছেনঃ

সিরিয় বিপ্লবের তৃণমূল নারী ও পুরুষেরা আমার অক্ষ। একটি স্বাধীন গণতান্ত্রিক #সিরিয়া প্রতিষ্ঠার জন্য তাঁদের বৈধ সংগ্রামকে মার্কিন হামলা সহায়তা করবে না।

মার্কিন হামলায় কোন জাদুর বুলেট ব্যবহার করা হবে না যা #সিরিয়ার কসাইকে উৎখাত করবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।

সিরিয়ার মানবতার সংকটের কোন প্রার্থনা প্রসূত উত্তর মার্কিন হামলা দিতে পারবে না – এটির অর্থ হচ্ছে আরও বেসামরিক মানুষের মৃত্যু যন্ত্রণা। #সিরিয়া  

এবং তিনি আরও বলেছেনঃ

#সিরিয়াতে আসন্ন মার্কিন হামলায় কেউ কি অবস্থায় থাকবে তা কোন বিষয় নয়, আসাদ সিরিয়ার বেসামরিক জনগণের জীবন ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে, যা কেউ অস্বীকার করবে না।

কাহফ আমাদের মনে করিয়ে দিয়েছেনঃ

#সিরিয়াতে মার্কিন হামলায় আপনার অবস্থা কি হয়, সেটা কোন বিষয় নয়। এটা অস্বীকার করবেন না সিরিয়ার তরুণেরা প্রকৃত তৃণমূল বিপ্লব ঘটাতেই রাজপথে নেমেছে। খোদা মাফ করো।

এবং সিরিয়ার আমল হানানো আরও বলেছেনঃ

অনুস্মারক: স্লোগান দেয়ার কারনে সিরিয়ার কয়েক হাজার লোককে মেরে ফেলা হয়েছেঃ জনগন শাসনতন্ত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে চায়। #সিরিয়া 

বিভিন্ন দেশের দ্বিগুণ চাপ প্রয়োগের কারনে সিরিয়ার মায়সালুন বেশ হতবাকঃ

সৌদ আল ফয়সাল বলেছেন, আসাদের বিষাক্ত গ্যাস ব্যবহার সহ্য করা যাবে না। কিন্তু মজার ব্যাপার হল, সাদ্দাম যখন ব্যবহার করেছিলেন, তখন তাঁরা কিছু মনে করেননি। #পিটি #পটকেটলব্ল্যাক 

এবং দিমা খাতিব [আরবি] বলেছেনঃ

কেউ যদি আমেরিকানদের বিশ্বাস না করে, তবে শুধুমাত্র এই কারনে এটা প্রমানিত হয় না যে, সে আসাদের শাসনতন্ত্রের সমর্থক। বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের চর্চা বন্ধ করুন। স্বাধীনতার জন্য যুদ্ধের নামে অন্যদের ধ্বংস করা বন্ধ করুন।

মাইকেল হান্নার মতে সিরিয়াতে এই যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারেঃ

যদি সিরিয়া নিয়ে আমরা গুরুগম্ভীর আলোচনা করতে চাই, তবে আমাদের এটা বুঝে আগানো উচিৎ হবে যে সাম্প্রতিক গোলা-গুলি নিয়ে এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হবে।

বাহরাইন থেকে আলী আল সাইদ টুইট করেছেনঃ

পৃথিবীর দুষ্ট স্বৈর শাসককে দেয়া #ওবামা – র বার্তাঃ যতক্ষন না আপনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন, ততক্ষন আপনার জনগনকে জবাই করাই উত্তম। #সিরিয়া #আসাদ 

আগের একটি টুইটে তিনি অবাক হয়ে বলেছেনঃ

১ লক্ষ লোককে হত্যা করা এবং ২ মিলিয়ন লোককে বাস্তুহারা করা কীভাবে মেনে নেওয়া হয়। আর ১ হাজার লোকের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের কারনে সামরিক হামলা ? #সিরিয়া #সিরিয়াক্রাইসিস

আলী দাহমাশ জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের বাইরে একটি যুদ্ধ বিরোধী সমাবেশ হতে দেখেছেনঃ

এইমাত্র #আম্মানের মার্কিন দূতাবাস অতিক্রম করলাম এবং সেখানে প্রায় ১ শত লোক #সিরিয়া – তে ওবামার বোমা বিস্ফোরনের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। #জর্ডান #জো 

ধারাভাষ্যকার মার্ক লিঞ্চ আরও বলেছেনঃ

ওবামা প্রশাসনের সিরিয়া যুদ্ধে ঢোকার সবচেয়ে দুঃখের অংশটি হচ্ছে, তাঁদেরকে আমি একই তর্ক-বিতর্ক ফলদায়কভাবে সশব্দে দুই বছর ধরে ফেরি করে বেড়াতে দেখছি।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল কাসেমি জিজ্ঞেস করেছেনঃ

উপসাগরীয় রাষ্ট্রগুলো (২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে) এবং তুরস্ক (ন্যাটো বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সেনা বাহিনী) কেন তাঁদের সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ?

এবং মিশর থেকে জনাব এনট্রপি বলেছেন, এ যুদ্ধের জরিমানা হতে যাচ্ছে দ্বিধান্বিতঃ

#সিরিয়া – তে তাৎক্ষনিক অনেক বিশেষজ্ঞের মতো, আমার অজ্ঞতাকে দমন করতে আমি এ বিষয়টি সম্পর্কে খুব অল্পই জানি – তবে আমি যতটুকু জানি ততোটুকুই আমার হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .