স্টোরিমেকারের মাধ্যমে আপনার গল্প বলুন এবং জিতে নিন ১০০০ ইউরো

ফ্রি প্রেস আনলিমিটেড থেকে পুনরায় প্রকাশিত।

স্টোরিমেকার হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেডের একটি নতুন প্রকল্প। অ্যাপসটি মোবাইলের গল্প উন্নত করতে সম্পাদনাকারী সফ্টওয়্যার এবং একটি শিক্ষাগত সাংবাদিকতার প্রোগ্রামের সাথে নিরাপত্তার সম্মিলনে গঠিত। অ্যাপসটি ব্যবহার এবং সকলের জন্য উন্মুক্ত করার জন্য প্রস্তুত। স্টোরিমেকার ব্যবহার শুরু করার জন্য আমরা যত জনকে পারছি উৎসাহিত করছি। এ উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। স্টোরিমেকারের মাধ্যমে একটি গল্প তৈরি করে এতে অংশগ্রহণ করুন অথবা উন্নতির জন্য আমাদের পরামর্শ দিন।

সেরা গল্পটি

স্টোরিমেকার ব্যবহার করে আপনার গল্প বলুন এবং জিতে নিন ১,০০০ ইউরো । Www.storymaker.cc সাইটে আপলোড করা সব গল্পই পুরস্কারের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতায় চলে আসবে। আমরা সেই সেরা গল্পটি খুঁজছি, যেটি মোবাইলে বলা গল্প ছাড়া অনুচ্চারিত রয়ে যাবে।

উন্নতির জন্য সেরা পরামর্শ

স্টোরিমেকার প্রকল্পটি সবে মাত্র চালু করা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, সেখানে উন্নতির জন্য আর কোন জায়গা অবশিষ্ট নেই। বিপরীতভাবে, আমরা আমাদের ব্যবহারকারীদের আরও উন্নত অ্যাপস উপহার দিতে চাই। অনুগ্রহ করে, আমাদের কাছে আপনাদের স্বীয় প্রতিক্রিয়া পাঠান। শুধু তাই নয়, আপনাদের উদ্ভাবনী ধারণা, বর্তমান সংস্করণে আপনি কোন ত্রুটি খুঁজে পেলেও আমাদের কাছে তাও পাঠিয়ে দিন। স্টোরিমেকার প্রকল্পটিকে সত্যিকারভাবে সফল করতে আমাদের সহায়তা করুন। সেরা আইডিয়াটির জন্য রয়েছে ১,০০০ ইউরো পুরস্কার। স্টোরিমেকার.সিসি এর সমর্থনে আমাদের ইমেল করুন।

আগামী ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

স্টোরিমেকার প্রকল্পটিতে গ্লোবাল ভয়েসেসের অংশগ্রহণ সম্পর্কে পড়ুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .